মোহনগঞ্জে পাঁচ দোকান আগুনে পুড়ে ছাই
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ১নং ইউনিয়ন বিরামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে প্রায় ৩০-৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মোহনগঞ্জের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি বারহাট্টা ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নেন।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ব্যবসায়ী শাহীন মিয়ার ডিজেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণ পরই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও চারটি দোকানে। আশপাশের লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন।
অগ্নিকাণ্ডে ডিজেল-গ্যাস সিলিন্ডারের দোকানসহ মুদি ও কাপড়ের দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিজের দোকানের মালামাল সরিয়ে নিতে বাধ্য হন।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য আলীনূর মিয়া বলেন, ডিজেলের ড্রাম থেকে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা হবে।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান সুমন বলেন, আমাদের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মোট পাঁচটি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
এমএসএম / এমএসএম
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ