ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ধানের শীষের বিজয় হলে এলাকার ও দেশের উন্নয়ন হবে- নড়াগাতীর জনসভায় সেলিমা রহমান


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ১:১২

ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে এলাকা ও দেশের উন্নয়ন হবে। বেকার সমস্যা, রাস্তা ঘাটের উন্নয়ন, পারিবারিক ভাতা, বড়দিয়ায় ব্রীজসহ নড়াগাতীকে উপজেলা করা হবে। ১৭ নভেম্বর (সোমবার) দুপুরে নড়াগাতী কাচারী মাঠে মহিলা দল আয়োজিত বিশাল  জনসমুদ্রে এ কথা বলেন অনুষ্ঠানের সভাপতি  বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান।

বিশাল জনসমাবেশে অতিথিরা নড়াইল-১ আসনের মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ তুলে দিয়ে এর সম্মান রক্ষার আহ্বান জানান। 

নারী ও শিশু অধিকার ফোরামের ঢাকা জেলার সদস্য সচিব নিপুন রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ  অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম ও নড়াইল ১ আসনের মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জুলাই যোদ্ধা মানছুরা আলম। 

আরো উপস্থিত ছিলেন ও থানা বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরাসহ নড়াগাতী থানার হাজার হাজার মহিলা কর্মী ও সমর্থক।নিপুণ রায় চৌধুরী মহিলাদের জন্য বিএনপির অবদান উল্লেখ করে  বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন,  "ধানের শীষ যার হাতে আমরা সবাই তাঁর সাথে"।  কিন্তু একটি ধর্মভিত্তিক দল নারীদের শিকলবন্দী করতে চায়। তাই আগামী নির্বাচনে ব্যক্তি চিনে ভোট না দিলে আমার বাংলাদেশ সুরক্ষিত থাকবে না। অতঃপর সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বলেন, একটি দল তালিমের নামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড এবং চাদা নিয়ে ভোট না দিলে নাফারমান হয়ে যাবে এই ভয় দেখিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এদের থেকে সাবধান থাকার পরামর্শ দেন এবং এলাকার উন্নয়নে আগামী নির্বাচনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। 

নড়াইল ১ আসনের মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, একটি দল ৫০ টাকায় বেহেশতের টিকিট বিক্রি করছে। এ সকল ধর্ম ব্যবসায়ীদের থেকে দুরে থাকার পরামর্শ দেন। তিনি আরো বলেন, বিগত সরকার এলাকার উন্নয়নে কোন কাজ করেনি। রাস্তাঘাটের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে। বিএনপি ক্ষমতায় এলে এবং এমপি নির্বাচিত  হলে বড়দিয়া ও নড়াগাতীর ব্যপক উন্নয়নের পাশাপাশি বড়দিয়া ব্রীজ ও নড়াগাতী বাসীকে উপজেলা উপহার দেওয়ার ঘোষণা দেন।

অতঃপর বিকেলে অতিথিরা কালিয়ার জনসভায় একই বক্তব্য তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)

চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭

গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক

কুড়িগ্রাম খাদ্য বিভাগের প্রায় আড়াই কোটি টাকা লোপাট অভিযোগ দুদকের

রাজশাহীতে নারী ভোটারদের নিয়ে গণভোটের বিশেষ প্রচারণা