ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রোগী দেখতে যাওয়ার দোয়া


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ১১:৩৪

অসুস্থতা ও রোগব্যাধি মানুষের জীবনের অন্যতম উপসর্গ। কম-বেশি প্রায় সব মানুষের জীবনেই অসুস্থতার পরীক্ষা আসে। রুগ্ন ব্যক্তিকে দেখতে যাওয়া সুস্থ মানুষের কর্তব্য। আর অসুস্থ ব্যক্তির সামনে কী দোয়া পড়তে হয়, রাসুল (সা.) তা শিখিয়ে দিয়েছেন। 
হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি এমন কোনো রুগ্ন মানুষের সাক্ষাৎ করবে, যার এখন মরার সময় উপস্থিত হয়নি, তার নিকট সাতবার এই দোয়াটি বলবে, ‘আসআলুল্লাহাল আজিম, রাব্বাল আরশিল আজিম, আইয়্যাশফিয়াক’, অর্থাৎ ‘আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি।’ 
যে ব্যক্তি অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাকে সে রোগ থেকে মুক্তি দান করবেন।’ (আবু দাউদ : ৩১০৬; তিরমিজি : ৩০৮৩)

Aminur / Aminur