মিজানের পাল্লা ভারী হবে যেভাবে
মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে ভালো কাজ করার জন্য। ভালো কাজ করলে পরকালে মিলবে অফুরন্ত পুরস্কার। মানুষ পৃথিবীতে ভালো-মন্দ যে কাজই করুক, মৃত্যু ও কেয়ামত পরবর্তী জীবনে হাশরের মাঠে সেসব ওজন করা হবে। যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার খারাপ কাজের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জাহান্নাম।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী জিনিস হবে সুন্দর চরিত্র। আর আল্লাহর কাছে অশ্লীল কথা ও খারাপ আচরণের চেয়ে ঘৃণিত আর কিছুই নেই’ (তিরমিজি, হাদিস : ২০০২)। এ হাদিস আমাদের গুরুত্বপূর্ণ এক শিক্ষা দেয়। তা হলো, আমলের পাল্লায় সালাত, রোজা, হজ, জাকাতের পরেও যদি কোনো জিনিস সবচেয়ে ভারী হয়, তবে তা হলো সুন্দর চরিত্র। এর অর্থ, একজন মানুষ যদি নামাজ পড়ে; কিন্তু তার মুখ থেকে কষ্টদায়ক কথা বের হয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করে, তবে তার আমলের ওজন অনেক কমে যেতে পারে।
অন্যদিকে যে ব্যক্তি সবসময় হাসিমুখে কথা বলে, অন্যের ভুল ক্ষমা করে, দয়া দেখায়, সত্য কথা বলে, ধৈর্য ধরে, তার আমলের পাল্লা কেয়ামতের দিন এমন ভারী হবে যে, অনেক বড় বড় ইবাদতকেও ছাড়িয়ে যাবে। অপর এক হাদিসে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-কে প্রশ্ন করা হলো, কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তিনি বলেন, আল্লাহভীতি, সদাচার ও উত্তম চরিত্র। আবার তাঁকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তিনি বলেন, মুখ ও লজ্জাস্থান (তিরমিজি, হাদিস : ২০০৪)। রাসুল (সা.) নিজেও ছিলেন সুন্দর চরিত্রের জীবন্ত উদাহরণ। তিনি শত্রুকেও ক্ষমা করেছেন, দাস-দাসীদের সঙ্গে একই থালায়-একই পাত্রে খেয়েছেন, ছোটদের স্নেহ করেছেন, বড়দের সম্মান দিয়েছেন। তাই আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, ‘আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী।’ (সুরা কলম, আয়াত : ৪)
আর যারা অশ্লীল কথা বলে, গালি দেয়, অন্যকে অপমান করে, মিথ্যা ছড়ায়, দুর্ব্যবহার করে, তাদের জন্য এ হাদিস এক সতর্কবাণী। কারণ আল্লাহ বলেছেন, এসব মন্দ কাজের চেয়ে ঘৃণিত আর কোনো কাজ নেই তাঁর কাছে। এমনকি যদি কেউ হাজার রাকাত নফল নামাজ পড়ে, কিন্তু তার জিহ্বা অন্যকে আঘাত করে, তবে তার আমল ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রাসুল (সা.)-এর সুন্দর চরিত্র অনুসরণ করার তওফিক দিন।
Aminur / Aminur
জান্নাতে প্রবেশে কিছু বাধা
মিজানের পাল্লা ভারী হবে যেভাবে
কসম করতে সতর্কতা জরুরি
চার দোষে ঈমান নষ্ট
রোগী দেখতে যাওয়ার দোয়া
ওমরাহ পালনে অফুরন্ত সওয়াব
ইসলামে ন্যায়বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত
হাদিয়া বিনিময়ে ভালোবাসা বাড়ে
মোবাইল দেখে কোরআন তেলাওয়াত করা যাবে কি না
নফল নামাজ নিষেধ যখন
ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকা কর্তব্য
বিশুদ্ধ আকিদা অর্জনের গুরুত্ব