ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

খালিয়াজুরীতে বিসিআইসি কর্তৃক অনুমোদিত দুই প্রতিষ্ঠানকে জরিমানা


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১০-১২-২০২৫ দুপুর ৩:৩২

বিসিআইসি কর্তৃক অনুমোদিত দুই সারের ডিলার সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে  সার বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে  জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বিসিআইসি কর্তৃক অনুমোদিত মেসার্স চৌধূরী এন্টারপ্রাইজ ও মেসার্স তালুকদার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন স্থানীয় কৃষকরা, লিখিত আবেদনের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। 
৯ ডিসেম্বর ( মঙ্গলবার) গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  ঘটনার সত্যতা পাওয়ায় এবং মেমো ছাড়া সার বিক্রি করায়  উল্লেখিত দুই ডিলারকে জরিমানা করা হয়েছে। 
স্থানীয়রা জানায়, খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নে পাঁচহাট বাজারে মেসার্স চৌধূরী এন্টারপ্রাইজ ও মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ নন ইউরিয়া ও ইউরিয়া সার সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে প্রতিবস্তা দুই থেকে আড়াইশ টাকা বেশি দামে বিক্রি করছে এমনকি বিক্রির ক্যাশ মেমোও প্রদান করে না। তাই আমরা বাধ্য হয়ে ইউ,এনও স্যারের কাছে লিখিত অভিযোগ করি। ঘটনার সত্যতা পেয়ে তাদেরকে জরিমানা করেছে ইউএরও স্যার। 
মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ আলী জাহান চৌধুরী বলেন, আমাদের নামে অভিযোগ এটা মিথ্যা। অতিরিক্ত দামে সার বিক্রি নাই। আক্রোশবশতঃ আমাদের নামে অভিযোগ করা হয়েছে। জরিমানার বিষয়ে জিজ্ঞেস করলে আলী জাহান চৌধুরী বলেন, অতিরিক্ত দামের জন্য জরিমানা করা হয়নি, মেমো ছাড়া সার বিক্রি করায় আমার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 
মেসার্স তালুকদার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ আব্দুল মোমেনকে মোবাইলে ফোন দিলে পাওয়া যায়নি। 
খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনা স্থলে ইউএনও স্যারসহ পৌঁছালে ঘটনার সত্যতা পাওয়া যায়, তবে স্থানীয়রা বলছে কিছুটা দাম বেশি নিলেও বাজারে সার পর্যাপ্ত পরিমানে রয়েছে। 
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান,লিখিত অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর পাঁচহাট বাজারে বিসিআইসি কর্তৃক অনুমোদিত দুইজন সার ডিলার অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় ও বিক্রি কৃত সারের ক্যাশ মেমো প্রদান না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নিয়ম বর্হিভুতভাবে এমন ধরণের কাজে কাউকে ছাড় দেওয়া হবে। বাজারে প্রচুর পরিমাণে সারের সরবরাহ রয়েছে কেউ যাতে কৃত্রিম সংকট তৈরী করে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে, এই দিকে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। 

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে অবৈধ টপসয়েল উত্তোলনে দুই লাখ টাকা জরিমানা

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুকুর বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ!

কুমিল্লায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খালিয়াজুরীতে বিসিআইসি কর্তৃক অনুমোদিত দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভূরুঙ্গামারীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নবনিযুক্ত ওসি জালাল উদ্দিনের সাথে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

ফুলেল শুভেচ্ছায় বরুড়ার নবাগত ইউএনওকে বরণ

কালিয়ায় অভিযানে ৫ টি ইটের ভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

খুলনায় অনুষ্ঠিত হলো ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ শীর্ষক সেমিনার

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক- ৮

উল্লাপাড়ায় আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

*সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে আনসার-ভিডিপি*