বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) নির্বাচনী এলাকায় নেত্রকোনা সদরের পাশাপাশি বারহাট্টার বিভিন্ন এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। বারহাট্টার জনগণের মতামতে এ আসনে এগিয়ে আছেন বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মো. আনোয়ারুল হক।
ইতিমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, বাংলাদেশ জামায়াত ইসলামী দল থেকে অধ্যাপক মাওলানা মোঃ এনামূল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহিম, গণ অধিকার পরিষদ থেকে হাসান আল মামুন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ফাহিম রহমান খান পাঠান। দলীয় প্রার্থী ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা।
বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক জানান, আমি মনোনয়ন পাওয়ার আগে থেকেই আমার নির্বাচনী এলাকায় সক্রিয়। আমার নির্বাচনী এলাকায় আমি শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, পাশাপাশি একজন চিকিৎসক হিসেবেও মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। দলের দুঃসময়ে জেলা আহ্বায়কের দায়িত্বে থেকে আমি স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা সদরের পাশাপাশি বারহাট্টা এলাকার সকল নেতাকর্মীরা আমার পক্ষে নিয়মিত মিছিল-সমাবেশ করে যাচ্ছেন। এছাড়াও একজন চিকিৎসক হিসাবে আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা সদরের পাশাপাশি প্রতি সপ্তাহে বারহাট্টার প্রতিটি ইউনিয়নে ফ্রি-মেডিকেল ক্যাম্প করে বিনা খরচে গরীব-দুঃখী মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হক বলেন, 'আমি জনগণের জন্য রাজনীতি করি। তাই জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। এছাড়াও এলাকার রাজনৈতিক পরিবেশ সুন্দর রাখার ব্যাপারেও আমি সব সময় সজাগ আছি। আশা করি ভোটাররা এসব বিষয় নিশ্চয়ই বিবেচনা করবেন এবং আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।'
বারহাট্টা উপজেলার দলীয় নেতাকর্মীরা বলেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হকের ক্লীন ইমেজ রয়েছে। তিনি বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে দলের আহত নেতাকর্মীদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হক আমাদের উপজেলায় ঘন ঘন গনসংযোগ করছেন এবং আমাদের এলাকার গরীব-দুঃখী জনগণের বিপদে পাশে দাঁড়াচ্ছেন এবং জনগণের সেবক হিসাবে বিভিন্ন এলাকায় ফ্রি-মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা দিচ্ছেন। আমরাও মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছি।
উপজেলার সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা সকালের সময়কে জানান, বিগত সতেরো বছর আমাদের বারহাট্টার জনগণ অবহেলিত ছিল। আমাদের এলাকার রাস্তা-ঘাটসহ অন্যান্য ক্ষেত্রেও কোন উন্নয়ন হয় নাই। যিনিই এমপি হয়েছেন, তিনি শুধু তার দলের নেতাদের পেট ভরিয়েছেন। জনগণের সুযোগ-সুবিধার কথা কখনোই চিন্তা করেন নাই।
তারা বলেন, আমরা এখন ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছি। বারহাট্টার মানুষ এখন অনেক সচেতন, তাই এ এলাকার জনগণ এখন আর কোনো চাঁদাবাজ কোন সন্ত্রাসী নেতার নেতৃত্ব চায় না। তাই আমরা আসন্ন সংসদ নির্বাচনে যোগ্য, পরোপকারী এবং নিঃস্বার্থ ব্যক্তি হিসাবে আমাদের প্রিয় ব্যাক্তিত্ব আনোয়ারুল হক সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করব।
এমএসএম / এমএসএম
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক
বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী