বিভিন্ন প্রতারণার অভিযোগে মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানার মামলার আসামি মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে তার বিরুদ্ধে একাধিক মামলা ও আদালতের ওয়ারেন্ট থাকা সত্ত্বেও দীর্ঘদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে অভিযোগ ছিল।
মামলার বাদী ও ধানমন্ডি থানার বিএনপির সভাপতি মুজিবুর রহমান জানান, মামলা নম্বর ২০/০১/২০২২ (ধারা ৪২০ ও ৪০৬)-এ তিনি বাদী এবং মোস্তাফিজুর রহমান (পিতা আজিজুর রহমান) আসামি। অভিযোগে বলা হয়, মোস্তাফিজুর রহমান বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। ধানমন্ডি থানা ও দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
মুজিবুর রহমানের দাবি, অতীতের শাসনামলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন আইনের আওতার বাইরে ছিলেন এবং বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনে জড়িত ছিলেন। তিনি আরও অভিযোগ করেন, পিডব্লিউডির দ্বিতীয় শ্রেণির ঠিকাদার হিসেবে কাজ করার সময় মোস্তাফিজুর রহমান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে অবৈধ ভবন নির্মাণে জড়িত ছিলেন।
একই ভবনের আরেক বাসিন্দা শেখ সালেহ সম্পর্কেও অভিযোগ তুলে মুজিবুর রহমান বলেন, তিনি অতীতে ক্ষমতার অপব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।
মোস্তাফিজুর রহমানের গ্রেপ্তারকে ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকা জরুরি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এমএসএম / এমএসএম
উন্নত চিকিৎসা ও আধুনিক প্রযুক্তিতে আস্থার নাম শিন-শিন জাপান হাসপাতাল
তেজগাঁও শিল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, গণপূর্তের জমি উদ্ধার করল রাজউক
বিভিন্ন প্রতারণার অভিযোগে মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা: প্রতিবাদে ব্যবসায়ীদের লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ
প্রশিক্ষক হিসেবে ‘বেস্ট টিওটি’ অ্যাওয়ার্ড পেলেন রাজউকের অথরাইজড অফিসার মো. ইলিয়াস
মানবাধিকার দিবসে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় গ্রেপ্তার
জাঁকজমক আয়োজনে শুরু হলো শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত
প্রিয় নেতাকে স্বাগত জানাতে মহানগর ছাত্রদলের কর্মীসমাবেশ
শিক্ষা ও সমাজ উন্নয়নে অনন্য ভূমিকায় রিডফোর্ড ফাউন্ডেশন