ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

প্রশিক্ষক হিসেবে ‘বেস্ট টিওটি’ অ্যাওয়ার্ড পেলেন রাজউকের অথরাইজড অফিসার মো. ইলিয়াস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১২-২০২৫ দুপুর ১১:২১

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর জোন–৭/১-এর অথরাইজড অফিসার মো. ইলিয়াস প্রশিক্ষক হিসেবে অসামান্য দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট টিওটি (বেস্ট ট্রেইনার অব ট্রেইনার্স)’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

স্ট্রাকচারাল সেফটি (কাঠামোগত নিরাপত্তা), ফায়ার সেফটি (অগ্নি নিরাপত্তা) এবং কনস্ট্রাকশন ইনস্পেকশন (নির্মাণ পরিদর্শন) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে সফলভাবে প্রশিক্ষণ প্রদান করায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

রাজউক ও জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে মো. ইলিয়াস অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান উন্নয়নে মোট ৩৯ ঘণ্টার গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন।

উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৫ জন ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)-এর মধ্যে তাঁর দক্ষতা, উপস্থাপন কৌশল ও বাস্তব অভিজ্ঞতার আলোকে তাঁকে বেস্ট টিওটি হিসেবে নির্বাচিত করা হয়।

গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) এরাদুল হক এবং পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. মনিরুল হক।

প্রশিক্ষণে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়—দ্রুত নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে ঢাকা মহানগর এলাকায় বিপুল সংখ্যক উঁচু ও জনঘনত্বপূর্ণ ভবন নির্মাণ হচ্ছে। তবে এসব ভবনের একটি বড় অংশ যথাযথভাবে ভূমিকম্প ও অগ্নি ঝুঁকি বিবেচনায় পরিকল্পিত নয়। এর ফলে নগরজীবনে ভবন সংশ্লিষ্ট দুর্ঘটনা ও দুর্যোগের ঝুঁকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

রানা প্লাজা ভবনধস (২০১৩), বাবুরাইল ভবনধস (২০১৯), এফ আর টাওয়ার ও চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড (২০১৯) আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়—নকশা, নির্মাণমান ও তদারকিতে সামান্য অবহেলাও কীভাবে ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। এসব ঘটনা নগর ব্যবস্থাপনায় নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের গুরুত্বকে আরও জোরালোভাবে সামনে এনেছে।

এই বাস্তবতায় জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি)-এর অর্থায়নে বাস্তবায়নাধীন “ইমপ্রুভমেন্ট অব ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন কোয়ালিটি ফর রেজিলিয়েন্স অব প্রাইভেট বিল্ডিংস (ডিসিকিউআর)” প্রকল্প একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো—ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট এরিয়ার আওতাধীন রাজউক অনুমোদিত নবনির্মিত ব্যক্তিমালিকানাধীন ভবনগুলোর নকশা ও নির্মাণের গুণগত মান উন্নয়ন করে সেগুলোকে দুর্যোগ-সহনশীল করে তোলা।

ডিসিকিউআর প্রকল্পের আওতায় ট্রেনিং অব জেনারেল স্টাফ (টিওজি) ও ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি) প্রশিক্ষণের মাধ্যমে রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে ভবন নকশা অনুমোদন, নির্মাণ তদারকি ও পরিদর্শন কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত হচ্ছে। একই সঙ্গে অংশীজনদের মধ্যে ভবনের রেজিলিয়েন্সি বা সহনশীলতা বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে।

পরিকল্পিত নগরায়ন, কার্যকর নির্মাণ নিয়ন্ত্রণ এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তুলতে এ ধরনের সময়োপযোগী ও প্রভাবশালী প্রকল্প গ্রহণের মাধ্যমে রাজউক তার প্রশাসনিক সক্ষমতা ও পেশাগত উৎকর্ষতার সুস্পষ্ট পরিচয় দিচ্ছে। এই উদ্যোগ রাজউকের নীতিগত দৃঢ়তা, প্রাতিষ্ঠানিক পরিপক্বতা এবং একটি নিরাপদ, টেকসই ও বসবাসযোগ্য ঢাকা গঠনে তাদের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। ভবিষ্যতেও রাজউক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে—এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

এমএসএম / এমএসএম

প্রশিক্ষক হিসেবে ‘বেস্ট টিওটি’ অ্যাওয়ার্ড পেলেন রাজউকের অথরাইজড অফিসার মো. ইলিয়াস

মানবাধিকার দিবসে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় গ্রেপ্তার

জাঁকজমক আয়োজনে শুরু হলো শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত

প্রিয় নেতাকে স্বাগত জানাতে মহানগর ছাত্রদলের কর্মীসমাবেশ

শিক্ষা ও সমাজ উন্নয়নে অনন্য ভূমিকায় রিডফোর্ড ফাউন্ডেশন

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: ঐতিহাসিক অভ্যর্থনায় প্রস্তুত বিএসপিপি

ঢাকায় দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমার প্রথমদিনেই মুসল্লির ঢল

ঢাকা–১৩ আসনে কামরুজ্জামান জুয়েলের পক্ষে বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ

ড্যাপ ও নতুন ইমারত বিধিমালায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন