ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

কলাপাড়ায় নৌবাহিনী কর্তৃক হয়রানি অভিযোগ


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৯-১০-২০২১ বিকাল ৫:৩২

কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বানাতি মৌজায় নৌবাহিনীর কর্তৃক অধিগ্রহনকৃত জমির বসতঘরের মূল্য সরকারের ধার্যকৃত মূল্যের চেয়ে দ্বিগুন করে দেয়ার কথা বলে ব্ল্যাঙ্ক চেক ও তিনশত টাকার স্ট্যাম্প নিয়ে হযরানি করার অভিযোগ উঠেছে নৌবাহিনীর কর্মরত সোহেল মল্লিকের বিরুদ্ধে। ভুক্তভোগি প্রতিবন্ধী রফিকুল ইসলাম, আবুবকর,আক্কাস সরদার ও রফিক হাওলাদার এ অভিযোগ করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, লালুয়া ইউনিয়নের বানাতি মৌজায় নৌবাহিনীর কর্তৃক অধিগ্রহনকৃত জমির বসতঘরের মূল্য সরকারের ধার্যকৃত মূল্যের চেয়ে দ্বিগুন করে দিবেন বলে ভুক্তভোগিদের কাছ থেকে নৌবাহিনীর কর্মকর্তা সোহেল মল্লিক, ব্ল্যাঙ্ক চেক ও তিনশত টাকার স্ট্যাম্প নেয়। ভুক্তভোগিরা সংবাদকর্মীদের জানান, নৌবাহিনীর কর্মকর্তা সোহেল মল্লিক তাদেরকে বলেন, তার বোন খুশি বেগম পটুয়াখালী জেলা এলএ অফিসে কর্মরত তার মাধ্যমে ঘরের মূল্য বাড়িয়ে দিবে বলে তিনি জানান। ঘরের টাকা দ্বিগুন করে দেওয়ার শর্তে নগদ টাকা না দিতে পারায় ব্ল্যাঙ্ক চেক ও তিনশত টাকার স্ট্যাম্প দিতে বললে আমরা বিশ্বাস করে তাকে ব্ল্যাঙ্ক চেক ও তিনশত টাকার স্ট্যাম্প দেই।
ভুক্তভোগী প্রতিবন্ধী রফিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানায়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর আমার ব্ল্যাঙ্ক চেক নং এসএ ৩৭৭৪৯৭৪ নম্বরে গত ১৫ অক্টোবর মোসা. খুশি বেগম ষোল লক্ষ টাকার চেক ডিজঅনার করে। এখন আমি চেক ও স্ট্যাম্প দিয়ে দিশেহারা হয়ে পড়েছি, কবে জানি আমার জমিও লিখে নিয়ে যায়। প্রতিবন্ধী রফিকুল ইসলাম’র স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী সহজ সরল প্রতিবন্ধী তাকে কিসব  বুঝিয়ে ব্ল্যাঙ্ক চেক ও তিনশত টাকার স্ট্যাম্প নিয়ে গেছে নৌবাহিনীর সোহেল মল্লিক।
ভূক্তভোগি মো. আবু বকর এ গনমাধ্যমকে বলেন, নৌবাহিনীতে চাকুরি করার সুবাধে সোহেল মল্লিক আমার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক ও তিনশত টাকার স্ট্যাম্প নিয়েছে। আরেক ভূক্তভোগি আক্কাস সরদার ও রফিক হাওলাদার জানায়, সোহেল মল্লিক খুলনাতে নৌবাহিনীতে চাকুরি করে,অধিগ্রহনকৃত ঘরের সরকারের মূল্যের চেয়ে দ্বিগুন করে দিবে বলে আমাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক ও তিনশত টাকার স্ট্যাম্প নেয়। তারা আরো বলেন, সোহেল মল্লিকের বোন খুশি বেগম পটুয়াখালী জেল্ াএলএ অফিসে চাকরি করে সেসব করে দিবে। এখন আমরা প্রতারনার ফাদে পরে গেছি এখন কি করবো কোথায় যাব কিছু বুঝতে পারছিনা।
অভিযুক্ত সোহেল মল্লিকের বোন মোসা: খুশি বেগমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আপনার সাথে পরে দেখা করে কথা বলব বলে ফোন রেখে দেন ।
এবিষয়ে অভিযুক্ত সোহেল মল্লিক সাংবাদিকদের বলেন, আমার বোনের কাছ থেকে জমি বিক্রির কথা বলে তারা টাকা নিযেছে। দলিল না দেওয়ার কারনে তাদের বিরুদ্ধে আমার বোন ষোল লক্ষ টাকার মামলা করছেন।

এমএসএম / এমএসএম

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন

রাঙামাটিতে জনজীবন স্বাভাবিক

বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

আধাঘন্টা মহাসড়ক অবরোধ চন্দনাইশে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত