ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে ময়লার ভাগার, জনজীবন অতিষ্ঠ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ৪:১৬
চারলেন বিশিষ্ট ৪০ টি স্পেন ও দৈর্ঘ ১ হাজার ৬৪৫ মিটার এবং প্রস্থ ১৮.২০ মিটারের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারটি ২০১৯ সনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে উদ্ববোধন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কিন্তু বর্তমানে ফ্লাইওভারের নিচ দিয়ে ময়লার ভাগারে পরিণত হয়েছে। 
 
যার কারণে ব্যহত হচ্ছে পরিবেশ। ভোগান্তিতে পরতে হচ্ছে পথচারীদের। ফুটপাতের পাশ দিয়ে বসা দোকানের ময়লা আবর্জনা নির্ধারিত স্থানে না ফেলে ফ্লাইওভারের নিচে ফেলা হচ্ছে। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় নাক মুখে কাপড় চেপে তারপর যেতে হয়। কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্বপাশে নিচ দিয়ে  অবৈধভাবে দখল করে মাইক্রো স্ট্যান্ড গড়ে তুলেছে কিছু অসাধু ব্যক্তি। এ দিকে তুসকা গার্মেন্টসের সামনে থেকে সেন্ট্রাল হসপিটাল পর্যন্ত ফ্লাইওভারের নিচ দিয়ে ময়লার ভাগারে পরিণত হয়েছে। ফুটপাতে বসা দোকান এবং বাজারের ময়লা ফ্লাইওভারের নিচে ফেলারকারণে নষ্ট  হচ্ছে পরিবেশ। ফুটপাতের সামনে ফলের দোকানী জহির বলেন,ময়লা গুলো আমরাও ফালাই এবং ভ্যান গাড়ীরউপরে যারা কাঁচা মাল বিক্রি করে তারাও ফালায়।আবার প্রতিদিন রাতে কলা আনলোড হয় ইউর্টানএর সামনে। পরে কলার পাতা গুলো ফ্লাইওভারের নিচে রেখে যায়।
 
 কলা  আড়ৎ এর সভাপতি আবুল হোসেন বলেন,  আমরা ফ্লাইওভারের নিচে কোন ময়লা রাখিনা।যদিও কখনও রাখি তাহলে মার্কেট মালিকদের ২ হাজার টাকা করে দেই। এছাড়া আমরা প্রতিমাসে ময়লার জন্য ২ হাজার টাকা করে দিয়ে আসছি।হালিম নামে এক পথচারী বলেন,প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে ফ্লাইওভারের নিচ দিয়ে কিন্তু দূর্গন্ধে চলাচল করতে কষ্ট হয়। নাম না বলার শর্তে এক গার্মেন্টস কর্মী বলেন,এতো টাকা পয়সা খরচ করে রাস্তাঘাট বানিয়ে লাভ কি?সেই রাস্তায় যদি থাকে ময়লারভাগার। রিকশা চালক রকি বলেন,ময়লার দূর্গন্ধে রিকশা চালানো দায়। যাত্রীরা নাক মুখ চেপে তারপর রিকশায় উঠে। এইটা কোন পরিবেশ হলো।গাজীপুর সিটি করপোরেশন এর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দীন মোল্লা বলেন,এখনো পর্যন্ত রাস্তার কন্ট্রাক্টররা রাস্তাটি সাসেক বা সিএমপিকে  বুঝিয়ে দেয়নি। কন্ট্রাক্টররা সাসেককে বুজিয়ে দিবে, সাসেক সিএমপিকে বুজিয়ে দিবে, সিএমপি সিটি করপোরেশনকে বুজিয়ে দিবে। এর আগে আমরা কাজ করতে পারছিনা। 
 এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশন এর বর্জ সম্প্রসারণ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,বাজারের ময়লা গুলো নির্ধারিত স্থানে ফেলবে। সেখান থেকে আমাদের সিটি করপোরেশন এর কর্মীরা রাতে এবং দিনে গিয়ে নিয়ে আসবে। এটা বাজার কমিটির সভাপতি মনিটরিং করবে। তিনি আরো বলেন,  নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে এর দায়িত্ব আমরা নিতে পারবোনা। 

এমএসএম / এমএসএম

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ