চাঁদপুরে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো চাপ নেই। তাই নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরিতে প্রশাসন কাজ করবে। নির্বাচনের দিন পর্যাপ্ত পরিমাণে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী থাকবে। এছাড়াও ৪ জন ম্যাজিস্ট্রট দিনে ও রাতে মাঠে কাজ করবেন। কোনো প্রার্থী অভিযোগ করলে অবশ্যই তার যুক্তিযুক্ত প্রমাণ থাকতে হবে। আপনারা যথাযথ প্রমাণসহ ভিডিও ডকুমেন্ট রাখবেন। আবার কেউ যদি প্রতিহিংসামূলক মিথ্যা অভিযোগ করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আপনারা সকলেই আচরণবিধি মেনে চলবেন। তাহলেই সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন চাঁদপুরে অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার মো. মিলন মাহমুদ তার বক্তব্যে বলেন, নির্বাচনে যারা আপনাদের ভোট দেবেন সবাই আপনাদের লোক। নির্বাচন শেষ হলে সবাই সবার সাথে চলাফেরা করবেন। তবে নির্বাচনে কোথাও কোনো আইনশৃঙ্খলার ব্যত্যয় ঘটলে পুলিশ জোরালো ভূমিকা রাখবে। আপনারা কেউ কারো হুমকি-ধমকি শুনবেন না। চাঁদপুরে সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবে। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দাউদ হোসেন চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ, সদর উপজেলা রিটার্নি কর্মকর্তাদের মধ্যে উপজেলা প্রকৌশলী এএসএম রাশেদুর রহমান।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- বিষ্ণুপুর ইউনিয়নের হাতপাখা মার্কার অজিউল্ল্যাহ, মৈশাদী ইউনিয়নের নৌকার প্রার্থী নূরুল ইসলাম, স্বতন্ত্র ওলি উল্ল্যাহ, বাগাদী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মানিক।
মেম্বার প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- রামপুর ইউনিয়নের মেম্বার প্রার্থী লিয়াকত হোসেন, তরপুরচন্ডী ইউনিয়নের মেম্বার প্রার্থী হারুন খাঁ।
নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করেন আরডিসি (রেভিনিউ ডেপুটি কালেক্টর) এনামুল হক চৌধুরী, সদর উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম হাফেজ মো. রায়হান হোসাইন।
এমএসএম / জামান
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু
শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি
মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব
বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম
প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন
মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন
মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু
টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন