চৌদ্দগ্রামের কালিকাপুর ইউপি নির্বাচনে আবুল খায়েরের প্রচারণা অব্যাহত
বাংলাদেশ নির্বাচন কমিশন গত বুধবার (১০ নভেম্বর) বিকেলে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা করেছে। নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী কুমিল্লার চৌদ্দগ্রামের ১২টি ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৫ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর, আপিল দায়েরের তারিখ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর।
তফসিল ঘোষণার পর আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে চৌদ্দগ্রামের ১২টি ইউনিয়নে হাট-বাজার ও চায়ের দোকানগুলোতে বইছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য সকল প্রার্থীই নিজেদের প্রার্থিতা জানান দিয়ে উঠান বৈঠক, গণসংযোগসহ বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
কালিকাপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মো. আবুল খায়ের প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরেই তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এবং মাদক-সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে নিজেকে একজন জনবান্ধব নেতা হিসেবে গড়ে তুলেছেন। দলীয় মনোনয়ন ও সমর্থনের আশায় কেন্দ্রীয় নির্দেশার অপেক্ষায় রয়েছেন তিনি।
এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল খায়ের বলেন, তফসিল ঘোষণার পর থেকেই এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। ইউনিয়নের সুধীমহল ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে সার্বিক পরিবর্তনের আশায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। নিজের প্রার্থিতা জানান দিতে দিবানিশি বিভিন্ন গ্রামে ছুটে গিয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করছি। ইতোমধ্যে এলাকাবাসীর সাথে ব্যাপক গণসংযোগসহ উঠান বৈঠক চালিয়ে যাচ্ছি। দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে কালিকাপুর ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে, গরিব-অসহায় মানুষের ন্যায্য অধিকার সুরক্ষায় কাজ করব। মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশা আল্লাহ্।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)