ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামের কালিকাপুর ইউপি নির্বাচনে আবুল খায়েরের প্রচারণা অব্যাহত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ১:১১

বাংলাদেশ নির্বাচন কমিশন গত বুধবার (১০ নভেম্বর) বিকেলে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা করেছে। নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী কুমিল্লার চৌদ্দগ্রামের ১২টি ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৫ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর, আপিল দায়েরের তারিখ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর।

তফসিল ঘোষণার পর আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে চৌদ্দগ্রামের ১২টি ইউনিয়নে হাট-বাজার ও চায়ের দোকানগুলোতে বইছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য সকল প্রার্থীই নিজেদের প্রার্থিতা জানান দিয়ে উঠান বৈঠক, গণসংযোগসহ বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

কালিকাপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মো. আবুল খায়ের প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরেই তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এবং মাদক-সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে নিজেকে একজন জনবান্ধব নেতা হিসেবে গড়ে তুলেছেন। দলীয় মনোনয়ন ও সমর্থনের আশায় কেন্দ্রীয় নির্দেশার অপেক্ষায় রয়েছেন তিনি।

এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল খায়ের বলেন, তফসিল ঘোষণার পর থেকেই এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। ইউনিয়নের সুধীমহল ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে সার্বিক পরিবর্তনের আশায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। নিজের প্রার্থিতা জানান দিতে দিবানিশি বিভিন্ন গ্রামে ছুটে গিয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করছি। ইতোমধ্যে এলাকাবাসীর সাথে ব্যাপক গণসংযোগসহ উঠান বৈঠক চালিয়ে যাচ্ছি। দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে কালিকাপুর ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে, গরিব-অসহায় মানুষের ন্যায্য অধিকার সুরক্ষায় কাজ করব। মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশা আল্লাহ্।

এমএসএম / জামান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে পাহারায় বিএনপি: আনিসুর রহমান তালুকদার খোকন

বাঘার খোর্দ্দ বাউসায় অতিথি পাখি নিধনের হিড়িক

দীর্ঘ এক যুগের পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মুকসুদপুরে জলিরপাড়ের প্রাচীন ঐতিহ্যবাহী মেলা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন ও আংশিক কমিটি ঘোষণা

তানোরে আমন ধানে কারেন্ট পোকার হানা, দিশেহারা কৃষকরা

গোপালগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

খালিয়াজুরীতে দুই ট্রলারে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি, হামলায় আহত ৩

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তানোরে গীর্জার ক্রেডিট ইউনিয়ন অফিসে তালা ভেঙে চুরি

থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বলবৎ

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী