ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মৃত্যু সনদ ওঠাতে লাগল ৭০০ টাকা!


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ৪:১১

টাঙ্গাইলের ভূঞাপুরে জন্ম ও মৃত্যু সনদ ওঠাতে সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত কয়েকগুণ টাকা হাতিয়ে নেয়াসহ নানান অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সবুজ আকন্দ ওরফে শরীফের বিরুদ্ধে। তার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানিও করেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। জন্ম সনদে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ ছাড়াও মৃত্যু সনদ তুলতেও নেন ৭০০ টাকা। এ নিয়ে সেবাগ্রহীতা ও স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন উদ্যোক্তা সবুজ আকন্দের বিরুদ্ধে।

চাকরির শুরু থেকেই তার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। তাদের মধ্য একজন খানুরবাড়ী গ্রামের অসুস্থ সুমি খাতুন। গত ৩১ মে সকালে তিনি তার শ্বশুরের মৃত্যু সনদ নেয়ার জন্য ‍এসেছিলেন। মৃত্যু সনদের জন্য তার থেকে সবুজ ৭০০ টাকা হাতিয়ে নেন।

সুমি খাতুন অভিযোগ করে বলেন, গত কয়েক সপ্তাহ আগে পরিষদের সবুজের কাছে আমার শ্বশুরের মৃত্যু সনদ ওঠানোর জন্য গিয়েছিলাম। দীর্ঘ সময় বারান্দায় দাঁড় করিয়ে রাখার পর তিনি আমার কাছে টাকা দাবি করেন। পরে টাকা না দিলে মৃত্যু সনদ হবে না বলে জানান। বাধ্য হয়ে ৭০০ টাকা দিয়েই সনদ নিতে হয়েছে।

তিনি আরো বলেন, তার দেয়া তারিখ মতো পরিষদে এসে একাধিবার ফেরত গেছি। মৃত্যু সনদ চাইলে নানা অজুহাতে বারবার ফেরত দিয়েছেন তিনি। এরপর আবার গত ৩১ মে ‍এলে সেদিনও টালবাহানা করেন সনদ দিতে। একপর্যায়ে তর্ক-বিতর্ক হলে স্থানীয় এক লোকের সহযোগিতায় আমার শ্বশুরের মৃত্যু সনদ দেন তিনি। 

শুধু সুমি খাতুন নন, তার মতো আরেক ভুক্তভোগঅ নয়া মিয়া। তার স্ত্রী ও মেয়ের জন্ম সনদ ওঠাতে ইউনিয়ন পরিষদে আসেন। সুমির মতো তাকেও কয়েক সপ্তাহ ঘুরিয়েছে উদ্যোক্তা সবুজ আকন্দ। এ বিষয়ে নয়া মিয়া বলেন, গেল সপ্তাহে সরকারি নির্দেশনা মতে সকল কাগজপত্র সবুজের কাছে দিয়ে আসি। সে সময় তিনি আমার, স্ত্রী ও মেয়ের সনদের জন্য ১ হাজার ১৫০ টাকা দাবি করেন। এরপর ১৫০ টাকা জমা দিয়ে ‍এলে সুবজ আমাদের বলেন বাকি ১ হাজার টাকা সনদ নেয়ার সময় জমা দিয়ে নিয়ে যাবেন। পরে তার কথা অনুয়ায়ী গত ৩১ মে সকালে পরিষদে সনদ চাইলে তিনি সনদ দেননি। তার দাবিকৃত টাকা না দেয়ায় নানান অজুহাত দেখান। পরে হয়রানির শিকার হয়ে বাড়ি চলে যাই।

স্থানীয়রা সবুজ আকন্দের কর্মকাণ্ডের ব্যাপারে অভিযোগ করে জানান, উদ্যোক্তা সবুজ আকন্দ দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। তিনি সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ টাকা হাতিয়ে নিচ্ছেন। সেবাগ্রহীতাদের নানা ধরনের হয়রানি করেন। এ বিষয়ে তার বিরুদ্ধে পরিষদ কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য বলেন, উদ্যোক্তা সবুজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নতুন নয়। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তার এমন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কাছে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

জানা গেছে, গত মে মাসে সবুজ প্রায় ৩০০ সনদ বিতরণ করেছেন। কিন্তু সরকারি ফি নেয়ার সময় সবুজ সেবাগ্রহীদের কোনো ধরনের রশিদ প্রদান করেন না। এরকম প্রতারণা করে আসছেন প্রতিনিয়ত। এসব অনিয়ম করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। সবুজের এমন অনিয়ম-দুর্নীতি কর্মকাণ্ডের যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

এসব অনিয়মের বিষয় অস্বীকার করে উদ্যোক্তা সবুজ আকন্দ শরীফ জানান, আমি কারো থেকে সনদে সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় করিনি। যা শুনছেন সব মিথ্যা ও বানোয়াট। আপনি (সাংবাদিক) আমার অফিসে আসুন, সব বুঝিয়ে দেব। চা খেয়ে যান। আসেন, দেখা করুন। সাক্ষাতে কথা বলি।

উদ্যোক্তা সবুজ আকন্দের এমন কর্মকাণ্ডের বিষয়টি স্বীকার করে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু বলেন, আমি জানি ছেলেটি খারাপ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, এমন অভিযোগের বিষয় আমার জানা নেই এবং কেউ অভিযোগ করেনি। আপনার মাধ্যমে জানতে পারলাম। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা