নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করছে মহিলা বিষয়ক অধিদপ্তর ফুলছড়ি
আইজিএ প্রশিক্ষণ প্রকল্প উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক কর্মসংস্থান প্রশিক্ষণ প্রকল্প। সারাদেশে ৪৩১টি উপজেলায় ২০১৮ সালের ১৫ এপ্রিল থেকে শুরু হয় এ প্রশিক্ষণ। তারই ধারাবাহিকতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের (আইজিএর) প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন ফুলছড়ি উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের নারীরা। প্রত্যেক উপজেলায় দুটি ট্রেডের কার্যক্রম পরিচালনা করা হয়। ফ্যাশন ডিজাইনিং এবং বেবি কেয়ার ও হাউসকিপিং। প্রত্যেক উপজেলায় উপরোক্ত ট্রেড অনুযায়ী দুটি ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বর্তমানে এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় দুটি ট্রেড ফ্যাশন ডিজাইনিং ও বেবি কেয়ার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রত্যেক ট্রেডে বিনামূল্যে ২৫ জন করে প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণার্থীদের ৩৬০ ঘণ্টা, তিন মাসে ৬০ দিনব্যাপী প্রত্যেকদিন ৬ ঘন্টা প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীরা হাজিরাপ্রতি বর্তমানে ২০০ টাকা করে তিন মাসব্যাপী ক্লাস করার পর ১২ হাজার টাকাসহ সনদপত্র পেয়ে থাকেন। এ টাকা ও সনদপত্র পেয়ে অনেক নারীই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরি হয়েছেন।
স্বাবলম্বী নারী উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের হালিমা বেগম জানান, ১২তম ব্যাচে তিনি ট্রেইলারিং কাজ শিখে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছেন। বর্তমানে তিনি প্রত্যেক মাসে ৬ থেকে ৭ হাজার টাকা আয় করেন এবং বাসায় অন্য মহিলাদের কাজ শিখিয়ে উপার্জন করেন।
ফ্যাশন ডিজাইনিং ট্রেডের হাওয়া আক্তার হাসি জানান, আমি ১২মত ব্যাচে কাজ করেছি। মহিলা বিষয়ক অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে আমি টাকা ও সনদপত্র পেয়েছি। বর্তমানে আমি ব্যবসা করি ও উদ্যোক্তা চেষ্টা করছি। আমি এ প্রশিক্ষণ নিয়ে অর্থনৈতিকভাবে বেশ এগিয়েছি আমার মাসিক আয় ১০ থেকে ১২ হাজার টাকা।
বেবি কেয়ার ও হাউসকিপিং প্রশিক্ষণার্থী মোছা. লিমা আক্তার বলেন, আমি কঞ্চিপাড়া ইউনিয়ন অজপাড়াগাঁ থেকে এসে প্রশিক্ষণ নিচ্ছি। আমি অতি যত্নসহকারে কাজ শিখছি ও আমাদের ম্যাডামরা খুব সাফল্যের সাথে কাজ শেখাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এরকম (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য। আমাদের মতো অসহায় ও সুবিধাবঞ্চিত নারীরা এ প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে বেশ উপকৃত হচ্ছে। আইজিএ প্রশিক্ষণ থেকে কাজ শিখে অর্থনৈতিকভাবে সামনে এগোতে চাই ও নিজ উদ্যোগে ব্যবসায়ী উদ্যোক্তা হতে চাই।
এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোছা. পাপিয়া সুলতানা জানান, বিগত ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ফুলছড়ি উপজেলায় ৫৬০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরে (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে অনেক সুবিধাবঞ্চিত অসহায় নারী প্রশিক্ষণ, ভাতা ও সনদপত্র পেয়ে অর্থনৈতিক ভাবে বেশ উপকৃত হয়েছেন। তারা সফলভাবে কাজ শিখতে পেরে বেশ খুশি। তাছাড়া আমার উপজেলায় অতি যত্নসহকারে দুটি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয় দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে।
ফ্যাশন ডিজাইনিং ট্রেডের প্রশিক্ষক ফারহানা ববি জানান, আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক মহিলা ও মেয়েরা সফলতার সাথে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। আমি শুরু থেকেই ফুলছড়ি উপজেলায় প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি। আমার আশা ও বিশ্বাস, এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ও নারীদের ক্ষমতায়ন বাড়ছে। এই প্রশিক্ষণের ধারাবাহিকতায় প্রত্যেক উপজেলায় সুবিধাবঞ্চিত অসহায় নারীরা স্বাবলম্বী হচ্ছেন।
বেবি কেয়ার ও হাউসকিপিংয়ের প্রশিক্ষক চমক রানী সরকার জানান, উপজেলা পর্যায়ে (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পে নারীরা অত্যন্ত যত্নসহকারে কাজ শিখেছেন। আইজিএর অন্যান্য ট্রেডের কাজের মাধ্যমেও নারীরা অর্থনৈতিক দিক দিয়ে বেশ স্বাবলম্বী হচ্ছেন। প্রত্যেক নারী আয়বর্ধক কর্মসংস্থান তৈরি করছেন।
এমএসএম / জামান
মাওঃ আব্দুল জব্বার নুরী ফরাজীর ইন্তেকাল
ভূঞাপুরে ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণ
নাকুগাঁও বন্দরে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
কোটি টাকায় নির্মিত সাব রেজিস্ট্রি অফিসের ভবন তালাবদ্ধ, টিনশেড ঘরে ভোগান্তির শিকার সেবা প্রত্যাশীরা
সন্তানের পিতৃপরিচয় ন্যায্য অধিকার আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন
বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিংগাইরে পরিত্যক্ত পুলিশ ক্যাম্প উদ্ভোধন
মেয়ে হত্যার বিচার না দেখে মরেও শান্তি পাব না ফেলানির বাবা
মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা তার কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতিচারণ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাগুরায় গরু চুরি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ