প্রশাসন ঠিক করে দিলে আমাদের কিছু করার থাকে না : আইকিউএসির পরিচালক

সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। ক্যাম্পাসের সাংবাদিকদের নিয়ে কর্মশালাটি আয়োজিত হয়েছে বলা হলেও এতে অংশ নিতে পারেননি ক্যাম্পাসেরই অর্ধশতাধিক সাংবাদিক। এমনকি কর্মশালার বিষয়টি জানানো হয়নি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগকেও।
জানা যায়, গত বৃহস্পতিবার (১০ জুন) 'স্টুডেন্ট জার্নালিজম অবজেক্টিভিটি অ্যান্ড রেসপনসেবলিটি' বিষয়ের ওপর একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আইকিউএসি। এতে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব। কর্মশালাটিতে প্রশিক্ষণ দেন ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক ও দ্য ডেইলি ক্যাম্পাসের সম্পাদক মাহবুব রনি।
তবে ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে কর্মশালাটি আয়োজন করা হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, কুবির সংবাদকর্মীদের জন্য আয়োজিত সেই প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের একাংশকে অংশগ্রহণের সুযোগ দেয়া হলেও অর্ধশতাধিক সাংবাদিকের কাছে কর্মশালার আয়োজনের সম্পূর্ণ তথ্যই গোপন করা হয়েছে। এমনকি কর্মশালা সম্পর্কিত কোনো সংবাদ বিজ্ঞপ্তিও দেয়া হয়নি, যাতে সংবাদকর্মীরা তাদের প্রতিষ্ঠানে সংবাদ পাঠাতে পারে।
বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মাহফুজ কিশোর বলেন, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইকিউএসির একটি পক্ষপাতদুষ্ট আচরণ। বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্যাম্পাসে যারা সাংবাদিকতা করেন তারা সবাই বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করেন। গণমাধ্যমকর্মীদের নিয়ে করা অনলাইন সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় সাংবাদিকদের অংশগ্রহণ করার সুযোগ না দেয়া এমনকি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের কোনো শিক্ষককেও এখানে না জানিয়ে, না রেখে কর্তৃপক্ষ এই কর্মশালাটিকে প্রশ্নবিদ্ধ করেছে।
এ বিষয়ে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের কাছে জানতে চাইলে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে 'বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র' হিসেবে মন্তব্য করে তার কাছ থেকেই বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য বলেন। পাশাপাশি নিজের অপারগতা প্রকাশ করে বলেন, প্রশাসন (রেজিস্ট্রার) সব ঠিক করে দিলে আমার কিছু করার নেই । এ প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে আইকিউএসির পরিচালক স্বাধীনভাবে কাজ করতে পারছে কি-না।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের সাথে বিভিন্ন নম্বরে বারবার যোগাযোগ করা হলেও তিনি কারো ফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আইকিউএসির আয়োজন আইকিউএসিকে জিজ্ঞাসা করো। তোমরা আয়োজন করো আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন গ্রুপকে নিয়ে প্ৰয়োজন অনুসারে আয়োজন করব।
এমএসএম / জামান

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ
Link Copied