ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

হরিরামপুরে আচরণবিধি ভেঙে মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৮-১২-২০২১ বিকাল ৫:৫০

মানিকগঞ্জের হরিরামপুরে নির্বাচনী আচরণবিধি অমান্য করে ইউপি নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিচ্ছেন প্রার্থীরা। গত কয়েক দিনে বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী আচরণবিধি অমান্য করে মিছিল, মোটরসাইকেল ও হ্যালোবাইকযোগে শোডাউন করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে। এ সময় বেশিরভাগের মুখেই ছিল না মাস্ক। উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি।

বুধবার (৮ ডিসেম্বর) সরজমিনেও অন্তত পাঁচজন চেয়ারম্যান প্রার্থীকে আচরণবিধি ভেঙে স্লোগানসহ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন ফরম জমা দিতে দেখা যায়। তারা প্রত্যেকেই প্রায় দেড় থেকে তিন শতাধিক লোক নিয়ে মিছিল ও মোটরসাইকেল শোডাউন করে মনোনয়ন ফরম জমা দেন।

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হরিরামপুরে ভোটগ্রহণ আগামী ৫ই জানুয়ারি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর। নির্বাচন আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল-সমাবেশ ও মহড়া করতে পারবেন না। সর্বোচ্চ পাঁচজনকে সাথে নিয়ে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এ ছাড়া নির্বাচনপূর্ব সময়ে প্রার্থী কোন প্রকার মিছিল কিংবা শোডাউন করতে পারবেন না।

তবে আচরণবিধি অমান্য করে গতকাল মঙ্গলবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন বলড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম তারেক বলেন। তিনি বলেন, ‘আমি শুধু প্রস্তাবকারী এবং সমর্থনকারীকে সাথে নিয়ে গিয়েছিলাম। পাশাপাশি ইচ্ছে করেই প্রায় একশত মোটরসাইকেল এবং ১১টি হ্যালোবাইক ভর্তি করে লোক গিয়েছিল আমার সাথে।

এদিকে আজ বুধবার প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে এবং হ্যান্ডমাইকে বিভিন্ন স্লোগান দিয়ে মনোনয়নপত্র জমা দেন বলড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম খান। তিনি বলেন, ‘জনগণ আমাকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে গেছে। তারাই স্লোগান দিয়েছে।

চালা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম বিশ্বাস (শিরু) বিশাল মিছিল নিয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। তিনি বলেন, ‘আমার সাথে প্রায় ৩০০ জন লোক ছিলো। আমাকে ভালোবেসে সবাই আমার সাথে গেছে।

গালা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাব্বির হোসেনও মোটরসাইকেল শোডাউন এবং মিছিল নিয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন। তিনি বলেন, ‘আমার সাথে প্রায় দুই শতাধিক লোক ছিল। তারা আমাকে ভালোবেসে গেছে।

বাল্লা ইউনিয়নের প্রার্থী কাজী রেজা মোটরসাইকেল শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সমর্থক জানান, তারা প্রায় পাঁচশত লোক কাজী রেজার সাথে এসেছেন। সাথে প্রায় ১৫০টি মোটরসাইকেল ছিল। তবে বক্তব্যের জন্য কাজী রেজার মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে ওসিকে জানানো হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন। ওসিকে জানানোর পর পুলিশ এসেছিল। পুলিশ হাজিরা দিয়ে গেছে আমার এখানে। বলেছে, বিষয়টি আমরা দেখছি।

এ ব্যাপারে বক্তব্যের জন্য থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামকে পাওয়া যায়নি। তার দাপ্তরিক মুঠোফোন নম্বরে একাধিক কল দিলেও বন্ধ পাওয়া যায়। তবে মুঠোফোনে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুল ইসলাম বলেন, ওসি স্যারের সাথে নির্বাচন কর্মকর্তার কথা হতে পারে। বিষয়টি আমার জানা নেই। কেউ লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারি।

এমএসএম / জামান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে পাহারায় বিএনপি: আনিসুর রহমান তালুকদার খোকন

বাঘার খোর্দ্দ বাউসায় অতিথি পাখি নিধনের হিড়িক

দীর্ঘ এক যুগের পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মুকসুদপুরে জলিরপাড়ের প্রাচীন ঐতিহ্যবাহী মেলা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন ও আংশিক কমিটি ঘোষণা

তানোরে আমন ধানে কারেন্ট পোকার হানা, দিশেহারা কৃষকরা

গোপালগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

খালিয়াজুরীতে দুই ট্রলারে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি, হামলায় আহত ৩

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তানোরে গীর্জার ক্রেডিট ইউনিয়ন অফিসে তালা ভেঙে চুরি

থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বলবৎ

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী