ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

খাগরিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ইস্যুকে কেন্দ্র করে ঝরতে পারে আবারো রক্ত 


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৭-১২-২০২১ দুপুর ৪:৪১

সাতকানিয়ার খাগরিয়ায় এমনিতেই মারামারি হানাহানি হিংসা বিদ্বেষের আতুঁড় ঘর হিসেবে পুরো চট্রগ্রামে পরিচিত।এখানে তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে হত্যা ও হত্যাচেষ্টার মত ঘটনা।কখনো সামাজিক আধিপত্য আর কখনো জমি বিরোধ আবার কখনো স্থানীয় ইউনিয়ন পরিষদ কেন্দ্রীক চতুর্মুখী হামলা দাঙ্গার মামলার অভয়ারন্য।

তবে স্থানীয়রা এবার রক্ত ঝরার আশংকার প্রকাশ করছে খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের গ্রুপিং দ্বন্ধে।দ্বন্ধের রূপটি এখন উপজেলা থেকে চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস পেরিয়ে হাইকোর্ট পর্যন্ত হয়ে খাগরিয়ার  সাবেক চেয়ারম্যান জসীম উদদীন ও বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন পর্যন্ত।

শুরু হয়ে গেলো স্কুল  পরিচালনা পর্ষদ ইস্যুটি ইউনিয়ন পরিষদ রাজনীতির খোরাক ফলে বিরাজ করছে উত্তেজনা।জানাযায়,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শাহিদা জাহান খাগরিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলে অপরপক্ষ তা মানতে নারাজ, যার ফলে  ভুল তথ্য দিয়ে  ভোটার তালিকায় মৃত অভিভাবকের নাম তোলে সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরীফের যোগসাজশে  স্কুলের পরিচালনা পর্ষদটি বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেনের নিয়ন্ত্রনে রাখতে চাই।

তবে মৃত অভিভাবককে জীবিত উল্লেখ করার অভিযোগ টেনে সাতকানিয়া উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দেন খাগরিয়ার সাবেক চেয়ারম্যান মো:জসীম উদদীন।আর সেখানে কোন ধরনের প্রতিকার পাবেনা মর্মে স্বীকার করে মৃত ব্যক্তিদের জীবিত উল্লেখ করে ভোটার বানানোর অভিযোগে  তিনি হাইকোর্টে পিটিশন দায়ের করেন।

আর সেই পিটিশনের আাদেশের প্রেক্ষিতে বন্ধ হয়ে গেলো এডহক কমিটি সরিয়ে পুনরায় পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া।আর সেই হাইকোর্টের আদেশ নিয়ে খাগরিয়া স্কুলে যান সাবেক চেয়ারম্যান জসীম উদদীন, ওখানে স্কুলের প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালি দিয়ে মেরে ফেলার হুমকিও চাপ প্রয়োগ করে কথা বলেন সাবেক চেয়ারম্যান জসীম উদদীন-এমন অভিযোগের তীর টেনে স্বয়ং স্কলের প্রধান শিক্ষক অনুপ মহাজন বাদী হয়ে উপজেলা এবং সাতকানিয়া থানায়  ১৫ই ডিসেম্বর (বুধবার)একটি অভিযোগ দায়ের করেন প্রতিষ্ঠান প্রধান শিক্ষক  অনুপ মহাজন।

আর সেখানে উল্লেখ করা খাগরিয়ার সাবেক চেয়ারম্যান জসিম উদদীন জোর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে (প্রধান শিক্ষককে) সাক্ষর করার চাপ প্রয়োগ করেন।সরেজমিনে গিয়ে দেখা গেলো - সেই চাপের রেষ ধরেই আজ ১৭ই ডিসেম্বর(শুক্রবার)সকাল ১১টায় বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সমর্থকরা ও স্থানীয় চেয়ারম্যান আক্তার হোসেন চৌধুরীর সমর্থকরা স্কুলের অভিভাবকের ব্যানারে জসিম উদদীনের বিচার দাবীতে একটি মানববন্ধন করেন,আর সেই মানববন্ধনে স্কুল পরিচালনা পর্ষদের অনুমতি ছিলনা বলেও পাল্টা মন্তব্য করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা জাহান।

শাহিদা জাহান জানান-এডহক কমিটি ব্যতিত অন্য কমিটি এখন না হওয়ার জন্য এবং ভোটার তালিকার তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য মাননীয় হাইকোর্ট ষ্টে অর্ডার দেয়াতেই মূলত-  বর্তমান আক্তার চেয়ারম্যান আর আমাদের মানতে না পারা প্রধান শিক্ষক অনুপ মহাজন এসব কল্পকাহিনী করে আমাদের রাজনৈতিক জনপ্রিয়তাকে জনরোষে ফেলার একটি গল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়।

এসব হচ্ছে মূলত আসন্ন ইউপি নির্বাচনে জসিম উদদীনের জনপ্রিয়তার কাছে যেন বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন চৌধুরীর পরাজয় বরন করতে না হয়।শাহিদা আক্তার আরো জানান-মানববন্ধনে কোন অভিভাবক আসেনি সবগুলিই মূলত বর্তমান চেয়ারম্যান আক্তারের ভাড়াটে বখাটে ওরা মানববন্ধনের নামে স্কুলের মেয়ের শ্লীলতাহানি করার চেষ্টা চালায় আমি অবশ্যই শ্লীলতাহানির অভিযোগে আইনী  পদক্ষেপ নিব। এদিকে খাগরিয়ার চেয়ারম্যান আক্তার হোসেন চৌধুরী বলেন -আমি পদাধিকার বলে সমগ্র খাগরিয়ার স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি, আমি স্থানীয় পর্যায়ে তদন্ত করে পেয়েছি সাবেক চেয়ারম্যান লাঠিয়াল বাহিনীর প্রধান জসীম উদদীন স্কুলের একজন প্রবীন প্রধান শিক্ষককে মেরে গুম করে ফেলার হুমকি দিয়ে অকথ্য গালিগালাজ করে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছেন।

আর সেটা এলাকার সচেতন নাগরিক ও অভিভাবকরা মানতে না পরে শিক্ষকের পক্ষে মানববন্ধন  করেছে আর সেই শান্তিপূর্ণ  মানববন্ধনে জসিম আর শাহিদা আক্তার বাধা প্রধান করেছে আমরা ইহার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই।পাশাপাশি জসিমের বিরুদ্ধে  অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে হাইকোর্টে পিটিশন দায়ের করা খাগরিয়ার সাবেক  চেয়ারম্যান জসীম উদদীনের পাল্টা অভিযোগ পুরোপুরি বর্তমান চেয়ারম্যান আক্তার চৌধুরীর প্রতি -তিনি বলেন মৃত কিছু মানুষকে জীবিত উল্লেখ করে সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ম্যানেজ করে সন্ত্রাসী কায়দায় আক্তার চেয়ারম্যান নিজেই স্কুলের সভাপতি হতে চেয়েছিলো আর আমি স্কুলের একজন সচেতন অভিভাবক হিসেবে সেই নীলনকশা বাস্তবায়ন করতে দিইনি তাই চেয়ারম্যান আক্তার আর তার পালিত শিক্ষক অনুপ মহাজন আমার বিরুদ্ধে  কুৎসা রটিয়ে আগামি ইউপি নির্বাচনে একটা ফায়দা লুঠতে চাই।
আমি এসবে ভয় করিনা আমার সাথে আছে পুরো খাগরিয়া ইনশাআল্লাহ।
এদিকে সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরীফ বলেন-হ্যা এটা আজকে ফলাফল ঘোষনার কথা ছিলো, যেহেতু হাইকোর্ট ষ্টে অর্ডার দিলো তাই আর পাবলিশ করা হবেনা ফলাফলটি আটকে গেলো সাময়িক ভাবে।

এমএসএম / এমএসএম

রৌমারী কিসমত উল্লাহ বালাজান কৃষি ও কারিগরি ইনস্টিটিউ কলেজটির অনিয়ম তদন্ত কমিটি গঠন

যশোরে ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-৩

কুড়িগ্রাম জেলা শহরের সড়ক খানাখন্দে ভরে থাকায় দুর্ভোগে পথচারী,যানবাহনের চালকরা

ত্রিশালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাকেরগঞ্জে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সচিবের মতবিনিময় সভা

বার বার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ: বিএনপি নেতা বাচ্চু

তারাগঞ্জে গাঁজাসহ নারী আটক

দুমকীতে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক,ক্ষোভে সাধারণ সম্পাদকসহ ৪ নেতার পদত্যাগ

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও চাঁদা দাবীর অভিযোগ

জয়পুরহাট ০১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৬, জামায়াতের ১জন

কিসমত উল্লাহ বালাজান কৃষি ও কারিগড়ি ইন্সটিটিউট এর সংবাদ সম্মেলন

বোদায় পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আশুলিয়ায় ঋণের তলে বহুতল ভবন, লাগামহীন ব্যাংক সুদে বিপর্যস্ত মালিকেরা