ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

হরিরামপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নে সরকারদলীয় প্রার্থীর ৯ দফা ইশতেহার


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৭-১২-২০২১ দুপুর ১:১

আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে হরদমে চলছে প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী প্রচার প্রচারণা। হাটবাজার থেকে শুরু করে পাড়া মহল্লার চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনার ঝড়। এই নির্বাচনকে ঘিরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইদ্রিস লাবলু ৯ দফা ইশতেহার ঘোষণা করেছেন বলে জানা গেছে।

জানা যায়, চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনী ইশতেহারে তিনি উল্লেখ করেছেন ১. সর্বপ্রথম পদ্মার ভাঙ্গন থেকে ইউনিয়নের বাকি অংশকে বাঁচাতে সরকারের সহযোগিতায় যত দ্রুত সম্ভব একটি স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে। ২. ইউনিয়নের সার্বিক বিচার ব্যবস্থা ও আইনের শাসনে ন্যায় প্রতিষ্ঠা অন্যায়কে প্রতিহত করা হবে। ৩. সরকারি অনুদানসহ অন্যান্য ভাতা প্রদানে প্রকৃত পাওয়ার যোগ্য ব্যক্তিগণকে শনাক্ত করে তাঁদের হক তাঁদের শতভাগ বুঝিয়ে দেওয়া । ৪. ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও  মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে মুক্ত করে শতভাগ মাদকমুক্ত ইউনিয়নে রূপান্তরিত করা হবে । ৫. জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে উন্নয়নের মডেল রোল হিসেবে এই ইউনিয়নকে গড়ে তোলা হবে। ৬. বেকার সমস্যা সমাধানের জন্য সমষ্টিগত কর্মপদ্ধতি বের করে যুবসমাজকে বেকার দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করার উদ্যােগ নেয়া হবে। ৭. শান্তিপূর্ণভাবে দলবল নির্বিশেষে সহবস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। ৮. ইউনিয়নটিতে শতভাগ স্বাস্থ্য সেবা ও শিশু শিক্ষা নিশ্চিত করা হবে। ৯. যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং রোধে আপামর জনগণকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস লাভলু জানান, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাকে মনোনীত করায় কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা রাষ্ট্র প্রধান ও দলীয় সভাপতি দেশরত্ব জননেত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীন এবং মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগমকে। আমি এই  নির্বাচনে যে ইশতেহার ঘোষণা করেছি তা শতভাগ পালন করব যদি জনগণ সে সুযোগ আমাকে করে দেয়। সরকারের সকল উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষে যে খানে যা করার আমি করব। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অনিয়ম রোধে জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব, ইনশাআল্লাহ। আমি শাসক নয়, শুধুমাত্র জনগণের সেবক হয়েই পাশে থাকতে চাই।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সিদ্দিকুর রহমান রাজু বলেন, নৌকা জাতির জনকের প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রতীক। এই প্রতীক বিজয়ের জন্য আমরা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বাত্নক কাজ করে যাচ্ছি। নৌকার বিজয়ের মধ্য দিয়েই এই ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

জামান / জামান

দুর্নীতিমুক্ত প্রশাসন চাই’: নওগাঁয় বিভিন্ন সংগঠনের মানববন্ধন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেবীর আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

ভেড়ামারায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নড়াইল ২ আসনের প্রার্থীর মতবিনিময়

গাইবান্ধা-৫: নদীভাঙন, চরাঞ্চল আর ভোটের লড়াই

সিংড়ায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামীমের গণসংযোগ

বোদার নিবন্ধন ছাড়া সহকারী শিক্ষক কাওছার আলীকে মাওশির শোকজ

জামায়াত-এনসিপি ও আ.লীগের এজেন্টরা পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে' বললেন বিএনপি নেতা

রাজারহাট বিএনপির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে পাহারায় বিএনপি: আনিসুর রহমান তালুকদার খোকন

বাঘার খোর্দ্দ বাউসায় অতিথি পাখি নিধনের হিড়িক