হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নে বাবার শেষ ইচ্ছা পূরণ করতে চান রূপক গাজী

আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুরের অন্যতম পদ্মা ভাঙন কবলিত ৯নং কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রূপক গাজী নৌকার হাল ধরেই বাবার শেষ ইচ্ছা পুরণ করতে চান বলে জানা গেছে।
তিনি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত সদ্য প্রয়াত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা মো. ইউনুস উদ্দিন গাজীর কনিষ্ঠ পুত্র। যার পুরো নাম গাজী বনি ইসলাম রূপক। ১৯৮১ সালের ২১ অক্টোবর ইউনিয়নের কুটির হাট গ্রামের ঐতিহ্যবাহী গাজী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ২ ভাই ১ বোনের মধ্য পরিবারের সর্বকনিষ্ঠ রূপক গাজী। বর্তমানে সে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে আছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে দশম শ্রেণিতে অধ্যায়নকালে ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাজনীতিক হিসেবে নাম লেখান আওয়ামী পরিবারের সদস্য রূপক গাজী। ১৯৯৮ সালে কৌড়ি এম এ রউফ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের ত্রাণ ও পুর্নবাসন সম্পাদকসহ পাশাপাশি উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তীতে ২০১৫ সাল হতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক পদে অধিষ্ঠিত আছেন।
বাবা ইউনুস উদ্দিন গাজী ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে প্রথমবারের মতো কাঞ্চনপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। চলমান বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সে চলতি বছরের ২৬ জুলাই মৃত্যুবরণ করেন উপজেলা আওয়ামী লীগের এই প্রবীন নেতা। বাবার মৃত্যুর শোক কাটিয়ে তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরে কাঞ্চনপুর ইউনিয়নের জনগণের সেবায় নিজেকে সমার্পণ করতে চান উদীয়মান তরুণ এই রাজনীতিক। সেই সাথে বাবার শেষ ইচ্ছেটাও পুরণ করতে চান তিনি।
এ ব্যাপারে গাজী বনি ইসলাম রূপক জানান, "আমি একজন আওয়ামী পরিবারের সন্তান হিসেবে ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িত আছি। তাই বাবাও আশা করছিলেন, তার অবর্তমানে যেন এই ইউনিয়নের জনগণের দেখভাল করি। আমিও তার সেই স্বপ্নকে বুকে লালন করে অতোপ্রোতভাবে ইউনিয়নের সকল শ্রেণীর মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেছি । এখন আমার বাবার অবর্তমানে আমি তার অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়নসহ কাঞ্চনপুর ইউনিয়নের জনগণের ভালবাসা নিয়েই তাদের সেবা করে আমার বাবার শেষ ইচ্ছে পূরণ করতে চাই।"
তিনি আরও জানান, "আমি জনগণের সেবার মধ্য দিয়েই আমার বাবার স্মৃতিকে অাঁকড়ে ধরেই সামনের দিনগুলোতে পথ চলতে চাই এবং সকল ভুলত্রুটি উপেক্ষা করে আমি আমার ইউনিয়নের সকল পেশা শ্রেণীর মানুষদের নিয়েই বাকি দিনগুলো অতিবাহিত করতে চাই। আমার বাবার এই ইউনিয়ন থেকে প্রথম বারের মতো গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কাঞ্চনপুর ইউনিয়নের মানুষের প্রাণের দাবি নদী ভাঙনরোধে তিনি কাজ করেছেন। মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীন সাহেবের আন্তরিক প্রচেষ্টায় এই কাঞ্চনপুরে নদী ভাঙ্গন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেন। ইউনিয়নের রাস্তা ঘাটসহ বিভিন্ন স্থাপনায় আমার বাবার স্পর্শ রয়েছে। অনেক কাজ তিনি অসম্পূর্ণ রেখে পৃথিবী থেকে চলে যান। আমার বাবার রেখে যাওয়া সেই অসম্পূর্ণ কাজগুলোকে বাস্তবায়নের মধ্যে দিয়ে আমি তার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই।"
চলতি নির্বাচন প্রসঙ্গে গাজী বনি ইসলাম রূপক অভিযোগ করে বলেন, " আমার বিরুদ্ধে নিজ দলীয় তিনজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। দলীয় একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় অনেক নেতাকর্মী দলের কাজ না করে বিদ্রোহীদের পেছনে অবস্থান নিয়েছেন। ফলে দলীয় নেতাকর্মীদের সমন্বয়হীনতার অভাবে নির্বাচন বেশ কঠিন হয়ে যাচ্ছে। দলীয় শীর্ষস্হানীয় নেতৃবৃন্দ এ ব্যাপারে হস্তক্ষেপ না করলে নির্বাচন করা খুব কষ্টকর হবে।
উল্লেখ্য, এ ইউনিয়নে দলীয় তিন বিদ্রোহী প্রার্থীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল শফি, সহ-সভাপতি আফজাল হোসেন ভোলা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আমির হোসেন।
দলীয় বিদ্রোহীদের পাশাপাশি দলের বেশিরভাগ নেতাকর্মীদেরও নির্বাচনী মাঠে প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে না। ফলে নৌকা প্রতীক পেয়েও বিপাকে রয়েছেন বলেও জানালেন সরকার দলীয় প্রার্থী গাজী বনি ইসলাম রূপক।
উল্লেখ্য এ ইউনিয়নে মোট ভোটের সংখ্যা ৪৭১২। আগামী ৫ জানুয়ারি এ উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান

দুর্নীতিমুক্ত প্রশাসন চাই’: নওগাঁয় বিভিন্ন সংগঠনের মানববন্ধন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেবীর আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

ভেড়ামারায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নড়াইল ২ আসনের প্রার্থীর মতবিনিময়

গাইবান্ধা-৫: নদীভাঙন, চরাঞ্চল আর ভোটের লড়াই

সিংড়ায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামীমের গণসংযোগ

বোদার নিবন্ধন ছাড়া সহকারী শিক্ষক কাওছার আলীকে মাওশির শোকজ

জামায়াত-এনসিপি ও আ.লীগের এজেন্টরা পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে' বললেন বিএনপি নেতা

রাজারহাট বিএনপির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে পাহারায় বিএনপি: আনিসুর রহমান তালুকদার খোকন

বাঘার খোর্দ্দ বাউসায় অতিথি পাখি নিধনের হিড়িক
Link Copied