ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

হরিরামপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ৩:২২
পঞ্চম ধাপে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৯ ইউনিয়নে আওয়ামী লীগ, এক ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এবং তিন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
 
উপজেলার বাল্লা, চালা, বলড়া, হারুকান্দি, কাঞ্চনপুর, লেছড়াগঞ্জ, সুতালড়ী, আজিমনগর ও ধুলশুড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। রামকৃষ্ণপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এবং গালা, বয়ড়া ও গোপীনাথপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।৯ ইউনিয়নে আওয়ামী লীগের জয়।প্রাপ্ত ফলাফল সূত্রে জানা গেছে, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ধুলশুড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জায়েদ খান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
 
বাল্লা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. বাচ্চু মিয়া ৪৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী রেজা (চশমা প্রতীক) পেয়েছেন ৪৬০৭ ভোট।চালা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী কাজী আব্দুল মজিদ ৪৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শামছুল আলম বিশ্বাস (ঢোল প্রতীক) পেয়েছেন ৪০৮৫ ভোট।
 
বলড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী  মো. মোসলেম উদ্দিন খান কুন্নু ৫৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. তারিকুল ইসলাম খান (চশমা প্রতীক) পেয়েছেন ৩০১৫ ভোট।হারুকান্দি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শেখ মোশারফ হোসেন ২৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান চুন্নু (আনারস প্রতীক) পেয়েছেন ১৮৮৯ ভোট।
 
কাঞ্চনপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী বনি ইসলাম রূপক ১৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আফজাল হোসেন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৩৭১ ভোট।লেছড়াগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোয়াজ্জেম হোসেন ৫৭৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজাহার উদ্দিন (আনারস প্রতীক) পেয়েছেন ১০৯১ ভোট।সুতালড়ী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুস সালাম ১৪৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হক মোল্লা (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৩৪১ ভোট।
 
আজিমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন ১৯৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আরব আলী (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ১৫১৩ ভোট।এক ইউনিয়নে আওয়ামী লীগের 'বিদ্রোহী' নির্বাচিত-রামকৃষ্ণপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) বীর মুক্তিযোদ্ধা মো. কামাল হোসেন ১৭৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ইদ্রিস লাভলু পেয়েছেন ১৭৬৯ ভোট।
 
তিন স্বতন্ত্র প্রার্থী জয়ী-গালা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. শফিক বিশ্বাস (মোটরসাইকেল প্রতীক) ৫৪০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রাজিবুল হাসান রাজিব পেয়েছেন ২৯৯৮ ভোট।বয়ড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ফরিদুর রহমান (মোটরসাইকেল প্রতীক) ৩০২৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুর রহমান তুষার (আনারস প্রতীক) পেয়েছেন ২৬৪০ ভোট।
 
গোপীনাথপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন মোল্লা (লাভলু) (আনারস প্রতীক) ২৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব আলী আকন্দ পেয়েছেন ২২৬৪ ভোট।

শাফিন / জামান

দুর্নীতিমুক্ত প্রশাসন চাই’: নওগাঁয় বিভিন্ন সংগঠনের মানববন্ধন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেবীর আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

ভেড়ামারায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নড়াইল ২ আসনের প্রার্থীর মতবিনিময়

গাইবান্ধা-৫: নদীভাঙন, চরাঞ্চল আর ভোটের লড়াই

সিংড়ায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামীমের গণসংযোগ

বোদার নিবন্ধন ছাড়া সহকারী শিক্ষক কাওছার আলীকে মাওশির শোকজ

জামায়াত-এনসিপি ও আ.লীগের এজেন্টরা পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে' বললেন বিএনপি নেতা

রাজারহাট বিএনপির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে পাহারায় বিএনপি: আনিসুর রহমান তালুকদার খোকন

বাঘার খোর্দ্দ বাউসায় অতিথি পাখি নিধনের হিড়িক