মাদারীপুর বিসিকের করাতকল উচ্ছেদে চাপ নেই প্রশাসনের
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বিসিক শিল্পনগরীতে স্থাপন করা হয়েছে ১৩টি করাতকল। এর সীমানা ঘেঁষে রয়েছে আরো ১৭টি করাতকল। এছাড়াও শহরের বিভিন্ন বড় ও ছোট রাস্তার পাশে রয়েছে করাতকল। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনের চোখের সামনেই বছরের পর বছর ধরে চলছে অবৈধ করাতকলগুলো।
মাদারীপুর বন বিভাগের তথ্যমতে, সদর উপজেলায় ৫৮টি স‘ মিল আছে, যার মধ্যে লাইসেন্স আছে মাত্র ১৮টির। বাকি ৪০টিই অবৈধভাবে চালাচ্ছে। এরমধ্যে লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেছে ৩টি করাতকলের মালিকপক্ষ। উপজেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বিসিক শিল্পনগরীতে। সেখানে অবস্থিত ১৩টি করাতকলের কোনোটিরই লাইসেন্স নেই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় কুমার নদের তীরে ১৯৮০ সালে বিসিক শিল্পনগরী স্থাপন করা হয়। ক্ষুদ্র ও কুটির শিল্প সম্প্রসারণের উদ্দেশ্যে ১৬ দশমিক ৩৩ একর জায়গায় বিভিন্ন আকৃতির ১২৬টি প্লট ব্যবসায়ীদের বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে ৯৬টিতে শিল্প স্থাপন করা হয়েছে। এগুলোর মধ্যে ২৮টিতে খাদ্য তৈরি করা হয়। কাঠের আসবাব তৈরির কথা বলে বিসিকের প্লট বরাদ্দ নিয়ে ১৫টি করাতকল স্থাপন করা হয়। বিসিকের সীমানা ঘেঁষে কুমার নদের তীরে খাসজমিতে কাঠের মোকাম গড়ে উঠেছে। সেখানে আরো ১৭টি করাতকল বসানো হয়েছে। করাতকলের ময়লা-আবর্জনা ও কাঠের গুঁড়ার কারণে বিসিকের ২৯টি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য তৈরি করতে বাধ্য হচ্ছে। এরপরও এসব কল বন্ধে স্থানীয় প্রশাসন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
স’ মিল স্থাপনের জন্য লাইসেন্স বাধ্যতামূলক হলেও মাদারীপুরের বিসিক শিল্পনগরীতে করাতকলের মালিকরা মানছেন না সে আইন। অবৈধ করাতকল থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসনের ভূমিকা শুধুই নীরব দর্শক।
সরেজমিন দেখা যায়, করাতকলের মালিকরা লাইসেন্স ছাড়াই দিনের পর দিন করাতকলগুলোতে কাঠ চেরাই করছেন। ইচ্ছে হলেই খেয়ালখুশিমতো বসানো হচ্ছে স’ মিল। চেরইকলের শ্রমিকরা ধরে ধরে গাছের গুঁড়িগুলো ঠেলে দিচ্ছে করাতকলের উপরে। সাইজ করে কেটে তৈরি করা হচ্ছে বিভিন্ন আসবাবপত্র ও ঘর তৈরি করার কাঠ। চেরাই করার পরে কাঠগুলো ট্রাকসহ নসিমন আর ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। যদিও মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানা। কিন্তু অবৈধ করাতকলগুলো বন্ধ করার ব্যাপারে নেয়া হচ্ছে না দীর্ঘমেয়াদি কোনো পদক্ষেপ। এসব অবৈধ করাতকলের অবাধ ছড়াছড়িতে স্থানীয় অসাধু চক্রের কবলে প্রতিনিয়ত উজাড় হচ্ছে বনায়ন। এছাড়াও শহরের বিভিন্ন বড় ও ছোট রাস্তার পাশে রয়েছে করাতকল।
সচেতন মহলের দাবি, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে এক সময় বনাঞ্চল বিলীন হয়ে ভয়াবহ পরিণতি নেমে আসবে পরিবেশে।
মাদারীপুর সুজনের সভাপতি রাজন মাহমুদ বলেন, অনুমোদনহীন করাতকল যত্রতত্র বসানোর ফলে হাতের নাগালেই করাতকল পেয়ে লোকজন গাছ বেশি কাটছে। গাছ হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী উপাদান। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। এভাবে যদি বেশি বেশি গাছ কাটা হয় তাহলে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ক্ষতিকারক। আমি সরকারের কাছে অনুরোধ জানাই, যেন দ্রুত তার টিম পাঠিয়ে এই অনুমোদনহীন, নিয়মবহির্ভূত করাতকলগুলো বন্ধ করে দেয়। পাশাপাশি চাইলেই যেন সহজে করাতকল বসানোর অনুমতি না দেয়, তাহলেই আমাদের গাছ বাঁচবে, আমাদের পরিবেশ বাঁচবে এবং আমরা বাঁচব।
নাম প্রকাশ না করার শর্তে বিসিক শিল্পনগরীর এক বেকারির মালিক বলেন, বিসিকের পূর্ব অংশে সব সময় ধুলা-ময়লা ওড়ে। করাতকলের কাঠের গুঁড়ার কারণে কারখানার পরিবেশ নষ্ট হচ্ছে। কলগুলো বন্ধের উদ্যোগ নেয়ার জন্য অনেকবার বিসিক কর্তৃপক্ষকে বলেছি, লাভ হয়নি। কাঠের ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ কাজে আসে না। বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত করতে হচ্ছে।
বিসিক শিল্পনগরীর করাতকল মালিক সমিতির সভাপতি বাচ্চু খান বলেন, কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে এবং আমাদের নির্দেশ দিয়েছেন করাতকলগুলোর অনুমোদন নিয়ে চালানোর জন্য। আমরা যতো দ্রুত সম্ভব বৈধ কাগজপত্র নিয়ে ব্যবসা পরিচালনা করতে চাই।
এ বিষয়ে মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, অবৈধ করাতকলের বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী কাছ থেকে নির্দেশ রয়েছে, আমরা এর কপি জেলা প্রশাসক ও ইউ এনও অফিসে পাঠিয়েছি। এসব অবৈধ স’ মিল সরাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, আমরা দ্রুত এই অবৈধ করাতকলগুলো বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে ওখানকার সকল বৈদ্যুতিক ব্যবস্থা বন্ধ করে দেয়া হবে।
শাফিন / জামান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক
গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা
জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১
রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে
পটুয়াখালীর ধানক্ষেত থেকে ১টি শঙ্খিনী সাপ উদ্ধার
কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়
মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যকে গুলি
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি
পটুয়াখালীতে পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার, খুশি ব্যবসায়ীরা
নওয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১
শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ আহত দুই
Link Copied