ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

স্বামীর দ্বিতীয় বিয়ে ঠেকাতে গৃহবধূর অবস্থান


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২১-১-২০২২ বিকাল ৬:২২
মানিকগঞ্জের হরিরামপুরে স্বামীর দ্বিতীয় বিয়ে ঠেকাতে তিন দিন যাবৎ অবস্থান করে আসছেন বাল্লা ইউনিয়নের ঝিটকা উজানপাড়া এলাকার এক গৃহবধূ। ওই গৃহবধূর স্বামী রহম আলী দেওয়ান (৫০)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আলী দেওয়ানের ছোট ছেলে। ভুক্তভোগী নারী শ্রীকৃষ্ণপুর গ্রামের মুন্নাফ সরদারের মেয়ে। সংসার জীবনে রহম আলী দেওয়ান তিন কন্যাসন্তানের জনক। বড় দুই মেয়ের বিয়ে হলেও ছোট মেয়ে বর্তমান ভাদিয়াখোলা ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
 
সরেজমিন জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০২১ সালের ২০ এপ্রিল গোপনে এককভাবে স্ত্রীকে তালাক দেন রহম আলী দেওয়ান। তালাকের কপি ওই গৃহবধূর হাতে পৌঁছালে তালাকের বিষয়টি জানাজানি হয় এবং এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আইনগতভাবে তালাকটি সম্পন্ন না হওয়ায় গত ২০২১ সালের ৬ মে পুনরায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালাক নোটিশ পাঠায় স্বামী রহম আলী। কিন্তু তালাক নোটিশটি গ্রহণ না করে ওই গৃহবধূ এলাকার লোকজনকে বিষয়টি মীমাংসার জন্য অবহিত করেন। কিন্তু বিভিন্নভাবে বিষয়টি সুরাহা করার চেষ্টা করলেও একটি মহলের কারণে তা সম্ভব হয়নি। ফলে উভয়পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। এরই মধ্যে এলাকার কয়েকজন সমাজপতির প্ররোচনায় গত ১৭ জানুয়ারি (সোমবার) মধ্যরাতে একই গ্রামের পার্শ্ববর্তী পাড়ার আব্দুর রহিমের মেয়ের সাথে রহম আলীর দ্বিতীয় বিয়ের আয়োজন করলে সেখানে হাজির হন প্রথম স্ত্রী ওই গৃহবধূ। পরে বিয়ে পণ্ড হলে ওই দিন রাতেই রহম আলীর বাড়ি অনশনে বসেন ওই গৃহবধূ। খবর পেয়ে গত ২০ জানুয়ারি (বুধবার) রাতে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
 
তবে এলাকার একাধিক ব্যক্তি জানান, বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই সমাজের কিছু লোক টালবাহানা করে চলছে। সমাজে যারা প্রতিনিধিত্ব করেন, তাদের কারণেই এখনো এই ঝামেলার সমাধান হচ্ছে না। 
 
এ ব্যাপারে ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, আমি আমার স্বামীর সংসার করতে চাই। আর্থিক বিষয় দেখিয়ে একতরফাভাবে আমাকে তালাক দিয়েছে। এলাকার কয়েকজন মাতবর বিষয়টি সমাধানে গরিমশি করছেন। মূলত তাদের কারণেই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এখন তারা দ্বিতীয় বিয়ে করানোর জন্য আমার স্বামীর পেছনে লেগেছে। বিয়ের খবর পেয়েই আমি ওই বাড়িতে যাই। সেখানে সমাজের প্রভাবশালী আব্দুর রব, ইয়াকুব আলী, হাসমত আলীসহ আরও অনেকেই ছিল। তারাই আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য নিয়ে গেছে। আমি যাওয়ার পরে বিয়ে বন্ধ করে আমার স্বামীকে ফেলে তারা সবাই পালিয়ে যায়। পরে আমি আমার স্বামীর বাড়ি এসে বসি।
 
ওই নারী আরও জানান, আমার স্বামী বিদেশে থাকা অবস্থায় আমার দুই মেয়ের জামাইদের পেছনে অনেক টাকা খরচ করেছি। যা আমার স্বামীকে তখন জানাইনি। এছাড়া কয়েক বছরে আমার মেয়েদের উচ্চ বিলাসী চাহিদা পূরণেও অনেক টাকা খরচ হয়। এ জন্যই টাকা পয়সার হিসেব নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুলবোঝাবুঝি শুরু হতে থাকে। আর এটাকে পুঁজি করেই সমাজের গুটি কয়েক স্বার্থান্বেষী মানুষের কারণে আজ আমার এই দুরবস্থা।
 
একই বাড়িতে বসবাস করা রহম আলীর আপন চাচাতো বড় ভাই হারেজ দেওয়ানের স্ত্রী বিলকিস বেগম জানান, মেয়েদের ভোগ-বিলাসিতার জন্যই আমার জা বেহিসাবি টাকা-পয়সা খরচ করে। এটাকে কেন্দ্র করে এবং সমাজের কিছু কুচক্রী মানুষের কারণে আজ সে সংসারছাড়া।
 
শরিক বাড়ির প্রতিবেশী ইউনুস দেওয়ানের স্ত্রী কোহিনুর বলেন, ওই গৃহবধূ তার মেয়েদের জন্যই তার স্বামীর টাকা খরচ করেছে। অথচ আজ মেয়েরা তার মাকে দোষ দিচ্ছে। শুধু তাই নয়, দুই মেয়ের জামাইয়ের পেছনেও অনেক টাকা খরচ করেছে সে।
 
প্রতিবেশী ফরমান আলী জানান, টাকা পয়সা নিয়ে ওই গৃহবধূ ও স্বামীর সাথে ঝামেলা চলছে। রহম আলী দীর্ঘদিন বিদেশে ছিল। তার স্ত্রী নাকি স্বামীর টাকা নষ্ট করেছে। তবে মেয়েদের চলাফেরা ভাল ছিল না। মেয়েদের কারণেই তার এই দুরবস্থা।
 
ভুক্তভোগীর স্বামী রহম আলীর মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
 
এ বিষয়ে সমাজের মাতব্বর জাফর আলী জানান, শিবালয় উপজেলায় ইউপি নির্বাচন ৩১ ডিসেম্বর। নির্বাচন শেষে উপজেলা চেয়ারম্যানসহ নির্বাচনের দু-একদিন পর এটা নিয়ে আমরা বসব।
 
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, অনশনের ঘটনার খবর পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুতই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

রাজবাড়ী-মধুখালী রুটে ভাড়া নিয়ে বাস-অটো ইজিবাইক মালিক সমিতির দ্বন্দ্বে সড়ক অবরোধ

নিরাপদ মিরসরাই এর রুপরেখা উপস্থাপন করলেন শাহীদুল ইসলাম চৌধুরী

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি: সভাপতি জাকারিয়া, সম্পাদক ওয়াসিম