সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের ৮ দফা দাবি

১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম কর্তৃক ঘোষিত আগামী ১৮ জুন, ২০২১ শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে ঘোষিত বাজেটে মহার্ঘভাতা অন্তর্ভুক্ত করার দাবিসহ, স্থায়ী পে-কমিশন গঠন করে নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে চলমান বেতন বৈষম্য নিরসনসহ ৮ দফা দাবিতে মানববন্ধন সফল করার লক্ষ্যে মোঃ হাবিবুর রহমান আকন্দ, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি এবং মোঃ মোফাজ্জল হোসেন, সহ- সভাপতি, ১১-২০ ফোরামের নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগের শীর্ষ নেতাদের সাথে ১১-২০ ফোরামের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক রাজধানীর কৃষি ভবনের বিএডিসি মিলনায়তনে গতকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে ১১-২০ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান ৮ দফা দাবি তুলে ধরেন এবং এর বিশ্লেষণ করেন ও বাস্তবায়ন না হওয়ার কারণে সৃষ্ট জটিলতা শ্রমিক লীগের নেতৃবৃন্দের কাছে ব্যাখ্যা করেন। বক্তব্যের শুরুতেই তিনি ২০১৫ সালে প্রদত্ত বেতন স্কেল এর মাধ্যমে সরকার যে কর্মচারীদের জীবনমান উন্নত করেছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু একটি শোষণহীন বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরেও ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা বৈষম্যের শিকার।এ বিষয়ে তিনি নিম্ন উল্লেখিত ৮ দফা দাবি শ্রমিক লীগ নেতাদের সামনে তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কর্মচারীদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরার জন্য অনুরোধ জানান।
আট দফা দাবিসমূহঃ
১.স্থায়ী পে-কমিশন গঠন করে নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে এবং পে-স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন সময়ে যৌক্তিক পরিমাণে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।
২.এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে,
৩.সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করে ব্লক পোস্ট নিয়মিত করতে হবে।
৪.টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে'
৫.সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাহিরে সকল দপ্তর অধিদপ্তর ও পরিদপ্তরের পদবী পরিবর্তন করতে হবে
৬.সকল পাতা বাজার চাহিদা অনুযায়ী কোন নির্ধারণ করতে হবে
৭.নিম্ন বেতন ভোগীদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে ও বিদ্যমান গ্রাচুয়িটি /আনুতোষিক এর হার ৯০% স্থলে ১০০% পুনঃনির্ধারণ সহ পেনশন গ্রাচুইটি হার ১ টাকা ৫০০ টাকা করতে হবে
৮.কাজের ধরন অনুযায়ী পদের নাম একীভূত করতে হবে
১১-২০ ফোরামের পক্ষে দাবি-দাওয়া নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি মো: লুৎফুর রহমান, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন,মহানগরের সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, মহানগর সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান পান্না, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মহিলা সম্পাদিকা বেগম মাহমুদা কনিকা, খাদিজা খানম এবং বিএডিসি কর্মচারীর লিগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
শ্রমিক লীগের পক্ষে বক্তব্য রাখেন শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব মান্নান,তিনি দাবির সাথে একমত পোষণ করে বলেন করোনার এই মহামারীর মধ্যেও দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এর কৃতিত্ব একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তিনি ফোরামের দাবি দাওয়া সমূহ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছানোর জন্য চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিরাজ। তিনি তার অভিজ্ঞতা থেকে একটি পে-স্কেল কতখানি ঝামেলা করে বাস্তবায়ন হয় তার সারমর্ম তুলে করেন। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী বিশাল হৃদয়ের মানুষ, তিনি ইচ্ছে করলে কর্মচারীদের সকল সমস্যা পর্যাক্রমে বাস্তবায়ন করবেন,এছাড়া বলেন কর্মসূচি পালনের নামে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার দিকে লক্ষ্য রাখার জন্য ১১-২০ ফোরামের নেতাদের অনুরোধ জানান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, সহ সভাপতি জনাব মোঃ হুমায়ুন কবির,ট্রড ইউনিয়ন বিষয়ক সম্পাদক জনাব মোঃ ফিরোজ মিয়া, অর্থ সম্পাদক জনাব মোঃ মহিউদ্দিন, সম্মানিত সদস্যবৃন্দ। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের প্রতিনিধি দল উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
সাদিক পলাশ / সাদিক পলাশ

মুনিয়া হত্যা সাধারণ ঘটনা নয়, ফাঁস হয়েছে ষড়যন্ত্রের মূল তথ্য

প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজির নতুন কৌশল

সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধে আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি-ইসলামী ছাত্র আন্দোলন

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

টঙ্গী-আবদুল্লাহপুর- সড়কের বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

‘নবী মোর পরশমণি’ গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মিরপুর থেকে নিখোঁজ ইরফান চৌধুরী সোনারগাঁও থেকে উদ্ধার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের লাগামহীন দুর্নীতি: আইন শুধু কাগজে, প্রয়োগের মুখে কুলুপ

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

"ভুয়া লাইসেন্সে হুন্ডি ব্যবসা" শিরোনামের সংবাদের প্রতিবাদ
