ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

হরিরামপুরে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে নানা অভিযোগ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৩-৩-২০২২ বিকাল ৬:৫

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হরিরামপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. আসলামুজ্জামান হকের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে লাইন স্থানান্তর, সার্ভিস ড্রপ পরিবর্তন, সেচ প্রকল্পসহ বিভিন্ন কাজে ঘুষ দাবি এবং ঘুষ আদায়ে গ্রাহকদের হুমকি দেয়াসহ গ্রাহক হয়রানির নানা অভিযোগ উঠেছে।

কয়েকজন গ্রাহক অভিযোগ করে বলেন, আসলামুজ্জামান তাদের কাছে থেকে সার্ভিস ড্রপ পরিবর্তন, সেচ প্রকল্পের লাইটিং অ্যারেস্টেটর পরিবর্তনসহ বিভিন্ন কাজে টাকা নিয়েছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সংযোগ বিছিন্ন করার হুমকিও দিয়েছেন। কিন্তু কাউকেই টাকা নেয়ার কোনো রসিদ দেননি।

লেছড়াগঞ্জ বাজারের ব্যবসায়ী ইউসুফ দেওয়ান জানান, তার দোকানের সংযোগের সার্ভিস ড্রপ নষ্ট হয়ে গেলে তা পরিবর্তন করে দেয়ার জন্য তার কাছে থেকে আসলামুজ্জামান ২ হাজার ১০০ টাকা নিয়েছেন। কিন্তু তাকে টাকার কোনো রসিদ দেননি।

বাহিরচর গ্রামের নান্নু জানান, তার পিতার নামীয় সেচ প্রকল্পের লাইটিং অ্যারেস্টেটর পরিবর্তনের জন্য আসলামুজ্জামান ২ হাজার ৪০০ টাকা দাবি করেন। কিন্তু তিনি তখন টাকা দিতে অস্বীকৃতি জানালে আসলামুজ্জামান তার সংযোগ বিচ্ছিন্নের হুমকি দেন। পরে নান্নু ধার করে ১ হাজার ৯০০ টাকা আসলামুজ্জামানকে প্রদান করেন। কিন্তু তাকে টাকার কোনো রসিদ দেননি।

বাহিরচর গ্রামের আরেক গ্রাহক টুলু জানান, নান্নুর মতো তার কাছে থেকেও আসলামুজ্জামান লাইটিং অ্যারেস্টেটর পরিবর্তনের জন্য ১ হাজার ৭০০ টাকা নিয়েছেন। তাকেও কোনো রসিদ দেননি।

বাহিরচর গ্রামের আখের আলী বলেন, তার কাছে থেকে আসলামুজ্জামান হক ৪ হাজার ২৬৬ টাকা নিয়েছেন। কিন্তু কোনো রসিদ দেননি।

দিয়াবাড়ী গ্রামের সেচ গ্রাহক আনন্দ দাস বলেন, আসলামুজ্জামান তার নিকট থেকেও লাইটিং অ্যারেস্টেটরের জন্য নগদ ৫ হাজার টাকা নিয়েছেন। টাকার কোনো রসিদ দেননি।

সট্টি গ্রামের বিপ্লব রায়ের নামীয় সেচ স্থানীয় সুশীল নামের এক ব্যক্তি চালান। সুশীল বলেন, ‘আসলামুজ্জামান সেচ সংযোগের জন্য তার কাছে থেকেও ৫ হাজার টাকা নিয়েছেন। তাকেও টাকার কোনো রসিদ দেননি।

দিয়াবাড়ী বাংলালিংক টাওয়ারের (৫৭৬নং) দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আমিরুল বলেন, টাওয়ারের ট্রান্সফর্মার মেরামত এবং লাইটিং অ্যারেস্টটর পরিবর্তনের জন্য তার কাছে থেকে আসলামুজ্জামান হক ১৪ হাজার টাকা নিয়েছেন ব্যক্তিগত বিকাশ নম্বরে। তাকে টাকার কোনো রসিদ দেয়া হয়নি।

এছাড়াও কিছুদিন পূর্বে বিভিন্ন গ্রাহকের কাছে থেকে অবৈধভাবে নেয়া প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা চাপে পড়ে আসলামুজ্জামান হক স্থানীয় বাহিরচর গ্রামের ইলেকট্রিশিয়ান পান্নু বিশ্বাসের মাধ্যমে গ্রাহকদের ফেরত দিয়েছেন।

পান্নু বিশ্বাস বলেন, ‘সেচের লাইটিং অ্যারেস্টেটর পরিবর্তনের জন্য বিভিন্ন গ্রাহকের নিকট থেকে আসলামুজ্জামান টাকা নিয়েছিলেন কিন্তু তাদের কোনো রসিদ দেননি। পরবর্তীতে গ্রাহকরা তাদের টাকার রসিদ চাওয়ায় চাপে পড়ে আসলামুজ্জামান গ্রাহকদের টাকা আমার মাধ্যমে ফেরত দেন।’

সমস্ত অভিযোগ অস্বীকার করে মো. আসলামুজ্জামান বলেন, আমি কারো কাছে থেকে কোনো টাকা-পয়সা নেইনি।

পল্লী বিদ্যুৎ সমিতির ঝিটকা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সামিউল কবির বলেন, গ্রাহকরা আমার বরাবর লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আব্দুর রশিদ মৃধা বলেন, ‘গ্রাহকরা আমার নিকট লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী