বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ভারতীয় ট্রাক বিকল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর প্রবেশের ১ ও ২ নম্বর গেটের সড়কের গর্তে পড়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক অচল হওয়ার প্রতিবাদে ভারতীয় শত শত ট্রাকচালক প্রায় ৫ ঘণ্টা পণ্য পরিবহন বন্ধ রাখে। ফলে জিরো পয়েন্ট থেকে পুরো স্থলবন্দর জুড়ে যানজটের সৃষ্টি হয়। অপরদিকে বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে হয়রানি, ভয়ভীতি দেখানো, বন্দর পরিচালনায় টাকা নেয়া, দুর্ব্যবহার ও দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে উপ-পরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূঞার প্রত্যাহার দাবি করে ১৬ জন কর্মকর্তা-কর্মচারী স্থলবন্দরের চেয়াম্যানের নিকট আবেদন করে প্রতিকার চেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ব্যবসা-বাণিজ্যের স্বার্থে স্থলবন্দর কর্তৃপক্ষ বুড়িমারী স্থলবন্দরের সার্বিক পরিবেশ-পরিস্থিতি ভালো রেখে পরিচালনা করার নিয়ম। কিন্তু দীর্ঘদিন থেকে বুড়িমারী বন্দরজুড়ে অপরিচ্ছন্ন পরিবেশ, গাড়ি প্রবেশের সড়কসমূহ খানাখন্দে ভরা, বৃষ্টিতে জলাবদ্ধতায় পণ্য নষ্ট, পণ্য রাখার শেডসমূহে পচা দুর্গন্ধ, ম্যানহোলের ঢাকনা নেই, ওয়েব্রিজে যানজট, শৌচাগার ব্যবহারের অনুপযোগী হওয়ায় প্রতিকার চেয়ে বন্দর কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কাজ না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে। একপর্যায়ে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় বন্দরে প্রবেশের ১ নম্বর গেটের সন্নিকটে গর্তে পড়ে একটি ভারতীয় পণ্যবাহী ট্রাকের চাকা নষ্ট হয়ে অচল হয়। অপর ২ নম্বর গেটের গর্তে পড়ে একই দেশের পণ্যবাহী আরেকটি ট্রাকের ইঞ্জিন বিকল হয়। অনেক চেষ্টা করেও ট্রাকের চালকরা গাগি দুটিকে সচল করতে না পেরে অতিষ্ঠ হয়ে ওঠে।
এ ঘটনায় পণ্য আমদানি-রফতানিতে নিয়োজিত গাড়িচালক, শ্রমিক ও ব্যবসায়ীরা বন্দর কর্তৃপক্ষের নিকট গিয়ে প্রতিবাদ জানায়। সড়ক ও পরিবশে ঠিক না করলে আর পণ্য পরিবহন করবে না জানিয়ে বেলা ১১টা থেকে ভারতীয় গাড়িচালকদের সাথে একাত্মতা ঘোষণা করে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা একযোগে বুড়িমারী স্থলবন্দরে সকল ধরনের পণ্য পরিবহন, লোড-আনলোড বন্ধ রাখে শ্রমিক, সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী এবং ব্যবসায়ীরা। ফলে জিরো পয়েন্ট থেকে পুরো স্থলবন্দর সড়কে পণ্যবাহী ট্রাক ও খালি ট্রাকের প্রকট যানজটের সৃষ্টি হয়। বিকেল পৌনে ৪টায় কাস্টমস, পুলিশ, বন্দর কর্তৃপক্ষের প্রচেষ্টায় গাগি চলাচল শুরু হয়।
এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দরের উপ-পরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূঞা বলেন, স্থলবন্দরের কাজ করা হচ্ছে। তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বলেন, কী আর বলব। তারা তাদের মতো করে লিখেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) যুগ্ম-সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, রাস্তার তো টেন্ডার হয়েছে। ওয়ার্কঅর্ডার হবে। এটা ডেভেলভমেন্ট শাখা দেখে। আমি দ্রুত কন্ট্রাকটরকে পাঠিয়ে রাস্তাগুলোর গর্ত ভরাট করে দিতে বলেছি। প্রত্যাহারের কপি আমি পাইনি। চেয়ারম্যানের কাছে হয়তোবা পাঠিয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান

সততার সঙ্গে ৪০ বছরের চাকরির সমাপ্তি, কনস্টেবল আব্দুস সবুরকে বিদায়

তারাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা

চট্টগ্রাম ডিসি পার্কে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন

মুচির ধারালো অস্ত্রের কোপে কিডনি হারালেন কৃষকদল নেতা

মিরসরাইয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার এক ব্যবসায়ি , থানায় অভিযোগ

ধামইরহাটে ১৭০ তম সান্তাল হুল দিবস পালিত

মেহেরপুরে ধর্ষণের মামলায় যাবজ্জীবন জেল ও জরিমান আদেশ দিয়েছে আদালত

বড়লেখায় ভিজিএফের ২৩৪ বস্তা চাল মাটিচাপা দিলো পৌর কর্তৃপক্ষ

আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষনা

নবীনগরে পুকুরে ভেসে উঠল অজ্ঞাত শিশুর লাশ

পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন

অস্ত্র মামলায় ১০ বছরের সাজা, পালিয়ে থেকেও রক্ষা হয়নি ফকরুলের
Link Copied