শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিকল্পনামন্ত্রীর বাস ভবনের আরফান আলী বৈঠক খানায় আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক খান, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন। সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবাব মিয়া, প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া।
আরো বক্তব্য রাখেন- পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়েজুর রহমান, সিনিয়র যুগ্ম-আজ্বায়ক আব্দুল গনি ভান্ডারী, যুগ্ম-আহ্বায়ক মাজহারুল ইসলাম মইনুল, ফরিদুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, রাজা মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, নিজাম উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব জয়ন্ত ব্যানার্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মনসুর আলম সুজন, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সহ-সভাপতি আল মাহমুদ সুহেল, দিলন আহমেদ, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস প্রমুখ।
এমএসএম / জামান

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত

দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

কুমিল্লায় ৫ বাংলাদেশিকে পতাকা বৈঠকে হস্তান্তর করলো বিএসএফ

সন্ত্রাসী কায়দায় বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে লিগ্যাল নোটিশ

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প: রেলের প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয়

বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিতে ইউপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি

বাগেরহাটে ইসলামী আন্দোলনের প্রার্থী মোল্লা মো. মুজিবুর রহমান শামিমের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

সাবেক চেয়ারম্যান জাফরপত্নী আমিনার জেল

নাগরপুরে টিটিসি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ পারভীন দূর্নীতির সাম্রাজ্য গড়েছেন
