পদ্মা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক তারেক রাজীব দোহারের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

দোহার উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পদ্মা সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মুহাম্মদ তারেক রাজীব। দোহার উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস তাকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করে।
তারেক রাজীব বর্তমানে দোহার-নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট ( DNSM)-এর সভাপতি, দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক। তিনি দোহার প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ছিলেন। তার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে।
তিনি দোহার-নবাবগঞ্জ উপজেলায় সুপরিচিত স্বেচ্ছাসেবী। তিনি বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় পিজিডি ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে পদ্মা সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক হিসেবে তিনি নিযুক্ত হন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি অপ্রত্যাশিত। এরকম কোনোকিছু চিন্তা করিনি। নিজ দায়িত্ববোধ, শিক্ষকতা পেশার প্রতি ভালোবাসা, শিক্ষার্থীদের আলোকিত করতে মোটিভেট করাটা আমার এক ধরনের ভালোলাগা। মহান আল্লাহর নিকট শুকরিয়া যে, তিনি আমাকে এই বয়সে সম্মানিত করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পিতা-মাতা এবং পরিবারসহ পদ্মা কলেজ পরিবারের নিকট। একই সাথে আমার শিক্ষার্থীরাসহ বিশেষ ধন্যবাদ জানাই অধ্যক্ষ মহোদয় ও উপজেলা প্রশাসন এবং শিক্ষা অফিসকে। এই পুরস্কার ইনশা আল্লাহ আমাকে আরো দায়িত্বশীল করবে। সবার নিকট দোয়া কামনা করছি। জাযাকাল্লাহ খায়ের।
তাছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন নুসরাত জাহান মায়া ড্যাফোডিলস হাই স্কুল বিদ্যালয় পর্যায়, মাদ্রাসা পর্যায় মোঃ আমীরুদ্দীন জয়পাড়া মাহমুদিয়া আলীম মাদরাসা, কারিগারি পর্যায় জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মারিয়া খানম, কলেজ পর্যায় রিফাত হোসেন পদ্মা সরকারি কলেজ এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ে পর্যায় মাহরুফা ডেইজি নিতু কাটাখালী মিছের খান উচ্চ বিদ্যালয়,মাদরাসা পর্যায় মোহাম্মদ শহীদুজ্জামান মইতপাড়া দাখিল মাদরাসা,কারিগরি পর্যায় মুহাম্মদ শফিকুল ইসলাম জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কলেজ পর্যায় মু.তারেক রাজীব পদ্মা সরকারি কলেজ।
এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাণীশংকৈলে জামায়াতের মিছিল-সমাবেশ

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই বেশিরভাগ দুর্নীতির সাথে জড়িত: ডিসি মোঃ ইসরাইল হোসেন

চাঁদপুরে পরিত্যক্ত রান্নাঘর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

আত্রাইয়ে ৫ দফা দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফুলছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এতিম খানায় দুপুরের খাবার ও দোয়ার আয়োজন করলো মানবিক করিম টিম

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলনের মাধ্যমে সংগঠনের পুনর্জাগরণ

খাগড়াছড়িতে দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র্যাবের টহল

নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের সাথে নতুন ভোটারদের লড়াই হবে -মিয়া গোলাম পরওয়ার

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আলীপুর মুমিন পাড়া সড়কটি যুগের পর যুগ উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত

ঝিনাইদহে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Link Copied