গাজীপুরে যুবলীগ নেতাকে মঞ্চে বসতে না দেয়ায় আ’লীগের বিক্ষোভ সমাবেশে হামলা
গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের মঞ্চে মহানগর যুবলীগ নেতা এনামুল হক নিঝুমকে বসতে না দেয়ায় তার সমর্থিত নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে আশা দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ সময় শতাধিক চেয়ার দলীয় নেতাকর্মীদের ওপর ছোড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পর আতঙ্কে দলীয় নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করেন।
এমন উত্তপ্ত পরিবেশ শান্ত করতে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্ল্যাহ খানের হাতে মাইক তুলে দেয়া হয়। প্রায় ২০ মিনিটের বেশি সময় লাগে তার সমাবেশস্থল শান্ত করতে। পরে আবার দলীয় নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে থাকেন।
গতকাল শুক্রবার (৪ মার্চ) বিকেলে গাজীপুর চৌরাস্তায় অনুপম সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক। তবে হামলার সময় তিনি না থাকলেও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্ল্যাহ খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ মণ্ডল উপস্থিত ছিলেন। পরে আ ক ম মোজাম্মেল হক সমাবেশে যোগ দেন।
তবে এসব বিষয় অস্বীকার করে মহানগর যুবলীগ নেতা এনামুল হক নিঝুম বলেন, তিনি যখন মিছিল নিয়ে মঞ্চের দিকে যাচ্ছিলেন, সে সময় মঞ্চের কাছে থাকা কিছু নেতাকর্মী তার সমর্থকদের ওপর হামলা চালায়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্ল্যাহ খান বলেন, আওয়ামী লীগের সমাবেশে যারা হামলা চালিয়েছে তারা অনুপ্রবেশকারী। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেবে না মহানগর আওয়ামী লীগ।
বাসন থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, সমাবেশে কিছু লোকজন গোলযোগ করার চেষ্টা করেছিল। তবে পুলিশের উপস্থিতি থাকায় তারা করতে পারেনি।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা