বিধিনিষেধ উপেক্ষা করে খোলা মোহাম্মদপুর কৃষি মার্কেট
কোভিড-১৯ এর সংক্রমণ রোধে বিধিনিষেধ জারি করেছে সরকার। ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী সব ধরনের মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই খোলা রয়েছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট।
মোহাম্মদপুর কৃষি মার্কেটটি মূলত তিনভাবে বিভক্ত। এর একাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাইকারি বিক্রির বাজার। একাংশে একই ধরনের পণ্য বিক্রি হচ্ছে খুচরা দরে। আর এই দুইয়ের মাঝখানে পোশাক, গহনা ও গৃহস্থালি পণ্য বিক্রির দোকান।
মঙ্গলবার দুপুরে মার্কেট ঘুরে দেখা যায়, পোশাক, ব্যাগ, জুতা, গহনা, প্রসাধনীর সবগুলো দোকান খোলা রয়েছে। পাশাপাশি মার্কেটের সামনের ফুটপাতের সব দোকানও খোলা।
গত সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব শপিংমল, মার্কেট, রিসোর্ট, বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনের পরে গতকাল থেকেই রাজধানীসহ সারাদেশের সব শপিংমল ও মার্কেট বন্ধ করা হয়। রাজধানীর সব নামিদামি মার্কেট ও বিপণি-বিতান বন্ধ রয়েছে। তবে ব্যতয় ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের ক্ষেত্রে। মার্কেটের সব ব্যবসায়ী তাদের দোকান খোলা রেখেছেন।
পোশাক বিক্রির দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মত। পাশাপাশি প্রসাধনীর দোকানে নারী ক্রেতাদের ভিড় দেখা যায়। এছাড়া ইলেকট্রনিক পণ্যের দোকানেও রয়েছে ক্রেতাদের আনাগোনা। আর মার্কেট জুড়ে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানা বা সামাজিক দূরত্ব।
সরকারের নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখার কারণ জানতে চাইতে কথা বলতে রাজী হননি ব্যবসায়ীরা। উল্টো প্রতিবেদকের উপর চটে যান কয়েকজন। মার্কেটের একজন পোশাক ব্যবসায়ী বলেন, 'আপনাদের এত সমস্যা ক্যান? আমরা খোলা রাখছি, আমাদের সমস্যা নাই। কাস্টমারের সমস্যা নাই। আপনারাই সব ঝামেলা বাধান।'
এদিকে পরিচয় প্রকাশ না করার শর্তে একজন পোশাক ব্যবসায়ী ঢাকাটাইমসকে জানান, মার্কেটের সাধারণ সম্পাদক মো. মিয়া চাঁনের অনুমতিতেই তারা মার্কেট খোলা রেখেছেন। মিয়া চাঁন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মার্কেট খোলা থাকার বিষয়ে জানতে চাইলে প্রথমে বিষয়টি অস্বীকার করেন তিনি। মিয়া চাঁন দাবি করেন, পাইকারি ও খুচরা খাদ্যপণ্যের দোকান খোলা আছে। বাকি সব বন্ধ।
এই প্রতিবেদক মার্কেট পরিদর্শন করেছেন এবং পুরো মার্কেট খোলা রয়েছে বলা হলে মিয়া চাঁন বলেন, 'কয়েকটা দোকান খোলা থাকতে পারে। এগুলো দোকানদারা নিজেরা খুলেছে।'
দোকান খোলার রাখার অনুমতি দেয়ার বিষয়টি অস্বীকার করেন মিয়া চাঁন। তিনি বলেন, 'আমি কাউকে দোকান খোলা রাখার অনুমতি দেইনি। আমি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি সরকারের একটা অংশ। আমি তো সরকারের নির্দেশ অমান্য করতে পারি না।'
মার্কেট বন্ধে তার ভূমিকা কী হবে জানতে চাইলে মিয়া চাঁন বলেন, 'আমি ব্যবস্থা নেব। আজকে তো না। কালকে থেকে বন্ধ থাকবে।'
প্রীতি / প্রীতি
উন্নত চিকিৎসা ও আধুনিক প্রযুক্তিতে আস্থার নাম শিন-শিন জাপান হাসপাতাল
তেজগাঁও শিল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, গণপূর্তের জমি উদ্ধার করল রাজউক
বিভিন্ন প্রতারণার অভিযোগে মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা: প্রতিবাদে ব্যবসায়ীদের লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ
প্রশিক্ষক হিসেবে ‘বেস্ট টিওটি’ অ্যাওয়ার্ড পেলেন রাজউকের অথরাইজড অফিসার মো. ইলিয়াস
মানবাধিকার দিবসে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় গ্রেপ্তার
জাঁকজমক আয়োজনে শুরু হলো শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত
প্রিয় নেতাকে স্বাগত জানাতে মহানগর ছাত্রদলের কর্মীসমাবেশ
শিক্ষা ও সমাজ উন্নয়নে অনন্য ভূমিকায় রিডফোর্ড ফাউন্ডেশন