ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নারীর অগ্রযাত্রায় প্রযুক্তির ভূমিকা বাড়ছে


সৃজন পাল photo সৃজন পাল
প্রকাশিত: ১৪-৭-২০২২ বিকাল ৫:৫২
বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এ দেশের উন্নয়নে নারীর ব্যাপক অংশগ্রহণ রয়েছে। কারণ এদেশের জনগোষ্ঠীর অর্ধেক প্রায় নারী। নারীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজেদের শামিল করতে পারে। উন্নত দেশ গড়ার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার নারীকে তার অধিকার রক্ষায় যেমন এগিয়ে নিতে পারবে, তেমনি তার ক্ষমতায়নে সহায়ক ভূমিকা পালন করবে।
 
তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের সাথে একজন নারী শিক্ষিত হলে একটি অঞ্চল এমনকি একটি দেশের মানুষ শিক্ষিত হতে পারে। প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর ক্ষমতায়ন, নতুন প্রযুক্তি ভিত্তিক দক্ষতা ও আইসিটি পেশায় প্রবেশ করার সুযোগ রয়েছে। সমাজের নিপীড়িত নারীরা অনলাইন অ্যাক্টিভিজমের মাধ্যমে   অপর নারীকে সংগঠিত করে তাদের মতামত প্রকাশের মাধ্যমে নিজেদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পারে। ই-লার্নিংয়ের মত নতুন প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণের দ্বারা নারীরাও এগিয়ে যেতে পারে। ক্ষমতাপ্রাপ্ত নারী ও মেয়ে শিশুদের স্বাস্থ্য, জীবিকা, কৃষি, আবহাওয়া এবং অগণিত অন্যান্য বিষয় সম্পর্কে তথ্য প্রয়োজন। এর সহায়ক হতে পারে প্রযুক্তি,  যেমনঃ- ইন্টারনেটের মাধ্যমে যে কোন তথ্য হালনাগাদ পাওয়া যায়।
 
তথ্য প্রযুক্তির কল্যাণে নারীরা ঘরে বসে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষ করে তুলছে এবং স্বাবলম্বী হচ্ছে এতে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নের পথ সুগম হয়েছে। পথের দূরত্ব কে অতিক্রম করে প্রযুক্তির কল্যাণে যেকোনো নারী অডিটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনে সক্ষম। তথ্যপ্রযুক্তি -রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের ব্যাপক অংশগ্রহনে ভূমিকা পালন করে। স্থানীয় সরকার, উপজেলা, জেলা ও বিভাগীয় নির্বাচনে অংশগ্রহনে আগ্রহান্বিত করেছে।
 
জাতিসংঘ কেবল নারীদের জন্য-সহযোগিতামূলক কনসালটেশনের মাধ্যমে অনলাইন কমিউনিটি চালু করেছে। তথ্যপ্রযুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য-সম্পর্কিত সেবা, শিক্ষা ব্যবস্থায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহন ত্বরান্বিত ও পারিপার্শ্বিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে। এসডিজি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকার নারীদের ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প অন্যতম ভূমিকা পালন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক নারীবান্ধব উৎকর্ষতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও প্রযুক্তির ভূমিকা সর্বক্ষেত্রে বিস্তৃত। নারীদের সাবলম্বী করতে প্রযুক্তিভিত্তিক -অগ্রগতির ভূমিকা অপরিসীম। মহিলা ও শিশু কমিউনিটি প্রতিষ্ঠা নারীদের সাবলম্বী হওয়ার ক্ষেত্রে প্রযুক্তির দূরদর্শিতা নারীদের কর্মভিত্তিক কাজের ক্ষেত্র প্রদান করে প্রযুক্তি অগ্রগতির ভূমিকা পালন করে। সর্বক্ষেত্রে নারীদের দূরদর্শিতা ও উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা অগ্রগণ্য।
 
লেখক:
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সদস্য, জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স।

এমএসএম / এমএসএম

রেলের উন্নয়ন কেবল প্রকল্প নয়, দরকার র্কাযকর ব্যবস্থাপনা

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি

টেকসই উন্নয়নে প্রাথমিক শিক্ষা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও বাস্তবতা

গাজায় যুদ্ধের নৃশংসতা ও আন্তর্জাতিক বিচার আদালত

বন্ধ হোক অপসাংবাদিকতা

বিভাজনের রাজনীতি দেশের জন্য হুমকি হতে পারে

প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের সৌদি আরব

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বাংলাদেশ ভাবনা

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রয়োজন পর্যটন গন্তব্যগুলোর সামগ্রিক উন্নয়ন এবং শক্তিশালী ব্র্যান্ডিং

গণতান্ত্রিক অধিকার ও নতুন নেতৃত্বের অন্বেষণ

দুঃখই সবচেয়ে আপন

জাতিগত নিধন বন্ধে জাতিসংঘের ব্যর্থতা