ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

বোয়ালমারীতে বোনের বিরুদ্ধে ভাইয়ের বাড়ি দখলের অভিযোগ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ৩:১৯

ফরিদপুরের বোয়ালমারীতে এক বোনের বিরুদ্ধে ভাইয়ের সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। ভাই রানা শেখ ও রাজ্জাক শেখের সরলতার সুযোগ নিয়ে তাদের ২০ শতক জমিসহ একটি বাড়ি দখল করে নিয়েছেন বোন আলেয়া বেগম। উপজেলার পৌর সদরের কুশাডাঙ্গা গ্রামে ঘটেছে এ ঘটনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,স্থানীয় বাহিরবাগ মৌজার ২৩৮২ নং দাগের ২০ শতক জমির উপর নির্মিত একটি পুরাতন বাড়ির মূল মালিক কুশাডাঙ্গা গ্রামের মৃত দুদু শেখের পুত্র রানা শেখ ও রাজ্জাক শেখ। বাড়িটিতে একটি আধাপাকা টিনশেড ঘরসহ অন্যান্য ব্যবহার্য্য অবকাঠামো বিদ্যমান। বাড়ির মালিক রানা ও রাজ্জাক কর্মসূত্রে এলাকার বাইরে বসবাস করায় বাড়িটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। এই সুবাদে ৫-৭ বছর আগে বাড়িটিতে আশ্রয় নেন তাদের দরিদ্র-অসহায় বোন আলেয়া বেগম। কিছুদিন পর আলেয়া ভাইদের সহায়তায় বাড়িটিতে কিছু সংস্কারকাজ করান এবং স্বামী-সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করতে থাকেন আলেয়া।

আরো  জানা যায়, কথা ছিল অচিরেই  আশপাশে কোথাও জমি কিনে সেখানে চলে যাবেন তারা। সরল বিশ্বাসে বোন-ভগ্নিপতির এ কথায় সায় দেন দুই ভাই রানা-রাজ্জাক। কিন্তু  পরবর্তীতে ওই প্রতিশ্রুতি আর রক্ষা করেননি বোন-ভগ্নিপতি। তারা বরং পৈত্রিক ভিটেমাটি ভেবে বাড়িটিতে আরো পাকাপোক্তভাবে বসতি গড়ে তোলেন। ফলে সাম্প্রতিককালে রানা ও রাজ্জাক নিজেরাই বাড়িটি ব্যবহার করতে চাইলে বাধে বিপত্তি। বোন আলেয়া বাড়িটি নিজের বলে দাবি করে তা থেকে নামতে অস্বীকৃতি জানান। এমনকি তার এই দাবি প্রতিষ্ঠা করতে শুরু করেছেন ষড়যন্ত্রমূলক নানা তৎপরতা।

এলাকার একটি প্রভাবশালী মহলকে হাত করে ভাইদের বিরুদ্ধে চালাচ্ছেন নানা অপপ্রচার। রানা ও রাজ্জাক বাড়ির কাছে ঘেঁষলেই প্রতিরোধে এগিয়ে আসে ওই মহলটি। গ্রাম্য সালিশ-দরবারেও তারা বোনের পক্ষ দিয়ে ভাইদের ঘায়েলে মেতে ওঠে। ফলে জমি-বাড়ি হাতছাড়া হওর উপক্রম হওয়ায় চরম হতাশায় দিশেহারা হয়ে পড়েছেন দুই ভাই  রানা ও রাজ্জাক শেখ। সম্পত্তি ফিরে পেতে দৌড়ঝাঁপ করছেন কখনো থানা পুলিশে, কখনোবা আদালত পাড়ায়।

কষ্ট ও হতাশা ব্যক্ত করে রানা শেখ বলেন, পরম মমতায় অসহায় বোনকে আশ্রয় দিলাম। এখন সে কি-না সাপ হয়ে সব গিলে খেতে চাইছে।

অপরদিকে বোন আলেয়া বেগম বলেন, মায়ের দেয়া জমিতে বাড়ি করে বসবাস করছি। কেউ ফুঁ দিলেই চলে যাওয়ার সুযোগ নেই।

এ ব্যাপারে জানতে চেয়ে এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ-ই  ভাই-বোনদের এ ঝামেলায় কোনো মন্তব্য করতে চাননি।

এমএসএম / জামান

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা