ঢাকা বৃহষ্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বোয়ালমারীতে বোনের বিরুদ্ধে ভাইয়ের বাড়ি দখলের অভিযোগ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ৩:১৯

ফরিদপুরের বোয়ালমারীতে এক বোনের বিরুদ্ধে ভাইয়ের সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। ভাই রানা শেখ ও রাজ্জাক শেখের সরলতার সুযোগ নিয়ে তাদের ২০ শতক জমিসহ একটি বাড়ি দখল করে নিয়েছেন বোন আলেয়া বেগম। উপজেলার পৌর সদরের কুশাডাঙ্গা গ্রামে ঘটেছে এ ঘটনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,স্থানীয় বাহিরবাগ মৌজার ২৩৮২ নং দাগের ২০ শতক জমির উপর নির্মিত একটি পুরাতন বাড়ির মূল মালিক কুশাডাঙ্গা গ্রামের মৃত দুদু শেখের পুত্র রানা শেখ ও রাজ্জাক শেখ। বাড়িটিতে একটি আধাপাকা টিনশেড ঘরসহ অন্যান্য ব্যবহার্য্য অবকাঠামো বিদ্যমান। বাড়ির মালিক রানা ও রাজ্জাক কর্মসূত্রে এলাকার বাইরে বসবাস করায় বাড়িটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। এই সুবাদে ৫-৭ বছর আগে বাড়িটিতে আশ্রয় নেন তাদের দরিদ্র-অসহায় বোন আলেয়া বেগম। কিছুদিন পর আলেয়া ভাইদের সহায়তায় বাড়িটিতে কিছু সংস্কারকাজ করান এবং স্বামী-সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করতে থাকেন আলেয়া।

আরো  জানা যায়, কথা ছিল অচিরেই  আশপাশে কোথাও জমি কিনে সেখানে চলে যাবেন তারা। সরল বিশ্বাসে বোন-ভগ্নিপতির এ কথায় সায় দেন দুই ভাই রানা-রাজ্জাক। কিন্তু  পরবর্তীতে ওই প্রতিশ্রুতি আর রক্ষা করেননি বোন-ভগ্নিপতি। তারা বরং পৈত্রিক ভিটেমাটি ভেবে বাড়িটিতে আরো পাকাপোক্তভাবে বসতি গড়ে তোলেন। ফলে সাম্প্রতিককালে রানা ও রাজ্জাক নিজেরাই বাড়িটি ব্যবহার করতে চাইলে বাধে বিপত্তি। বোন আলেয়া বাড়িটি নিজের বলে দাবি করে তা থেকে নামতে অস্বীকৃতি জানান। এমনকি তার এই দাবি প্রতিষ্ঠা করতে শুরু করেছেন ষড়যন্ত্রমূলক নানা তৎপরতা।

এলাকার একটি প্রভাবশালী মহলকে হাত করে ভাইদের বিরুদ্ধে চালাচ্ছেন নানা অপপ্রচার। রানা ও রাজ্জাক বাড়ির কাছে ঘেঁষলেই প্রতিরোধে এগিয়ে আসে ওই মহলটি। গ্রাম্য সালিশ-দরবারেও তারা বোনের পক্ষ দিয়ে ভাইদের ঘায়েলে মেতে ওঠে। ফলে জমি-বাড়ি হাতছাড়া হওর উপক্রম হওয়ায় চরম হতাশায় দিশেহারা হয়ে পড়েছেন দুই ভাই  রানা ও রাজ্জাক শেখ। সম্পত্তি ফিরে পেতে দৌড়ঝাঁপ করছেন কখনো থানা পুলিশে, কখনোবা আদালত পাড়ায়।

কষ্ট ও হতাশা ব্যক্ত করে রানা শেখ বলেন, পরম মমতায় অসহায় বোনকে আশ্রয় দিলাম। এখন সে কি-না সাপ হয়ে সব গিলে খেতে চাইছে।

অপরদিকে বোন আলেয়া বেগম বলেন, মায়ের দেয়া জমিতে বাড়ি করে বসবাস করছি। কেউ ফুঁ দিলেই চলে যাওয়ার সুযোগ নেই।

এ ব্যাপারে জানতে চেয়ে এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ-ই  ভাই-বোনদের এ ঝামেলায় কোনো মন্তব্য করতে চাননি।

এমএসএম / জামান

ডোমারে ওসির অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত

আদমদীঘিতে শারর্দীয় দুর্গাপুজা শান্তিপুন ভাবে উদযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম

শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত