কেন্দ্রীয় আ’লীগের নির্দেশে এমপি বাবুর ওপর পরিকল্পিত হামলা চেষ্টার তদন্ত কমিটি এখন কয়রায়
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির নির্দেশে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি এখন কয়রায় অবস্থান করছে। ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসে মহারাজপুর ইউনিয়নের দশালিয়া গ্রামে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ ভেঙে গেলে স্থানীয় জনতা স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধটি নির্মানের চেষ্টা করে। এ অবস্থায় কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ আকতারুজ্জামান বাবু ও কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেনসহ একাধিক দলীয় নেতাকর্মী ১ জুন মঙ্গলবার ট্রলারযোগে ঘটনাস্থলে পৌঁছলে উচ্ছৃঙ্খল কিছু লোকজন সংসদ সদস্যের ওপর হামলার পরিকল্পনা করে। ঘটনাটি ২০ তেকে ২৫ মিনিটের মধ্যে স্যোশাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে আওয়ামী লীগের বিদ্রোহী একটি গ্রুপের মদদপুষ্ট বিএনপি ও জামায়াতের কর্মী-সমার্থকরা।
এদিকে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও পুলিশের উপর ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি মঙ্গল ও বুধবার সরোজমিন তদন্ত করে। গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. এমএম মজিবর রহমানসহ কমিটির অন্যরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব সরফুদ্দীন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামীরীগের সাংগঠনিক সম্পাদক এসএম খালেদীন রশিদী সুকর্ন, জেলা দপ্তর সম্পাদক এম রিয়াজ কচি ও জেলা সদস্য অসিত বরন বিশ্বাস। উক্ত কমিটি মঙ্গলবার কয়রা উপজেলা ডাকবাংলোয় দুপুর থেকে তদন্তের কাজ শুরু করে এবং উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী, উপজেলা প্রশাসন, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, দলের তৃণমূল নেতাকর্মী এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে গভীর রাত পর্যন্ত বক্তব্য সংগ্রহ করে।
গঠিত কমিটি বুধবার সকালে ঘটনাস্থল দশালিয়া বেঁড়িবাঁধ সরোজমিনে পরিদর্শন করে স্থানীয় মানুষের কাছ থেকে উল্লেখিত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এ বিষয় উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী পরিচয় গোপন করা শর্তে জানান, কয়রা উপজেলা আওয়ামীলীগের বারবার নৌকার বিদ্রোহীরা বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বড় বড় পদে অবস্থান করছেন। সে কারনে পরিক্ষিত নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী এমন একাধিক ব্যক্তি জানান, ঘটনার সময় সংসদ সদস্যের ট্রলার বাঁধে অবস্থান করার মহুর্তে দলের কতিপয় ব্যক্তির নির্দেশে উচ্ছশৃঙ্খল লোকজন সংসদ সদস্যকে কাদা ছুড়ে ট্রলার থেকে না নামার হুমকী দেন। যাহা বিভিন্ন ভিডিও ফুটেজে রয়েছে বলে তারা জানান।
এ প্রসঙ্গে বুধবার বিকেলে তদন্ত কমিটির আহবায়ক এ্যাডঃ এমএম মজিবর রহমানের কাছে জানতে চাইলে তিনি সুষ্টু তদন্তের সার্থে কয়রায় ২ দিন অবস্থান করেছেন বলে জানিয়েছেন। তিনি বলে তার দলের অপর ৪ সদস্য সহ তিনি মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি (যিনি ঘটনার দিন ট্রলারে ছিলেন) আনোয়ার ইকবল মন্টুর নিকট সাক্ষ্য গ্রহনের মধ্য দিয়ে ঐ দিন কয়রায় ডাকবাংলায় গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ব্যক্তি, উপজেলা প্রশাসন, সাধারণ জনগন, প্রতক্ষ্যদর্শী জনপ্রতিনিধি, সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহনও করা হয়েছে। তিনি বলেন, তদন্তের শেষে সঠিক তথ্য আমরা গঠিত কমিটি রিখিত আকারে কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির নিকট হস্তান্তর করব এবং ঘটনার বিষয়ে কোন সত্য গোপন করা হবে না।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)