বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের হাতে সাংবাদিক লাঞ্ছিত, বিচার দাবিতে আন্দোলনের ডাক
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদের ঔদ্ধত্যের শিকার হয়েছেন স্থানীয় ৩ গণমাধ্যমকর্মী। বেআইনিভাবে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে বক্তব্য চাওয়ায় তিনি ক্যাডারবাহিনী দিয়ে হেনস্তা করেছেন দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি এসএম রুবেল, সাপ্তাহিক মানব দর্পণের সম্পাদক তারিকুল ইসলাম ও স্টাফ রিপোর্টার মুকুল কুমার বোসকে। গত রোববার (২৪ জুলাই) দুপুরের এ ঘটনায় একই দিন সন্ধ্যায় জরুরি সভা ডেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বোয়ালমারীর সাংবাদিক সমাজ।
জানা যায়, সরকার নির্ধারিত অফিস বাদ দিয়ে ভিন্ন জায়গায় বসে পরিষদের কার্যক্রম চালানো, টিআর, কাবিখা প্রকল্প, ভাতার কার্ড বিতরণ, ট্যাক্স আদায় ও সনদ প্রদানসহ পরিসেবার বিভিন্ন খাতে চেয়ারম্যান কামালের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় তা সরাসরি অনুসন্ধানে নামেন ওই তিন সংবাদকর্মী। তারা মাঠপর্যায়ে তথ্যা অনুসন্ধানের কার্যক্রম শেষে চেয়ারম্যান কামাল আহমেদের বক্তব্য চাইতে গেলে তিনি তেলে-বেগুনে জ্বলে ওঠেন। সাংবাদিকদের নিয়ে কটু মন্তব্য করেন। সেই সাথে ফোন করে ডেকে আনেন একদল যুবককে, যারা এলাকায় চেয়ারম্যানের ক্যাডারবাহিনী হিসেবে পরিচিত।
এই বাহিনীর সদস্যরা তিন সাংবাদিককে টেনে-হিঁচড়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে সংবাদকর্মীদের শার্টের কলার ধরে তুলে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখায় ক্যাডারের দল। বলা হয়, কামাল চেয়ারম্যানের নামে আজেবাজে কিছু লিখলে মিথ্যা চাঁদাবাজি দিয়ে তোদের জেলে ভরে দেয়া হবে। সাবধান হয়ে যা। এরপর তিন সাংবাদিককে এক কাতারে দাঁড় করিয়ে তাদের ছবি ও ভিডিও ধারণ করে বলা হয়, শুধু মামলা নয়, চাঁদাবাজ হিসেবে এই ছবি ছেড়ে দেয়া হবে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সন্ত্রাসীদের এই নির্দয়, অশোভন, ঔদ্ধত্যপূর্ণ আচরণে হতভম্ব হয়ে যান তিন সাংবাদিক। এরপর সংবাদ পেয়ে সেখানে লোকজন জড়ো হতে থাকলে সাংবাদিকদের ছেড়ে দিয়ে গা-ঢাকা দেয় চেয়ারম্যান কামালের ক্যাডার বাহিনী। এ ঘটনায় সন্ধ্যার পর বোয়ালমারী পৌর ভবনে জরুরি সভায় মিলিত হন গণমাধ্যমকর্মীরা।
পৌর মেয়র সাংবাদিক সেলিম রেজা লিপনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাড. কোরবান আলী, বাংলাদেশ প্রতিদিনের লিয়াকত হোসেন লিটন, সমকালের কাজী আমিনুল ইসলাম, সকালের সময়ের মো. জাকির হোসেন, ঢাকা টাইমসের আমীর চারু বাবলু, আমাদের সময়ের খান মোস্তাফিজুর রহমান, যমুনা টিভির মহব্বত চৌধুরী, কালের কণ্ঠের মো. নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সিদ্ধান্ত হয়, চেয়ারম্যান কামালকে বয়কট করে তার সমস্ত ইতিবাচক সংবাদ পরিহার এবং নেতিবাচক খবরাখবর অধিক গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে প্রকাশ করার। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনসহ ঊর্ধতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দায়ের এবং এ বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
এমএসএম / এমএসএম
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি
৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার
সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি
Link Copied