ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

বোয়ালমারীতে স্কুল সভাপতির নেতিবাচক কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ১২:৪
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী, স্বনামধন্য বিদ্যাপীঠ বোয়ালমারী জর্জ একাডেমী স্কুলটি বর্তমানে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে বলে অভিযোগ উঠেছে। গোটা প্রতিষ্ঠানের কাছে এখন গলগ্রহ হয়ে দাঁড়িয়েছেন বিদ্যালয় সভাপতি মো. কামরুল হাসান। দায়িত্ব-কর্তব্যে অবহেলা, ক্ষমতার অপব্যবহার, ভিন্নমতের শিক্ষকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, পছন্দের শিক্ষক-কর্মচারীকে বেআইনি সুবিধা দিয়ে বিভেদ সৃষ্টি, একাডেমিক কার্যক্রমে প্রধান শিক্ষককে অসহযোগিতাসহ  ইত্যকার অসদাচরণের অভিযোগ এনে তার বিরুদ্ধে থানায় জেনারেল ডায়েরি করেছেন স্বয়ং প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ মোল্লা।
 
সভাপতির এহেন অসাধু ও নেতিবাচক কর্মকান্ডে ভেঙ্গে পড়েছে বিদ্যালয় প্রশাসন, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির সার্বিক  অগ্রযাত্রা।
 
প্রধান শিক্ষকের ডায়েরি ও স্কুলের বিভিন্ন সূত্রে জানা যায়, সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই কামরুল হাসান তার অনুগত শিক্ষক কর্মচারীদের  বেআইনি সুযোগ-সুবিধা দিতে মরিয়া হয়ে ওঠেন। এ নিয়ে  স্কুলের শিক্ষকমণ্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যরা দ্বিধাবিভক্ত হয়ে পরস্পর কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হন। সভাপতি তার ভিন্নমতের শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তাদের বেতন-ভাতার ফাইলে স্বাক্ষর দিতে চান না। সভাপতির অনীহার কারণে স্কুলের কারিগরি শাখার শিক্ষক-কর্মচারীরা বেশ কয়েক মাস বেতন-ভাতা পান না।
 
তিনি নিয়মিত স্কুলে না আসায় তার গ্রামের বাড়িতে গিয়ে খাতাপত্রে স্বাক্ষর আনতে হয়। জরুরি প্রয়োজন হলেও তিনি স্কুল কমিটির কোনো সভা ডাকেন না। ফলে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অনেক কাজ আটকে থাকে। নির্বাচিত হওয়ার পর দীর্ঘ ৬ মাসের মধ্যে  সভাপতি মাত্র একটি সভা করেছেন বলে অভিযোগ সূত্রগুলোর।
 
জানা যায়, শিক্ষকদের মধ্যে গ্রুপিং-দ্বন্দ্ব, ম্যানেজিং কমিটির সদস্যের পরস্পরবিরোধী কার্যকলাপে গোটা পরিচালনা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে। চেইন অব কমান্ড না থাকায় চরম বিশৃঙ্খলার মধ্যদিয়ে চলছে সকল কর্মকাণ্ড। ম্যানেজিং কমিটির সভায় ঘটছে রেজুলেশন খাতা ছেঁড়ার মতো দুঃখজনক ঘটনা।
 
সূত্রগুলো আরো জানায়, একটি বিশেষ মহলের আজ্ঞাবহ সভাপতি মো. কামরুল হাসান সহকারি প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম কে বিধিবহির্ভূতভাবে কারিগরি শাখা হতে সম্মানী প্রদানে চেষ্টা করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির অন্য সদস্যদের ওপর চাপ প্রয়োগ করেন তিনি। গত ২৮ জুলাই এ বিষয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যগণ আপত্তিপূর্বক পূর্বে নেয়া সিদ্ধান্তটি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে। এতে সভাপতি কামরুল হাসান ক্ষিপ্ত হয়ে কার্যবিবরণীর একটি পাতা ছিঁড়ে নিয়ে সভাস্থল ত্যাগ করেন। 
 
এছাড়াও ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্নভাবে প্রধান শিক্ষককে অনৈতিক আর্থিক সুবিধা দেওয়ার জন্য প্ররোচিত করেত থাকেন। বিদ্যালয়টির স্বার্থে এসব অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রধান শিক্ষক সভাপতির চক্ষুশুলে পরিনত হয়েছেন। ফলে অনেক তুচ্ছ ঘটনায়ও প্রধান শিক্ষককে শোকজ করে কৈফিয়ত তলব করেন সভাপতি। যাকে বেআইনি ও ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করে প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন,আমাকে শোকজ করতে হলে ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু তিনি সেটা না করে আক্রোশ বসতঃ ক্ষমতার অপব্যবহার করে একক সিদ্ধান্তে আমাকে শোকজ করেছেন।আবদুল  আজিজ বলেন,স্কুলের কোন কর্মকাণ্ডে সভাপতি আমাকে কোন সহযোগিতা করছেননা। আমার কোন মতামত বা সিদ্ধান্তের কোন পাত্তাই নেই তার কাছে। ফলে পরিস্থিতির চাপে গত ৫ আগস্ট থানায় অভিযোগ দিতে বাধ্য হয়েছি।জানতে চাইলে 
 
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল হাসান জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি ভিত্তিহীন মনগড়া। প্রথম সভায় সহকারি প্রধান শিক্ষককে কারিগরি শাখা হতে সম্মানী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। প্রধান শিক্ষকের প্ররোচনায় রেজুলেশানের পাতা ছিড়েছে কমিটির এক সদস্য এ বিষয়ে আমি থানায় একটি জিডি করেছি। 
 
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সদস্য ও বোয়ালমারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, আমাদের দুর্ভাগ্য বিদ্যালয়ের সভাপতি মহোদয় একজন শিক্ষকের গৃহপালিত, আজ্ঞাবহ হাতের পুতুল। তিনি ওই শিক্ষক ও নিজের স্বার্থ ছাড়া প্রতিষ্ঠানটি ও শিক্ষার উন্নয়নে কোন প্রকার পদক্ষেপ নেয়নি। বরং প্রতিষ্ঠানটির শিক্ষকদের মাঝে বিভেদ সৃষ্টি করে শিক্ষার পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্থ করেছে। এ ব্যাপারে অচিরেই সচেতন অভিভাবকদের ডেকে সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে।  
 
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানা উপ-পরিদর্শক  মো. ছরোয়ার হোসেন জানান, তদন্তের কাজ চলমান রয়েছে।

এমএসএম / জামান

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা