ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সিলেট হয়ে আর ঢাকা যাওয়া লাগবে না: পরিকল্পনামন্ত্রী


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ৩:১৬
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, আমরা কারো আগে যাবে না আবার কারো পিছেও থাকব না। নিজেকে জানতে হবে, Know The self. আমরা এক সময় নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। তবে আমরা অন্য কাউকে লাঞ্ছিত করব না। বাংলাদেশ খুব স্টাগল করে আজ এখানে এসেছে। কিছু মানুষ রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করে গেছেন। তাই আমরা শান্তিতে বসবাস করতে পারছি।
 
শনিবার (২০ আগস্ট) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে পরিচিতি সভা ও শিক্ষার্থীদের মধ্যে সৌরচালিত রিডিং ল্যাম্প বিতরণ অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, আমাদের বৃহৎ রাষ্ট্রে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। তারা আমাদের চেয়ে আলাদা কেউ নয়। আমরা এ দেশে সমান মর্যাদা ও সমান অধিকার নিয়ে থাকব। এটাই বাংলাদেশের বার্তা এবং সাংবিধানিক নিশ্চয়তা। তোমরা এ প্রজন্মের, এজন্য মনে রাখবা- পরিবর্তন হচ্ছে নিত্য এবং সর্বত্র। এখানেও হচ্ছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো, ইতোমধ্যে উপাচার্য যোগদান করেছেন। এতে টেনশন হবে, ভালোবাসা হবে, আরে অনেক কিছু হবে। এছাড়া সুনামগঞ্জ টেক্সটাইল কাজ চলমান। আমাদের এখানে বিটাক হবে, আমার মরহুম মায়ের নামে আমার পৈত্রিক ভিটায় একটি ভোকেশনাল হবে, এখানে ম্যাটস হবে। এ এলাকার ওয়ান স্কয়ার কিলোমিটার জায়গা শিক্ষা স্থাপনায় ভরে যাবে।
 
মন্ত্রী আরো বলেন, যারা ঢাকা যাওয়ার জন্য ব্যাকুল, তাদের আর সিলেট হয়ে ঢাকা যাওয়া লাগবে না। দুই ঘণ্টার কম সময়ে কুশিয়ারা সেতু হয়ে ঢাকা যেতে পারবেন। যারা ময়মনসিংহের লোক তাদের জন্য ফ্লাইওভারের ব্যবস্থা হচ্ছে। আমরা ছিলাম, আমরা আছি এবং আমরা থাকব। নিজের জন্মভিটা, জন্মভূমি, পিতা-মাতা, নিজের দেশে; এটা আমাদের পরিচয়। অন্য দেশের  সফলতা আমাদের দেশের পরিচয় নয়। তোমাদের যে কোনো সমস্যা ফিজিক্যালি, মেন্টালি ও ইমোশনাল তোমরা তোমাদের স্যারদের সাথে শেয়ার করবে। মানসিক সাফার থাকবে, তারপরও এগিয়ে যেতে হবে, শিক্ষক/শিক্ষিকার সাপোর্ট নেবে। আমরা চাই তোমাদের মঙ্গল। আমরা খুব আশা করি মেডিকেল কলেজ হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। মনের মধ্যে ঘুরছে এখন আমাদের পরবর্তী লক্ষ্য সুনামগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রীর আমার প্রতি আস্থা আছে। তিনি খুব বিশ্বাস করেন আমাকে। আমি যেটা তার কাছে নিয়ে যাই সেটা পাই। উন্নয়নে সবাইকে এক থাকতে হবে, মানুষের জন্য কাজ করার মন-মানসিকতা থাকতে হবে। আর সহজ-সরল পথে চলবা। সকল গ্রন্থেই বলা আছে সহজ সরল পথে চলার কথা। এতে মানুষের মঙ্গল হয়।
 
অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ডাক্তার শিবলী জামানের সঞ্চালনায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মনোজিৎ মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন শরিফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. মো. আহমদ হোসেন, শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।
 
এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, এসিল্যান্ড সকিনা আক্তার, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সকল বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ, সহ-সভাপতি আল মাহমুদ সুহেল, সমীরণ দাস সুবির প্রমুখ।

এমএসএম / জামান

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ