সেগুনবাগিচায় শিশু গৃহকর্মীর স্পর্শকাতর অঙ্গে বর্বর নির্যাতন!
সামান্য বিস্কুট খাওয়ার অপরাধে রাজধানীর সেগুনবাগিচায় মধ্যযুগীয় কায়দায় এক গৃহপরিচারিকা শিশু সুইটিকে (১২) নির্যাতন করা হয়েছে। এঘটনায় পুলিশ এক দম্পত্তিকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত দম্পত্তির বিচারের দাবিতে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে সেগুনবাগিচা এলাকার গৃহকর্মী ও স্থানীয়রা এক মানবন্ধন ও বিক্ষোভ করেছেন।
জানা গেছে, শিশু সুইটিকে গৃহকর্তা ও গৃহকর্তী বিভিন্ন অযুহাতে মধ্যযোগীয় কায়দায় বিভিন্ন সময়ে নির্যাতন করে।এতে তার শরীরে বিভিন্ন জায়গায় অসংখ্য নির্যাতনের চিহ্ন দেখা যায়। পরে পাশের ফ্ল্যাটের প্রতিবেশীরা তার নির্যাতনে আঘাতের চিহ্নের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন । আর মুহূর্তের মধ্যেই সেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এ ফোন করে ডাকা হয় পুলিশ। পুলিশ এসে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামী মো: তানভির আহসান ওতার স্ত্রী অ্যাডভোকেট নাহিদকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, মধ্যযুগীয় কায়দায় শিশুটির ওপর চালানো হতো নির্যাতন। পুরো শরীর জুড়ে অসংখ্য নির্যাতনের চিহ্ন কোমলমতি শিশুটির। গৃহকর্মীর কাজে গিয়ে এভাবেই দিনের পর দিন নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। গতকাল সকালে সামান্য বিস্কুট খাওয়ার কারণে বেদম প্রহার করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে অপর এক গৃহকর্মী জানান, সংসারে অভাব, তাই মেয়ে সুইটিকে কাজের জন্য কিশোরগঞ্জের মিঠামইন থেকে ঢাকায় পাঠিয়েছিলেন তার মা-বাবা। গত ৯ মাস ধরে কাজ করছেন অ্যাডভোকেট নাহিদ জাহান আঁখি ও তানভীর সিদ্দিকী পাভেল দম্পতির বাসায়। এ দম্পতি পান থেকে চুন খসলেই কখনো বেত্রাঘাত, কখনো গরম খুন্তির ছ্যাঁকা আবার কখনোবা রুটি বেলার বেলুন দিয়ে যোনিপথে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালাতো শিশুটির ওপর। শাহাবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী সুইটি বলেন, আমাকে প্রতিনিয়ত তারা মারধর করতেন। কাজে কোনো সমস্যা হলেই গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হতো। আর মাঝে মাঝে কাটা জায়গায় মরিচের গুড়ো দিয়ে দিতো। আমাকে ৩ দিন ধরে বাথরুমে আটকে রেখে মারধর করছে তারা। কান্নাকাটি করলে আরও বেশি মারতো।
শাহবাগ থানার পুলিশ জানায়, শিশুটির শরীরে নির্যাতনের স্পষ্ট আলামত থাকলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন নির্যাতনকারী দম্পতি। তারা বলেন, শিশুটিকে কোনো নির্যাতন করা হয়নি। দেয়াল টপকে বাসা থেকে পালানোর সময় পড়ে আঘাত পেয়েছে। আমরা তাকে কখনোই মারধর করিনি। জানিনা কার প্ররোচনায় এমন অভিযোগ করছে।এ ঘটনায় ক্ষোবে ফুঁসে উঠছে শাহাবাগ থানার সামনে জড়ো হন সেগুনবাগিচা এলাকাবাসী। দীর্ঘদিন ধরেই শিশুটিকে বাসায় আটকে রেখে চলছিল পাশবিক নির্যাতন। শিশুটিকে রুটি বেলার বেলুন দিয়ে প্রহার করা হতো। সেই বেলুন দিয়েই যোনিপথে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হতো।
শনিবার দিবাগত রাতে নির্যাতনের নির্মমতা সইতে না পেরে পালিয়ে আশ্রয় নেন পাশের ফ্লাটে। পরে ওই প্রতিবেশী ট্রিপল নাইনে কল দিয়ে বিষয়টি জানালে শাহবাগ থানা পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
শাহাবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ট্রিপল নাইনে কল পেয়ে ঘটনাস্থল থেকে সুইটিকে উদ্ধার করি। নির্যাতনকারী দম্পতিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা সকালের সময়কে বলেন, ঘটনাস্থল কোন থানার অধীনে তা তাৎক্ষনিণকভাবে নিশ্চিত না হওয়ায় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদারের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়। পরে উভয় থানা থেকেই ঘটনাস্থলে একটি করে টিম যায়। পরে জানা যায়, ঘটনাস্থলটি শাহবাগ থানার অধীনে। এরপর শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদারের তাৎক্ষণিক তৎপরতায় সেখানকার ইন্সপেক্টর অপারেশন্স মো. কামরুজ্জামানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমসহ পুলিশের একটি টিম মেয়েটিকে উদ্ধার করে । আর নির্যাতনের অভিযোগে গৃহকর্তা মো. তানভির আহসান ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদকে গ্রেফতার করে।
এআইজি সোহেল রানা আরও বলেন, ফেসবুকে দেয়া পোস্টের মাত্র দেড় ঘণ্টার মধ্যে এবং বিষয়টি পুলিশের নজরে আসার এক ঘণ্টার মধ্যেই ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই বিষয়টি কোনো এক সচেতন নাগরিক ৯৯৯-কেও ফোন করে জানায়। পরবর্তীতে ৯৯৯ থেকেও থানার সঙ্গে যোগাযোগ করা হয়।
উল্লেখ্য, গৃহকর্মী সুইটিকে নির্যাতনের ঘটনায় আগেও একবার পুলিশে খবর দিয়েছিল এলাকাবাসী। সতর্ক করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। আর এজন্যই এবার কঠিন শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের'র শোক প্রকাশ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিসিআরের গভীর শোক
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির শোক প্রকাশ
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ কংগ্রেসের গভীর শোক
উন্নত চিকিৎসা ও আধুনিক প্রযুক্তিতে আস্থার নাম শিন-শিন জাপান হাসপাতাল
তেজগাঁও শিল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, গণপূর্তের জমি উদ্ধার করল রাজউক
বিভিন্ন প্রতারণার অভিযোগে মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা: প্রতিবাদে ব্যবসায়ীদের লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ
প্রশিক্ষক হিসেবে ‘বেস্ট টিওটি’ অ্যাওয়ার্ড পেলেন রাজউকের অথরাইজড অফিসার মো. ইলিয়াস
মানবাধিকার দিবসে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় গ্রেপ্তার
জাঁকজমক আয়োজনে শুরু হলো শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫