ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত সুরঞ্জিত সরকারের পাশে 'স্বাধীন সামাজিক সংগঠন'


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ১১:৯

সড়ক দুর্ঘটনায় আহত উন্নয়নকর্মী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সুরঞ্জিত সরকারের পাশে দাঁড়িয়েছে স্বাধীন সামাজিক সংগঠন। সুরঞ্জিত সরকার দিরাই উপজেলার রাজানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় যতীন্দ্র সরকার ব্রজবাসীর ছেলে।

জানা যায়, ২০২০ সালের নভেম্বর মাসে শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারের কাটাগাঙ নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি এবং ততক্ষাণিকভাবে তার মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। সুরঞ্জিত সরকার এই ভয়াবহ দুর্ঘটনায় তার একটি চোখ, একটি কান হারিয়েছেন। পাশাপাশি তার ডান হাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাথার তালু ছিদ্র হয়ে গেছে, পা দুটি ব্যান্ড হয়ে পড়েছে। হাঁটাচলা একদম বন্ধ। তাকে পুরোপুরি সুস্থ হতে হলে অনেক টাকার প্রয়োজন। এমতাবস্থায়  আর্থাভাবে তার চিকিৎসা চালানো অসম্ভব  হয়ে পড়েছে, দরিদ্র পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়।

সুরঞ্জিত সরকারের স্ত্রী রুপালী রানী সরকার জানিয়েছেন, সুরঞ্জিত সরকারের সকল ইনজুরি মিলে সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তাকে বাঁচাতে দ্রুত অপারেশন করতে হবে। অনেক টাকা দরকার। কিন্তু এত টাকা জোগাড় করে অপারেশন করানো পরিবারের পক্ষে অসম্ভব। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাৎক্ষণিকভাবে এ তথ্য জানতে পেরে সুনামগঞ্জ জেলার বৃহৎ সংগঠন স্বাধীন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিকাশের মাধ্যমে অসহায় সুরঞ্জিত সরকারের হাতে ৩ হাজার ৬০০ টাকা পাঠান।

এ সময় স্বাধীন সামাজিক সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম অমিত  বলেন, আমাদের এ সংগঠন সারাবছর এরকম সাহায্য কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের মাঝে সাধ্যমতো বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে থাকে। তবে এ ধরনের কার্যক্রমে আমরা সব সময় প্রচারবিমুখ। তিনি সমাজের সকল বিত্তশালীকে অসহায় সুরঞ্জিত সরকারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা