ফুটপাত দখলের মহৎসব : মিরপুরের পথচারীরা জিম্মি
রাজধানীর মিরপুরে ফুটপাথসহ প্রধান সড়কের অর্ধেক জায়গা দখল করে চলছে হকারদের রমরমা ব্যবসা। আর ফুটপাত দখল করে দোকান বসিয় প্রতি দিন লাখ লাখ টাকার চাঁদাবাজি করা হচ্ছে।অভিযোগে জানা গেছে, প্রসাশনসহ সরকার দলীয় নেতা-কর্মীরা এসব টাকা ভাগবাটয়ারা হচ্ছে। এসব ফুটের জায়গার পজিশন নিতে প্রথমে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। এরপর প্রতিদিন ৩ থেকে ৪শ টাকা চাঁদা দিতে হয়। আবার স্থানীয় সন্ত্রাসীদের ম্যানেজ করতেও টাকা দিতে হয়। তারা শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের নামে চাঁদার টাকা আদায় করা হচ্ছে। এতে করে শুধু পথচারীই নয়, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনগুলোকেও।
স্থানীয়রা জানান, মিরপুর-১ নম্বর গোলচত্বর থেকে শাহআলী মাজার যেতে বিশাল চওড়া রাস্তার অর্ধেকের বেশি দখলে থাকে হকারদের। ক্রেতা-বিক্রেতা একাকার হয়ে যায় প্রধান সড়কেই। একই অবস্থা দারুসসালাম ও চিড়িয়াখানা রোড, মিরপুর নিউমার্কেট, মুক্তবাংলা মাার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট সিটি করপোরেশন মার্কেট, শাহ আলী কলেজ মার্কেটের সামনের রাস্তারও।আবার হক প্লাজা, কো-অপারেটিভ মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মুক্তি প্লাজা, প্রিন্স প্লাজার ও বাগদার শপিং কম্পেক্স মার্কেটের সামনের অবস্থাও প্রায় একই। তবে এসব এলাকার রাস্তা দখল এবং ফুটপাথের অবস্থা বেগতিক।
নুরুল ইসলাম নামে ফুটপাতে পজিশন নেয়া ক্ষুদ্র ব্যবসায়ী জানান, মোটা অঙ্কের টাকা চাঁদা দিয়ে বসার জায়গাটুকু পেয়েছি। তার পরও প্রতিদিন তাকে ৩০০ টাকা করে চাঁদা দিতে হয়। বিক্রি হোক বা না হক এই চাঁদার টাকা তাকে দিতেই হবে। এটা এখন নিয়মে পরিণত হয়েছে। আর ফুটপাথে খুবই কম লাভে পণ্য বিক্রি করতে হয়। এখন প্রচুর দোকান থাকায় খুব বেশি লাভও হয় না। তার মধ্যে থানা, পুলিশ, লাইনম্যান, ঝাড়ুদার, সোর্স এবং এলাকার বিভিন্ন সংগঠনের নেতাদের আলাদা আলাদা করে টাকা দিতে হয়।কেউ দিন হিসেবে আবার কেউ সপ্তাহ হিসেবে এসব টাকা নিয়ে থাকে। আর যাদের কাছ থেকে জায়গা বা পজিশন নিয়েছি তাদের তো আলাদাভাবে চাঁদা দিয়ে জায়গা রক্ষা করতে হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাঝে মধ্যেই সিটি করপোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু তাতে লাভ হয় না। আর যদি প্রসাশনের লোকজন অনৈতিক কাজে জড়িত থাকেন তা হলে আর উচ্ছেদ করেও কোন লাভ হচ্ছে।
এমএসএম / এমএসএম
অনিশ্চয়তায় নির্বাচন
পায়রা বন্দর সংযোগ সড়ক প্রকল্পে উন্নয়ন কাজে স্থবিরতা
দুর্নীতির টাকায় কোটিপতি চসিকের মোরশেদ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল
পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন
আপিল বিভাগের নিদের্শনা অমান্য করে জনবল নিয়োগ
ঘুষ কেলেংকারীতে ১৫ দিন খালি চট্টগ্রাম জেলা প্রশাসকের চেয়ার
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এমডির বিচার চেয়ে ফের দুদকে আবেদন
উৎপাদন বেড়েছে, খরচ কমেছে, নতুন প্রকল্পে আশার আলো
বিএনপি ক্ষমতায় গেলে সকল সেক্টরে ইতিবাচক পরিবর্তন করবে : জননেতা অধ্যাপক মামুন মাহমুদ
কারা অধিদপ্তরে সক্রিয় বদলী বাণিজ্য সিন্ডিকেট, মূলহোতা রিয়াল
দুদকের ফাঁদে ফেঁসে গেলেন এম এ কাশেম