শান্তিগঞ্জে শর্টসার্কিটের আগুনে পুড়ল ৮ বসতঘর, অর্ধকোটি টাকার ক্ষতি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২২ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা হয়নি ৮ বসতঘর।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হঠাৎ করেই বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিক। একে একে ৮টি বসতঘর,নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়৷ এতে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এই অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
ক্ষতিগ্রস্ত আঞ্জব আলী বলেন, আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে৷ এখন মাথা গোঁজার ঠাঁই নেই। আমি নিঃস্ব হয়ে গেছি।
এভাবেই কান্নাজড়িত কণ্ঠে অপর ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলাম ও তাসলিমা বেগম বলেন, আগুনে পুড়ে সব স্বপ্ন শেষ হয়ে গেছে। ছেলে-মেয়ের লেখাপড়ার সার্টিফিকেট, জমিজমার কাগজ- সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন অসহায়। ছেলে-মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে আছি।
এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিসান রহমান নাবিক বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন এবং শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন। তারা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন এবং অতিদ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
এমএসএম / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
Link Copied