কয়রা উপকূলে বেড়িবাঁধের ভেঙে যাওয়া পাঁচটি পয়েন্ট মেরামত সম্পন্ন
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কয়রা উপকূলে বেড়িবাঁধের ভেঙে যাওয়া পাঁচটি পয়েন্ট মেরামত সম্পন্ন হয়েছে। বাকি চারটি পয়েন্ট দিয়ে অব্যাহত জোয়ারের পানি প্রবেশ করে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কাটলেও ভরা পূর্ণিমার জোয়ারের পানির উচ্চতা কমছে না। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
এদিকে গত ২৬ উপজেলার ভেঙে যাওয়া স্থানে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা বেড়িবাঁধ মেরামত সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান কবি শামসুর রহমানের নেতৃত্বে স্থানীয় সাংসদ ও পানি উন্নয়ন বোর্ডের দিকনির্দেশনায় এলাকার সহস্রাধিক মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি আটকাতে সক্ষম হন। ফলে সম্পূর্ণভাবে পানিমুক্ত হলো দক্ষিণ বেদকাশী ইউনিয়ন। জোয়ারের পানিমুক্ত হয়েছে মহেশ্বরীপুর ইউনিয়নও। স্থানীয় সাংসদের দিকনির্দেশনায় ইউনিয়নটির তরুণ সমাজসেবক আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ শিকারির নেতৃত্বে সহস্রাধিক জনসাধারণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তেঁতুলতলার চর ক্লোজার মেরামত সম্পন্ন করা হয়েছে।
অপরদিকে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলামের নেতৃত্বে সহস্রাধিক মানুষ সকাল থেকে মহারাজপুর ইউনিয়নের মঠের কোনা ক্লোজার ও পার্শ্ববর্তী পবনা ক্লোজার দুটি ক্লোজার মেরামত করতে সক্ষম হয়েছে। তবে মহারাজপুর ইউনিয়নের দশালিয়ার দুটি ক্লোজার দিয়ে অব্যাহত পানি প্রবেশ করায় জেলা শহর খুলনার সাথে যোগাযোগের একমাত্র সড়ক কয়রা-পাইকগাছা সড়কটির প্রায় এক কিলোমিটার অর্থাৎ কালনা থেকে অন্তবুনিয়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে নতুন করে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত গর্তে পরিণত হয়েছে। ফলে স্থানীয় পথচারীরা পড়েছেন বিপাকে। যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। এই পানির চাপে গ্রাজুয়েট গ্রাম ও বাগালি ইউনিয়নের কিছু অংশ নতুন করে প্লাবিত হয়েছে। অনেক কাঁচা ঘর ধসে পড়েছে। মৎস্য ঘের ও বাড়ির আঙিনার পুকুরগুলো নোনা পানিতে নিমজ্জিত হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলামের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এলাকাবাসী উত্তর বেদকাশী ইউনিয়নের পদ্মপুকুর ক্লোজার মেরামত কাজ সম্পন্ন করলেও ওই ইউনিয়নের গাতিরঘেরীর দুটি ক্লোজার দিয়ে জোয়ারের পানি প্রবেশ অব্যাহত রয়েছে। ইউপি চেয়ারম্যান জানান, আগামী দিন সকাল থেকে ওই বাঁধ দুটিও মেরামত করা হবে।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান বাবু বলেন, এলাকাবাসীর দুর্দশা লাঘবে ভেঙে যাওয়া স্থানগুলো জাইকা ও পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিক টেন্ডার আহ্বান করেছে। ইনশাল্লাহ ২-৪ দিনের মধ্যে মেরামত কাজ শুরু হবে এবং তা দ্রুতগতিতে সম্পন্ন হবে। বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)
সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
Link Copied