হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে। গত ১০ জুলাই ও ৮ জুলাই হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগটি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাহিদ এন্টারপ্রাইজের প্যাডের কপি জালিয়াতি করে ও সাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মহিদুর রহমান এবং আমার স্বাক্ষর জালিয়াতি করে অনেকগুলো বিলের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন হারুন। শুধু তাই নয়, ওই বিলের অফিস কপিও চুরি করেছেন হারুন। এছাড়াও সার্ভিস বুকসহ দুটি রেজিস্টার খাতা হিসাবরক্ষণ অফিস হতে চুরি করেন তিনি।
অভিযোগপত্রে আরো উল্লেখ রয়েছে, হারুন অর রশিদের মূল পদ হলো কুক/মশালচী। তার পদের আইডি নং ৫৪১৪১। কিন্তু তিনি হিসাবরক্ষণ অফিসের সাথে যোগসাজশে নিয়মিত অফিস সহকারীর বেতন উত্তোলন করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান বলেন, আমার অফিসে বেশকিছু অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছি এবং আমার অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র এবং রেজিস্টার খাতা চুরি করেন আমার অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হারুন অর রশিদ। এ ব্যাপারে গত ১০ জুলাই হরিরামপুর থানায় চুরির অভিযোগ করি।
প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হারুন অর রশিদ মোবাইলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। আমার নথিপত্র আমার কাছে আছে, এগুলো চুরি করার কী আছে। এছাড়া মেসার্স সাহিদ এন্টারপ্রাইজের প্যাড আমি করেছি ঠিকই, কিন্ত বিল আমি করিনি। যিনি আমার নামে অভিযোগ তুলেছেন, তিনি বিল করেছেন। আর আমার কাছে থাকা কাগজপত্র তিনি পুলিশ, সাংবাদিকের সামনে নিয়েছেন। এতে চুরির কিছু দেখছি না। আর আমার বিরুদ্ধে চুরির অভিযোগের জবাব আমি লিখিত দিয়ে জানাব বলে জানান তিনি।
মেসার্স সাহিদ এন্টাপ্রাইজের স্বত্বাধিকারী মহিদুর রহমান জানান, কেন আমার প্যাড জালিয়াতি করে বিল তৈরি করা হলো? আমি এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে লিখিত আকারে অভিযোগ করেছি। আর যদি আমার নামে বিল উত্তোলন হয়ে থাকে, তবে কেন আমি জানলাম না?
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হাসপাতালের হিসাবরক্ষক হারুনের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে অভিযোগ পেয়েছি। দুর্নীতি সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডি নথিভুক্ত করে দুদকে তদন্তের জন্য পাঠিয়েছি।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)
সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
Link Copied