ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ১০:৪৪
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে। গত ১০ জুলাই ও ৮ জুলাই হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগটি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান।
 
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাহিদ এন্টারপ্রাইজের প্যাডের কপি জালিয়াতি করে ও সাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মহিদুর রহমান এবং আমার স্বাক্ষর জালিয়াতি করে অনেকগুলো বিলের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন হারুন। শুধু তাই নয়, ওই বিলের অফিস কপিও চুরি করেছেন হারুন। এছাড়াও সার্ভিস বুকসহ দুটি রেজিস্টার খাতা হিসাবরক্ষণ অফিস হতে চুরি করেন তিনি।
 
অভিযোগপত্রে আরো উল্লেখ রয়েছে, হারুন অর রশিদের মূল পদ হলো কুক/মশালচী। তার পদের আইডি নং ৫৪১৪১। কিন্তু তিনি হিসাবরক্ষণ অফিসের সাথে যোগসাজশে নিয়মিত অফিস সহকারীর বেতন উত্তোলন করেন।
 
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান  বলেন, আমার অফিসে বেশকিছু অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছি এবং আমার অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র এবং রেজিস্টার খাতা চুরি করেন আমার অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হারুন অর রশিদ। এ ব্যাপারে গত ১০ জুলাই হরিরামপুর থানায় চুরির অভিযোগ করি।
 
প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হারুন অর রশিদ মোবাইলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। আমার নথিপত্র আমার কাছে আছে, এগুলো চুরি করার কী আছে। এছাড়া মেসার্স সাহিদ এন্টারপ্রাইজের প্যাড আমি করেছি ঠিকই, কিন্ত বিল আমি করিনি। যিনি আমার নামে অভিযোগ তুলেছেন, তিনি বিল করেছেন। আর আমার কাছে থাকা কাগজপত্র তিনি পুলিশ, সাংবাদিকের সামনে নিয়েছেন। এতে চুরির কিছু দেখছি না। আর আমার বিরুদ্ধে চুরির অভিযোগের জবাব আমি লিখিত দিয়ে জানাব বলে জানান তিনি।
 
মেসার্স সাহিদ এন্টাপ্রাইজের স্বত্বাধিকারী মহিদুর রহমান জানান, কেন আমার প্যাড জালিয়াতি করে বিল তৈরি করা হলো? আমি এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে লিখিত আকারে অভিযোগ করেছি। আর যদি আমার নামে বিল উত্তোলন হয়ে থাকে, তবে কেন আমি জানলাম না?
 
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হাসপাতালের হিসাবরক্ষক হারুনের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে অভিযোগ পেয়েছি। দুর্নীতি সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডি নথিভুক্ত করে দুদকে তদন্তের জন্য পাঠিয়েছি।

এমএসএম / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'

আত্রাইয়ে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন