ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বোয়ালমারীতে অসহায় বিধবাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২৬-১২-২০২২ দুপুর ১২:৪৭

বোয়ালমারীতে বিধবা এক অসহায় গৃহবধূকে তার বাস্তুভিটা থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বোয়ালমারী পৌর সদরের পূর্ব কামার গ্রাম নিবাসী  ঐ নারীর নাম মোছাঃ সুফিয়া সিদ্দিকী। স্থানীয় একটি অসাধু মহল সুফিয়ার বাড়ি দখলে মরিয়া হয়ে মাঠে নেমেছে। করছে নানাবিধ ষড়যন্ত্র। অভিযুক্তরা বাড়ি ছাড়তে সুফিয়ার উপর বহুবিধ চাপ সৃষ্টি করছে। সুফিয়া ও তার সন্তানদের জানে মেরে ফেলার হুমকি প্রদান সহ বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে বলে ভুক্তভোগীর অভিযোগ। এ ঘটনায় তিনজনকে দায়ী করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অসহায় সুফিয়া সিদ্দিকী। ভুক্তভোগীর অভিযোগ ও অনুসন্ধান সূত্রে জানাযায়,পূর্ব কামারগ্রামের প্রয়াত নুরুল ইসলাম শেখের প্রথম স্ত্রী হলেন সুফিয়া সিদ্দিকী। তিনি জখন ২ পুত্র সন্তানের জননী ঠিক তখন দ্বিতীয় বিবাহ করেন স্বামী নুরুল ইসলাম। কিছু দিন পরই শুরু হয় পারিবারিক কলহ।  বিবাদ মেটাতে নুরুল ইসলাম বড় স্ত্রী সুফিয়াকে আলাদা এক খন্ড জমি দেন বাড়ি করার জন্য। ৮৪ নং কামারগ্রাম মৌজার ৩৫৩৪ নং খতিয়ানের ৩৬২১ দাগের মোট ১০ শতক জমির উপর সুফিয়া নিজের ব্যক্তিগত অর্থায়নে ঘর তুলে ২ সন্তান নিয়ে বসবাস করতে থাকেন। পরবর্তী কালে স্বামী-স্ত্রীর আর বনিবনা না হওয়ায় স্বামী নুরুল ইসলামের বিরুদ্ধে আদালতে দাড়ান সুফিয়া। আদালত বিষয়টি সুরাহার দায়িত্ব দেন উপজেলা মহিলা অধিদপ্তরকে। সে মোতাবেক অধিদপ্তর কর্তৃপক্ষ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের এক সমঝোতা বৈঠক আহবান করেন। এ শালিস বৈঠকে যে সমস্ত শর্তে  উভয় পক্ষের আপোষ-মিমাংসা হয় তার মধ্যে প্রধান শর্ত ছিলো বাদী অর্থাৎ সুফিয়া যে ১০ শতক জমিতে বসবাস করছেন সেটি স্থায়ী ভাবে বাদীর অনুকূলে হস্তান্তর করতে হবে এবং বিবাদী তা কখনই অন্যকারো কাছে বিক্রি করতে পারবেনা। উল্লেখ্য ২০১৩ সালে এই শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও সুফিয়া উক্ত জমি বা বাড়িতে বসবাস করে আসছেন ১৯৮৫ সাল থেকে। তবে পরিতাপের বিষয় হলো শালিসের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে ঐ জমি আর সুফিয়াকে দলিল করে দিয়ে যাননি নুরুল ইসলাম। ফলে স্বামীর জীবদ্দশায়  ২০২২ সালের সেপ্টেম্বরে আদালতে এ সংক্রান্ত একটি মামলাও করেন সুফিয়া। তবে মামলা পূর্ণ মাত্রায় সচল হবার আগেই অতি সম্প্রতি কিডনি জনিত রোগে মারা যান নুরুল ইসলাম। যার করুণ পরিণতিতে বর্তমানে     নুরুল ইসলামের দুই স্ত্রী আর তাদের সন্তানদের মধ্যে জমে উঠেছে জমি-জমার জঞ্জাল। ছোট স্ত্রী রোমেচা বেগমের দুই কন্যা সন্তান হলেও তারাই বেশি প্রভাবশালী। কারণ তারা বাবার সুনজরে ছিলেন। অন্যদিকে দুই মেয়ে জামাই রুবায়েত খান ও ফারুক প্রামাণিক খুবই ক্ষমতাধর ব্যক্তি। তাদের নেপথ্যে সহযোগিতায় রয়েছেন  মৃত নুরুল ইসলামের ভাতিজা আছাদ শেখ সহ কতিপয় প্রভাবশালী  সুবিধা ভোগী। ফলে এ চক্রের সবাই মিলে এখন সুফিয়ার বাড়ি দখলের পায়তারা করছে। তাদের দাবী,সুফিয়ার বসত বাড়ির জমি নুরুল ইসলাম তার দুই মেয়ে মনিরা ও তানিয়াকে লিখে দিয়ে গেছেন। আর সে সুবাদেই সুফিয়ার   বাড়ির দখল নিতে বেপরোয়া হয়ে উঠেছেন তার সতীন জামাই রুবায়েত-ফারুক গং। এ লক্ষে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। অভিযুক্তরা সুফিয়ার বাড়ির উপর গিয়ে তাকে অপমান-অপদস্ত করছে। জমি না ছাড়লে এবং আদালতে যে মামলা আছে তা তুলে না ফেললে সুফিয়া সহ তার দুই ছেলেকেও ভাড়াটিয়া গুন্ডা দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হবে বলে হুমকি-ধমকি দিচ্ছে। সুফিয়া সিদ্দিকী বলেন,আমার বাড়ির ১০ শতক জমির মধ্যে সাড়ে ৭ শতক আমার স্বামী জীবদ্দশায় বিক্রি করে গেছেন। বাকি আড়াই শতক জমিতে আমি বসবাস করছি। তা থেকেও এখন আমাকে উচ্ছেদের চেষ্টা চলছে।সতীন তার মেয়ে ও জামাইদের অত্যাচারে আমি এখন দিশে হারা। তাদের হুমকি-ধামকি তে চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। বাধ্য  হয়ে থানায় জিডি করেছি। তিনি  প্রশ্ন রেখে বলেন,স্বামীর দেয়া শেষ সম্বলটুকু হাত ছাড়া হয়ে গেলে আমি কোথায়  গিয়ে দাঁড়াব?স্বামীর রেখে যাওয়া অন্যান্য সম্পত্তিও তাদের দখলে। আমাকে তারা নিঃস্ব করার ষড়যন্ত্র করছে। সুফিয়ার ছেলে ইমরান হোসেন বলেন,বাবার পুত্র সন্তান হয়েও তার সম্পত্তির কাছে যেতে পারছিনা। সবই সৎ মা আর বোনদের দখলে।বাবা নাকি সবই তাদের দিয়ে গেছে। যদিও কোন কাগজ পাতি তারা দেখায়না। জমি-জমার কাছে গেলেই প্রভাবশালী বোনজামাইরা ভাড়াটে লোকজন দিয়ে আমাদের অপদস্ত করে। বিবাদীদের পক্ষে মৃত নুরুল ইসলামের ভাতিজা আছাদ শেখ বলেন,চাচা তার জমি-জমা মেয়েদের দিয়ে গেছেন। এখন আমরা এর কি করতে পারি?মালিক হলে জমির দাবীতো করতেই পারে। হুমকি-ধমকি বা অত্যাচারের অভিযোগ অস্বীকার করেন আছাদ। জানতে চাইলে  স্থানীয় পৌর কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন বলেন,সুফিয়া অনেক দিন ধরে বাড়িটিতে বসবাস করছে জানি। তবে মালিকানা নিয়ে ঝামেলা বলে শুনতে পাচ্ছি। তবে সালিশ-দরবার নিয়ে কেউ আসেনি। এর বাইরে আমার কিছু জানানেই।

এমএসএম / এমএসএম

আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবিতে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

পৈত্রিকসুত্রে পাওয়া জমির আংশিক অন্যের দখলে,ফিরে পেতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার

তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামে যুবদল নেতা শাহেদের ইফতার সামগ্রী বিতরণ

পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির আংশিক সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা

রায়গঞ্জে ৫ টাকায় মিলছে ইফতারির সাত পণ্য

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে: আমির খসরু

প্রকৌশলীর গাড়িসহ ৩৭ লাখ টাকা জব্দ! বৈধ নথি দেখাতে ব্যর্থ, মুচলেকায় মুক্ত

সুবর্ণচরে মানবসেবা সংগঠনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮ কোটি টাকা তসরুপের অভিযোগ

লাখো রোহিঙ্গার ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ও আহত হয়েছেন আরও দুজন

রোজা মানুষকে ধৈর্যশীল হতে শেখায়:বিএনপি নেতা নুরুল আনোয়ার

বাকেরগঞ্জ সড়কে বেপরোয়া অবৈধ লরি নিষিদ্ধ যানের কারণে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা

র‌্যাবের হাতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক