বোয়ালমারীতে চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সম্পত্তি জবরদখলের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউপি চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে বীরমুক্তিযোদ্ধার সম্পত্তি জবর খলের অভিযোগ পাওয়া গেছে। গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃসিরাজুল ইসলামের ছোট ভাই আবুল কালাম আজাদ শিশিরের বিরুদ্ধে এ অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলন করেন তার সৎভাই প্রয়াত মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছেলে আহম্মেদ শিবলী ফোরকান রিপন।
বোয়ালমারী সদরের জেলা পরিষদ মার্কেটে এ সংবাদ সম্মেলনে রিপন লিখিত বক্তব্যে বলেন, বিবাদী আবুল কালাম আজাদ ও চেয়ারম্যান সিরাজুল ইসলাম আমার সৎ চাচা। ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমিজমা নিয়ে চাচাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিবাদী আবুল কালাম আজাদ ওয়ারিশসূত্রে প্রাপ্ত আমার সম্পত্তি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক নিজের দখলে রেখেছে।অন্যদিকে আমার বাবার কেনা জমি গায়ের জোরে দখল করে নিচ্ছে।এতে মদদ দিচ্ছেন চেয়ারম্যান চাচা সিরাজুল ইসলাম।
গত ২৪ ডিসেম্বর সকালে বীরমুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেনের ক্রয়কৃত গুনবহা ইউনিয়নের ১০৮/১০২ নং কামারগ্রাম মৌজার ৬০৪ নং ডিপি খতিয়ানের ১০৮৪ নম্বর হালদাগের সোয়া ৪ শতাংশ জমি বিবাদী পাকা পিলার স্থাপন করে দখল করে নেয়। তিনি আরো বলেন, এ সময় বাধা দিলে বিবাদী আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পুনরায় সুযোগ বুঝে দখল করার কথা বলে চলে যায়।
এ ঘটনায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করে বোয়ালমারী থানায় আমি একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছি। ভুক্তভোগী আরো বলেন,আমার দাদা মৃত আঃবারি মোল্যার রেখে যাওয়া কোন সম্পত্তিই চাচারা আমাকে বুঝে দিচ্ছেন না। জমির প্রসঙ্গ তুললেই তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অপমান অপদস্ত করে। জানে মেরে ফেলার হুমকিধমকি দেয়।
চাচা চেয়ারম্যান সিরাজুল ইসলাম কে এব্যাপারে বারবার তাগিদ দেয়া হলেও তিনি তা কর্ণপাত করেননা। বরং উল্টো গোপনে ভাইদের মদদ যুগিয়ে থাকেন। সৎ চাচাদের হুমকি-ধমকিতে রিপন তার পরিবার নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার কাউন্সিলর রাজিবুর রহমান বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী রিপন সরকার, কানাই কুন্ডু প্রমুখ।
প্রীতি / প্রীতি

ডোমারে ওসির অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত

আদমদীঘিতে শারর্দীয় দুর্গাপুজা শান্তিপুন ভাবে উদযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম

শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি
