বোয়ালমারীতে চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সম্পত্তি জবরদখলের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউপি চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে বীরমুক্তিযোদ্ধার সম্পত্তি জবর খলের অভিযোগ পাওয়া গেছে। গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃসিরাজুল ইসলামের ছোট ভাই আবুল কালাম আজাদ শিশিরের বিরুদ্ধে এ অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলন করেন তার সৎভাই প্রয়াত মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছেলে আহম্মেদ শিবলী ফোরকান রিপন।
বোয়ালমারী সদরের জেলা পরিষদ মার্কেটে এ সংবাদ সম্মেলনে রিপন লিখিত বক্তব্যে বলেন, বিবাদী আবুল কালাম আজাদ ও চেয়ারম্যান সিরাজুল ইসলাম আমার সৎ চাচা। ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমিজমা নিয়ে চাচাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিবাদী আবুল কালাম আজাদ ওয়ারিশসূত্রে প্রাপ্ত আমার সম্পত্তি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক নিজের দখলে রেখেছে।অন্যদিকে আমার বাবার কেনা জমি গায়ের জোরে দখল করে নিচ্ছে।এতে মদদ দিচ্ছেন চেয়ারম্যান চাচা সিরাজুল ইসলাম।
গত ২৪ ডিসেম্বর সকালে বীরমুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেনের ক্রয়কৃত গুনবহা ইউনিয়নের ১০৮/১০২ নং কামারগ্রাম মৌজার ৬০৪ নং ডিপি খতিয়ানের ১০৮৪ নম্বর হালদাগের সোয়া ৪ শতাংশ জমি বিবাদী পাকা পিলার স্থাপন করে দখল করে নেয়। তিনি আরো বলেন, এ সময় বাধা দিলে বিবাদী আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পুনরায় সুযোগ বুঝে দখল করার কথা বলে চলে যায়।
এ ঘটনায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করে বোয়ালমারী থানায় আমি একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছি। ভুক্তভোগী আরো বলেন,আমার দাদা মৃত আঃবারি মোল্যার রেখে যাওয়া কোন সম্পত্তিই চাচারা আমাকে বুঝে দিচ্ছেন না। জমির প্রসঙ্গ তুললেই তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অপমান অপদস্ত করে। জানে মেরে ফেলার হুমকিধমকি দেয়।
চাচা চেয়ারম্যান সিরাজুল ইসলাম কে এব্যাপারে বারবার তাগিদ দেয়া হলেও তিনি তা কর্ণপাত করেননা। বরং উল্টো গোপনে ভাইদের মদদ যুগিয়ে থাকেন। সৎ চাচাদের হুমকি-ধমকিতে রিপন তার পরিবার নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার কাউন্সিলর রাজিবুর রহমান বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী রিপন সরকার, কানাই কুন্ডু প্রমুখ।
প্রীতি / প্রীতি
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি
৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার