ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৭-২০২১ বিকাল ৭:৫৬

রাজধানীর বকশীবাজারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা উপলক্ষে অস্থায়ী কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জনি) সকাল সাড়ে ১০টায় সংস্থার প্রধান কার্যালয়ে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা’র চেয়ারম্যান মো. নুরুল আলম সিদ্দিকির সভাপতিত্বে জাতীয় সাধারণ বার্ষিক সভা-২০২১ অনুষ্ঠিত হয়। 

সভায় করোনা মহামারী ও আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে ২৫১টি অসহায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে এককালীন আর্থিক অনুদান, পুনর্বাসনের জন্য সেলাইমেশিন, বয়স্ক ভাতা, চিকিৎসা সাহায্য, সন্তানদের বিবাহ ও ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ আর্থিক সহায়তা করে সংগঠনটি।  

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার ২০২০-২১ অর্থবছরে সংস্থা কর্তৃক পরিচালিত কার্যক্রমের বর্ণনা করেন।
১) পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে ৪৫০ জন দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রাণ, ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ১৫ অক্টোবর উদযাপন উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে, ৬০০ দৃষ্টি প্রতিবন্ধীদের সমন্বয়ে একটি র‌্যালী বের করা হয়েছে। র‌্যালী শেষে তাদেরকে, তাদের পথ চলার পাথেও একমাত্র অবলম্বন (প্রতিক) সাদাছড়িসহ নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়েছে। ৩) দৃষ্টি প্রতিবন্ধী ৩০টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৪) ১৫টি পরিবারকে পুনর্বাসনের জন্য ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৫) ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। ৬) ১০টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে, তাদের আত্মীয়- স্বজনের মৃত্যুতে দাফন-কাফন বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৭) উচ্চ শিক্ষা অর্জনের জন্য ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পরীক্ষার ফি, বেতন, বই কেনা ও এককালীন অনুদান প্রদান করা হয়েছে। ৮) মহাসংকট করোনা মহামারী উপলক্ষ্যে ৪৫১ জন দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে ৭ দিনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯) ৪৬৭ টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ১ মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০) ৪৭৫টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। ১১) ১১০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে চিকিৎসা সাহায্য বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১২) ৫০০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে তাদের শীত নিবারণের জন্য শীত বস্ত্র কম্বলসহ অন্যান্য কাপড় বিতরণ করা হয়েছে। ১৩) ৯০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে সরকারি স্মার্ট ক্যান বিতরণ করা হয়েছে। ১৪) ২৫টি জেলা শাখা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। ১৫) ১০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে মাসিক বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে। ১৬) সংস্থার সাভারস্থ জমির বকেয়া পৌর ট্যাক্স ও জমির বকেয়া কর পরিশোধ করা হয়েছে। ১৭) সংস্থার প্রধান কার্যালয়ের সংস্কারসহ পৌর ট্যাক্স পরিশোধ করা হয়েছে। ১৮) সাভার মার্কেটের বিদ্যুৎ লাইন ও মসজিদ সংস্কার করা হয়েছে। ১৯) সাভার মার্কেট সংস্কার করা হয়েছে। ২০) বুয়েট কর্তৃক সাভার মার্কেটের গুণগত মান পরিক্ষা নিরীক্ষা করা হয়েছে। ২১) একটি সাধারণ বার্ষিক সভা ও ৬টি কার্যনির্বাহী পরিষদ সভার আয়োজন করা হয়েছে। ২২) সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন দিবস ও প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।
তিনি আরো বলেন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সার্বক্ষণিক দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। করোনা মহামারী থেকে সকলকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ মেনে চলতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংস্থার ভাইস চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার, যুগ্ম মহাসচিব এসএম ইউনুসুর রহমান, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সহকারী মহাসচিব মো. মনিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. আব্দুল ওয়াহেদ, পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাসুদ আলোয়ার খান, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নার্গিস ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিলন আক্তারসহ সকল জাতীয় সাধারণ পরিষদের সদস্যবৃন্দ।

এমএসএম / জামান

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার হোসেনের গণসংযোগ ও পথসভা

তাহেরির বিরুদ্ধে মামলা, যা বললেন আল্লামা ইমাম হায়াত

ডুয়েটে চান্সপাওয়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর

সাংবাদিককে হুমকির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

নারায়ণগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান, বিদ্যুতের মিটার জব্দ

কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন বিএনপি নেতা আফাজ উদ্দিন

দক্ষিণখানের ৪৭ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি’র অভিনন্দন

রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান, ৫৬ টি মিটার জব্দ

৩ দিন ব্যাপী প্রিমিয়াম হোল্ডিং এর বর্ষপূর্তী অনুষ্ঠান ও একক আবাসন মেলা

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও ৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত