ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বিরুলিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ জুয়েল মন্ডলের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১২-১-২০২৩ দুপুর ১:৪৪

সাভারের বিরুলিয়ায় ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সন্ত্রাসী জুয়েল মন্ডল বাহিনীর অব্যাহত হুমকি ধামকিতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির মোল্লা।

বুধবার (১১ জানু) বিকেলে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক। লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্মানাধীন ভবনে কাজ করতে গিয়ে চাঁদা না দেয়ায় ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সন্ত্রাসী জুয়েল মন্ডলসহ সভাপতি মোঃ সোহেল এবং সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম গাছিসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদাক ও নির্বাচিত জনপ্রতিনিধি আব্দুল কাদির মোল্লার উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। এঘটনায় মামলা দায়েরের পর সন্ত্রাসীরা জামিনে এসে আবারও তাকেসহ আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

এঘটনার প্রতিবাদে এবং নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ভুক্তভোগী ইউপি সদস্য আব্দুল কাদির বলেন, বিরুলিয়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ জুয়েল মন্ডল ইউনিয়ন যুবলীগের পদ পেয়ে বিএনপি'র সন্ত্রাসীদের নিয়ে নিজস্ব বাহিনী গড়ে তোলেন। তাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে এলাকার নিরিহ মানুষ থেকে শুরু করে কারখানা মালিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আসছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও বহিষ্কৃত যুবলীগের সভাপতি সেলিম মন্ডল ও তার ভাই জুয়েল মন্ডল, মহসীন মন্ডলসহ তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্য আমাদের দলীয় নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেয়াসহ কোনঠাসা করার ষড়যন্ত্রে লিপ্ত থেকে দলের বদনাম করছে। ইতিমধ্যে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকায় জুয়েল মন্ডল ও মাসুম গাজিকে দল থেকে কারন দর্শানের নোটিশ প্রদান করায় আমরা যুবলীগের নীতি-নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে তাদেরকে যুবলীগ থেকে স্থায়ী বহিস্কারসহ সন্ত্রাসী কার্যক্রমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, সন্ত্রাসী সেলিম মন্ডল, তার ভাই জুয়েল মন্ডল আমার একটি কারখানার সাথে চুক্তি থাকার পরও জোরপুর্বক সেখান থেকে মালামাল বের করে নিয়ে যাচ্ছে। আমরা দলের জন্য কাজ করি দলের বদনাম যাতে না হয় সেদিকে খেয়াল রেখে ঝামেলা থেকে দুরে থেকে থানা পুলিশের শরণাপন্ন হয়েছি। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে এলাকার কেউ কথা বলার সাহস পায়না এবং তাদের টাকা পয়সা ও পেশি শক্তির কারনে আমরা আইনের আশ্রয় নিয়ে সুষ্ঠ কোন প্রতিকার পাইনি। ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন নসুর বলেন, আমি গত নির্বাচনে প্রার্থী হওয়ায় সন্ত্রাসী সেলিম মন্ডল, জুয়েল মন্ডল ও মহসীন মন্ডল আমার কাছে ১০ লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা চালায় এবং আমার ব্যবসা-বাণিজ্যে বাঁধা সৃষ্টি করছে। মূলত তারা বিএনপির সন্ত্রাসীদের নিয়ে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার করছে। আমি এঘটনায় থানায় যাওয়ার সময় তাদের ভয়ে রাস্তা থেকে ফিরে আসি। সংবাদ সম্মেলনে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সিজার, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন ওয়ার্ডের সদস্যসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সংহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

এ সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার পাশাপাশি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দল থেকে স্থায়ী বহিস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা