সাভারে অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস) জোরালো অভিযান পরিচালনা করছে। প্রতিদিন কোনো না কোনো এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে।
অদ্য ৩১ জানুয়ারী মঙ্গলবার দিনব্যাপি সাভার জোনাল বিপনন অফিসের ব্যপস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সাইম এর নেতৃত্বে সাভারের রাজাশন এলাকায় মারহাবা সিনথেটিক স্পিনিং মিলস এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা সংক্রান্ত বিষয়ে সাভার জোনাল বিপনন অফিসের ব্যপস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সাইম এর কাছে জানতে চাইলে তিনি দৈনিক সকালের সময়কে জানান, তিতাস গ্যাস ট্রন্সমিশন এন্ড ডিট্রিবিউশন ক্ম্পোনী ও ভিজিলেন্স ডিভিশন জোনাল বিপনন অফিস সাভারের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানে মারহাবা সিনথেটিক স্পিনিং মিলস ও এর সহযোগী প্রতিষ্ঠান সুইচ কোয়ালিটি পোর্টার বিডি লিঃ ৪৬/বি, পূর্ব রাজাশন, সাভার, ঢাকাতে অভিযান প্রক্রিয়া চলমান। প্রতিষ্ঠান দুটি সম্পুর্ন অবৈধভাবে চোরাই গ্যাস লাইন সংযোগ দিয়ে বছরের পর বছর কতৃপক্ষের নজর ফাঁকি দিয়ে বড় বড় স্থাপনায় গ্যাস ব্যবহার করে আসছিলো। তিতাস গ্যাস কতৃপক্ষের হিসাবমতে দশ টন পার ঘন্টা কেপাসিটির দুইটা বয়লার এবং পনেরোশ কিলো ওয়াট পার ঘন্টা ক্ষমতা সম্পন্ন তিনটা জেনারেটর চলমান ছিলো। গ্যাস কতৃপক্ষের সরেজমিন অভিযানে এর সত্যতা মিলে। যা বর্তমান বয়লারের টেরিফ অনুযায়ী প্রতি মাসে বাহাত্তর লক্ষ টাকা ও তিনটি জেনারটরের প্রতি মাসে সাড়ে ছিয়াশি লক্ষ টাকা অবৈধভাবে ব্যবহার করে আসছিলো।
প্রকৌশলী আবু সাদাত মোঃ সাইম বলেন, গ্যাস আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারা এবং গ্যাস বিপনন ২০১৪ এর ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে শাস্তির বিধান সুপারিশ করণের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সাভার জোনাল বিপনন অফিসের ডিজিএম প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, ভিজিলেন্স ম্যানেজার প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মমতাজসহ টিমের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার

অভয়নগরে নারীকে হত্যার চেষ্টায় আটক ১

শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

দারিয়াপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কার্ড বিতরণ

রাজিবপুরে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র পরিচিত সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

আদালতের আদেশে জব্দকৃত বালু প্রতিস্থাপন করেছে বনবিভাগ
