সাভারে অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস) জোরালো অভিযান পরিচালনা করছে। প্রতিদিন কোনো না কোনো এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে।
অদ্য ৩১ জানুয়ারী মঙ্গলবার দিনব্যাপি সাভার জোনাল বিপনন অফিসের ব্যপস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সাইম এর নেতৃত্বে সাভারের রাজাশন এলাকায় মারহাবা সিনথেটিক স্পিনিং মিলস এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা সংক্রান্ত বিষয়ে সাভার জোনাল বিপনন অফিসের ব্যপস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সাইম এর কাছে জানতে চাইলে তিনি দৈনিক সকালের সময়কে জানান, তিতাস গ্যাস ট্রন্সমিশন এন্ড ডিট্রিবিউশন ক্ম্পোনী ও ভিজিলেন্স ডিভিশন জোনাল বিপনন অফিস সাভারের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানে মারহাবা সিনথেটিক স্পিনিং মিলস ও এর সহযোগী প্রতিষ্ঠান সুইচ কোয়ালিটি পোর্টার বিডি লিঃ ৪৬/বি, পূর্ব রাজাশন, সাভার, ঢাকাতে অভিযান প্রক্রিয়া চলমান। প্রতিষ্ঠান দুটি সম্পুর্ন অবৈধভাবে চোরাই গ্যাস লাইন সংযোগ দিয়ে বছরের পর বছর কতৃপক্ষের নজর ফাঁকি দিয়ে বড় বড় স্থাপনায় গ্যাস ব্যবহার করে আসছিলো। তিতাস গ্যাস কতৃপক্ষের হিসাবমতে দশ টন পার ঘন্টা কেপাসিটির দুইটা বয়লার এবং পনেরোশ কিলো ওয়াট পার ঘন্টা ক্ষমতা সম্পন্ন তিনটা জেনারেটর চলমান ছিলো। গ্যাস কতৃপক্ষের সরেজমিন অভিযানে এর সত্যতা মিলে। যা বর্তমান বয়লারের টেরিফ অনুযায়ী প্রতি মাসে বাহাত্তর লক্ষ টাকা ও তিনটি জেনারটরের প্রতি মাসে সাড়ে ছিয়াশি লক্ষ টাকা অবৈধভাবে ব্যবহার করে আসছিলো।
প্রকৌশলী আবু সাদাত মোঃ সাইম বলেন, গ্যাস আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারা এবং গ্যাস বিপনন ২০১৪ এর ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে শাস্তির বিধান সুপারিশ করণের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সাভার জোনাল বিপনন অফিসের ডিজিএম প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, ভিজিলেন্স ম্যানেজার প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মমতাজসহ টিমের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার
রায়গঞ্জের চান্দাইকোনায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন
বেনাপোল ঘিবা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার
নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে বসন্তের কোকিলের আনাগোনা
বড়লেখায় প্রাথমিকে পাঠদানের অনুমিত পেল শিশু শিক্ষা একাডেমি
জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৫, আহত ৩
মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তারুণ্যের উৎসব ২০২৫: সন্দ্বীপে অনুষ্ঠিত হলো সমৃদ্ধি কর্মসূচির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পটুয়াখালীর জনদুর্ভোগ নিয়ে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন