বোয়ালমারীতে পেঁয়াজ ক্ষেতে প্রতিশোধের বিষ পাঁচ লক্ষ টাকার ক্ষতি
ফরিদপুরের বোয়ালমারীতে পুর্বশত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে দুই একর জমির পেঁয়াজ ক্ষেত ধ্বংসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধীক টাকার ক্ষতির স্বীকার হয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন উপজেলার ডোবরা গ্রামের কৃষক মোঃআমীর হোসেন। এ বিষয়ে তিনি ৫ জনকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানাগেছে। জানাযায়,সাতৈর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমীর হোসেন একজন আদর্শ কৃষক। প্রতি বছরের ন্যায় এবারও তিনি ব্যাংক থেকে মোটা অংকের কৃষি ঋন নিয়ে স্থানীয় ফলিয়ার বিলের মাঠে দুই একর জমিতে পেঁয়াজের আবাদ করেন। পেঁয়াজের গাছগুলো পরিপুষ্ট হয়ে ইতিমধ্যেই ফলবান হয়ে উঠে। আগামী মাস- দেড়েকের মাথায় যা ঘরে তোলা সম্ভব হতো। কিন্তু তার আগেই শত্রুপক্ষের কুনজর পড়ে ঐ পেঁয়াজের উপর। গত ৪ ফেব্রুয়ারী গভীর রাতে তারা ধরন্ত পেয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ করে।পরের দিন সকাল হতেই পেঁয়াজের গাছগুলো মরতে শুরু করে। দেখে মনে হয় গোটা পেঁয়াজের ক্ষেত আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক আমীর হোসেন ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এজাহার নামীয় আসামীরা হলেন-মোঃরবিউল মোল্লা, জোমারত মোল্লা,কাবুল মোল্লা, রাহুল মোল্লা ও শিমুল মোল্লা। হতাশা ক্লিষ্ট চিত্তে কৃষক আমীর হোসেন বলেন,কাদিরদী কৃষি ব্যাংক থেকে আড়াই লক্ষ টাকা লোন নেয়া সহ মোট তিন লক্ষাধীক টাকা বিনিয়োগ করে পেঁয়াজ আবাদ করি। কিন্তু প্রতিহিংসার আগুনে পুড়ে সব শেষ হয়ে গেলো। এখন পথে বসে যাওয়া ছাড়া আর উপায় নেই। কি ভাবে আমি এই ঋন শোধ করবো? আমীর বলেন,রবিউল গংদের সঙ্গে আমার ডোবরা জুটমিল কেন্দ্রীক ব্যবসা-বাণিজ্য নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। তারা নানাভাবে আমার ক্ষতিসাধনের জন্য হুমকি-ধামকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় তারা আমার পেঁয়াজ ক্ষেতে বিষ দিয়েছে। জানতে চাইলে অভিযুক্ত রবিউল মোল্লা মুঠোফোনে বলেন,আমীরের সাথে আমার বিরোধ আছে সত্য।তবে আমি তার জমিতে বিষ দেইনি। ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। পরে বাড়ি ফিরে ঘটনা জানতে পারি। এব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আঃওহাব বলেন,গভীর রাতের ঘটনা।সরাসরি কেউ দেখেনি। আমার অফিসার তদন্ত করছে। তথ্য প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি
৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার