ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বোয়ালমারীতে পেঁয়াজ ক্ষেতে প্রতিশোধের বিষ পাঁচ লক্ষ টাকার ক্ষতি


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ৪:৫৪

ফরিদপুরের বোয়ালমারীতে পুর্বশত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে দুই একর জমির পেঁয়াজ ক্ষেত ধ্বংসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধীক টাকার ক্ষতির স্বীকার হয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন উপজেলার ডোবরা গ্রামের কৃষক মোঃআমীর হোসেন। এ বিষয়ে তিনি ৫ জনকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানাগেছে। জানাযায়,সাতৈর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমীর হোসেন একজন আদর্শ কৃষক। প্রতি বছরের ন্যায় এবারও তিনি ব্যাংক থেকে মোটা অংকের কৃষি ঋন নিয়ে স্থানীয় ফলিয়ার বিলের মাঠে দুই একর জমিতে পেঁয়াজের আবাদ করেন। পেঁয়াজের গাছগুলো পরিপুষ্ট হয়ে ইতিমধ্যেই ফলবান হয়ে উঠে। আগামী  মাস- দেড়েকের মাথায় যা ঘরে তোলা সম্ভব হতো। কিন্তু তার আগেই শত্রুপক্ষের কুনজর পড়ে ঐ পেঁয়াজের উপর। গত ৪ ফেব্রুয়ারী গভীর রাতে তারা ধরন্ত পেয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ করে।পরের দিন সকাল হতেই পেঁয়াজের গাছগুলো মরতে শুরু করে। দেখে মনে হয় গোটা পেঁয়াজের ক্ষেত আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক আমীর হোসেন ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের  বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারী   থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এজাহার নামীয় আসামীরা হলেন-মোঃরবিউল মোল্লা, জোমারত মোল্লা,কাবুল মোল্লা, রাহুল মোল্লা ও শিমুল মোল্লা। হতাশা ক্লিষ্ট চিত্তে  কৃষক আমীর হোসেন বলেন,কাদিরদী কৃষি ব্যাংক থেকে আড়াই লক্ষ টাকা লোন নেয়া সহ মোট তিন লক্ষাধীক টাকা বিনিয়োগ করে পেঁয়াজ আবাদ করি। কিন্তু প্রতিহিংসার আগুনে পুড়ে সব শেষ হয়ে গেলো। এখন পথে বসে যাওয়া ছাড়া আর উপায় নেই। কি ভাবে আমি এই ঋন শোধ করবো? আমীর বলেন,রবিউল গংদের সঙ্গে আমার ডোবরা জুটমিল কেন্দ্রীক ব্যবসা-বাণিজ্য নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। তারা নানাভাবে আমার ক্ষতিসাধনের জন্য হুমকি-ধামকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় তারা আমার পেঁয়াজ ক্ষেতে বিষ দিয়েছে। জানতে চাইলে অভিযুক্ত রবিউল মোল্লা মুঠোফোনে বলেন,আমীরের সাথে আমার বিরোধ আছে সত্য।তবে আমি তার জমিতে বিষ দেইনি। ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। পরে বাড়ি ফিরে ঘটনা জানতে পারি। এব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আঃওহাব বলেন,গভীর রাতের ঘটনা।সরাসরি কেউ দেখেনি। আমার অফিসার তদন্ত করছে। তথ্য প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা

ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন

জয়পুরহাটে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ

ক্রান্তিলগ্নে পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব: দীপ্তি-শাহেদ

পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন