মনের পৃথিবী
মনের পৃথিবী
তৌহিদুল ইসলাম তৌহিদপৃথিবীর কোনো প্রানে সুখ ছিল না, প্রতিদানে ছিল ক্ষতি ও দু:খ।
এতে এক হৃদয়, এতে এক স্মৃতি, সবাই একসাথে খুঁজে বেড়াই একটুখানি সুখ !
একজন মনে ছিল, আমি সেই জন, জাগাবে কে পৃথিবীকে? আমার মনের মতন !!
এক বাক্য করে সে পৃথিবীর প্রাণ, তার সুখ ছিল তার সৃষ্টি, তারই জীবন!
সারাজীবন ধরে খুঁজে বেড়াই সেই অমূল্য রতন।
মনের জানালা খুলে হাতছানি দিয়ে ডাকি,ডানা মেলা মেঘ পাখি
সবকিছু দেখেও না বুঝার ভান করে চুপ হয়ে যায় আমার আঁখি।
এমএসএম / এমএসএম
Link Copied