ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বোয়ালমারীতে গায়ের জোরে নিঃসন্তান দম্পতির জমি দখলের অভিযোগ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৭-২-২০২৩ বিকাল ৬:৪৩
ফরিদপুরের বোয়ালমারীতে অসহায় এক নিঃসন্তান দম্পতির জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শেখর ইউনিয়নের শেখপুর গ্রামের মোঃবাচ্চু মোল্লা,ছিদ্দিক মোল্লা গং এর বিরুদ্ধে  এ দখল যজ্ঞের অভিযোগ তুলেছেন একই গ্রামের মোঃ ছলেমান ভূইয়া। অসহায়ের জমি দখলের ঘটনায় সাধারণ এলাকাবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রতিকার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে  আদালতে এজাহার দায়ের করেছেন বলে জানাগেছে। 
তথ্যানুসন্ধানে জানাযায়,শেখপুর গ্রামের মৃত খলিল ভূইয়ার ছেলে মোঃ ছলেমান ভূইয়া(৬০)এর কোন সন্তান-সন্তুতি নেই। স্ত্রীকে নিয়ে পৃথক একটি বাড়িতে তিনি বসবাস করেন। এই বাড়ির সামনে সাত শতক ভিটি জমি রয়েছে তার। বাবার ক্রয়সূত্রে শেখপুর মৌজার ৪২৫ নং দাগের এই জমির মালিক হন তিনি।পূর্বের ভোগদখল মূলেই এই জমিতে মেহগনি গাছের বাগান করেন ছলেমান। ১৯৯৪ সালে জীবীকার তাগিদে বিদেশ যান তিনি।এ সুযোগে সম্পূর্ণ গায়ের জোরেঐ মেহেগনি বাগানের সব গাছ কেটে নিয়ে পুরো জমি দখল করে নেন স্থানীয় বাচ্চু মোল্লা ও ছিদ্দিক মোল্লা গং। প্রথমে তারা সেখানে একটি পাকা টয়লেট নির্মাণের মাধ্যমে দখল পাকাপোক্ত করেন। এরপর গরুর খাঁচা,খড়ের গাদা,খরির মাচা ইত্যাদি স্থাপন করে জায়গাটি ভোগদখল করতে থাকেন। স্ত্রী কোহিনুর বেগমের চোখের সামনে এসব ঘটলেও তিনি অসহায়ের মতো চেয়ে- চেয়ে দেখতে থাকেন। বছর দশেক পর ছলেমান ভূইয়া বিদেশ থেকে ফিরে এসে জমি উদ্ধারে নানা তৎপরতা শুরু করেন। স্থানীয় পর্যায়ে একাধিক সালিশ-বৈঠক,থানায় অভিযোগ দেওয়া ছাড়াও আদালতে মামলা করেন তিনি। এ মামলাটি চলমান থাকা সত্ত্বেও সম্প্রতি জায়গাটিতে দোতলা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে দখলদার চক্রটি। এখন চলছে ফাউন্ডেশন তৈরীর কাজ। এ প্রেক্ষিতে ফের আদালতে অভিযোগ দিয়েছেন অসহায় ছলেমান। এমতাবস্থায় জায়গাটি সরেজমিন পর্যবেক্ষণ করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়ে তিন সদস্যের একটি কমিশন গঠন করে দিয়েছেন আদালত। গত  বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী)কমিশনের তিন সদস্য  জমিটি পরিদর্শন করেছেন বলে জানাগেছে। ছলেমান ভূইয়া বলেন,আমার বাবা খলিল ভূইয়া চাচা জলিল ভূইয়া ও বিবাদী বাচ্চু মোল্লার বাবা হামিদ মোল্লা তিন জনে মিলে ২৭ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে তা তিন পক্ষের নামেই রেকর্ড ভুক্ত হয়। এক পর্যায়ে আমার চাচার অংশ (৭ শতক) ক্রয় করে বাচ্চু ২০ শতক জমির মালিক হলেও সে এখন পুরো ২৭ শতক জমি ভোগদখল করছে। আল্লাহ এ অবিচার সহ্য করবেন না। জানতে চাইলে অভিযুক্ত বাচ্চু মোল্লা বলেন,আমার জায়গা আমি ভোগদখল করছি। অন্যের জমি দখলের প্রশ্নই উঠেনা। ছলেমানদের জমি তার বড় ভাই বিনিময় সূত্রে অন্যদাগে ভোগদখল করছে। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা

ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন

জয়পুরহাটে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ

ক্রান্তিলগ্নে পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব: দীপ্তি-শাহেদ

পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন