ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

কেন্দ্রীয় নেত্রীদের উপস্থিতেই চট্টগ্রামে মহিলা আওয়ামী লীগের মত বিনিময় সভায় হট্টোগোল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-৩-২০২৩ বিকাল ৫:৭

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে নগরীর ২নং গেইটস্থ সামারা কনভেশন হলে বিকালে মত বিনিময় সভায় ব্যাপক হট্টোগোল শুরু হয়। এসময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিতে হাসিনা মহিউদ্দীনের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের কমিটি মানি না মানি না বলে শ্লোগান দেন।
জানা গেছে, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়ার আ.জ.ম নাছির উদ্দীনের অনুসারী নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরী ও  সাংগঠনিক সম্পাদক মজিনা আক্তার লুসির নেতৃত্বে সভাস্থল দখল করেন নেন। সভা শুরু হওয়ার পর একের পর এক বক্তব্য রাখলেও আ.জ.ম নাছিরের অনুসারী কোন কর্মীকে বক্তব্য রাখার সুযোগ না দেয়ার প্রতিবাদ জানিয়ে দাড়িয়ে যান মর্জিনা আক্তার লুসি। মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সাধারণ সম্পাদক শবনম জাহান কমিটির দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম মহানগর কমিটির সাথে প্রথম বৈঠক ও প্রথম সাংগঠনিক সফর। সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন নমিতা আইচ, সহ সভাপতি হাসিনা জাফর, সাধারণ সম্পাদক রেখা আলম, যুগ্ম সম্পাদক আঞ্জুমান আরা বেগম, সাংগঠনিক সম্পাদক মজিনা আকতার লুচি ও এডভোকেট মিলি চৌধুরী, নবুয়াত তারা ছিদ্দিকী, প্রচার সম্পাদক রুমা দাশ, দপ্তর সম্পাদক নাহিদা আকতারসহ বিভিন্ন এলাকার মহিলাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ছিল। সোমাবার মত বিনিময় সভায় নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরী, কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, মহিলা আওয়ামী লীগের নেত্রী বিলকিস আকতার চৌধুরী, মর্জিনা আকতার লুসি, মিলি চৌধুরীর নেতৃত্বে প্রায় দুইশ কর্মী সমর্থক নিয়ে হাজির হন। মত বিনিময় সভায় নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরী ও মর্জিনা আকতার লুসি, কাউন্সিলর জেসমিন পারভীন জেসির নেতৃত্বে
সভাস্থলে মূলত আ.জ.ম নাছির উদ্দীনের অনুসারীদের দখলে ছিল। মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দীন ও দক্ষিণ  জেলার সভাপতি ও সাবেক এমপি চেমন আরা তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা,   উত্তর জেলার সভাপতি দিলুয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক এডভোকেটে বাসন্তী প্রভা পালিতসহ সিসিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় আ.জ.ম নাছির উদ্দীনের অনুসারীদের দখলে ছিল। মহিউদ্দীন চৌধুরীর অনুসারীদের উপস্থিত ছিল তুলনামূলকভাবে খুব কম। সভা শুরু হলে নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দীন তার নিজস্ব অনুসারীদের বাইরে সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরীকে পর্যন্ত পরিচয় এবং বক্তব্য রাখার সুযোগ দেয়নি। এ নিয়ে উপস্থিত নেতা কর্মীরা প্রতিবাদ জানান বলে খবর পাওয়া গেছে।
হট্টোগোল প্রসঙ্গে নগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মর্জিনা আকতার লুসি বলেন, মত বিনিময় সভায় উপস্থিত কর্মী সর্মথক সব আমাদের ছিল, যারা মঞ্চে বসা ছিল তাদের কোন কর্মী সমর্থক ছিল না, আমাদের যখন বক্তব্য দেয়ার সুযোগ দিচ্ছে না আমি দাড়িয়ে প্রতিবাদ জানালে উপস্থিত নেতা কর্মীরা আমার বক্তব্যের পক্ষে সমর্থন দেন। হাসিনা মহিউদ্দীনকে মানি না মানি না  বলে উপস্থিত দলীয় কর্মীরা শ্লোগান দেয় এবং কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক আমার বক্তব্য শুনে আগামী কমিটিতে যারা মাঠে ময়দানে ছিল তাদের দিয়ে কমিটি করার ঘোষণা দেন। নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরী বলেন, চেয়েছিল কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদককে দিয়ে একটা গোপন বৈঠক করে একটা পকেট কমিটি ঘোষণা দিতে, আমরা বিয়ষটি জানার পর সভাস্থলে উপস্থিত হলে আমাদের দেখে হাসিনা মহিউদ্দীনের মাথা খারাপ হয়ে যায়। আমারা ফুল নিয়ে তাদের শুভেচ্ছা জানানোর জন্য পর্যন্ত নাম ঘোষণা করেনি।আমাকে দাওয়াত পর্যন্ত দেয়া হয়নি আমরা চট্টগ্রামের অবস্থা সাংগঠনিক চিত্র তুলে ধরার চেষ্ঠা করছি। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক তৃণমূলের বিষয়টি বুঝতে পেরেছে। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা